বীজপুর (উত্তর 24 পরগনা), 17 এপ্রিল: মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক তৃণমূল কংগ্রেসের জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই ৷ তার পরই আরও বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সেই তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়েরও ৷ নিয়োগ দুর্নীতিতে বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় জড়িত বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ যদিও এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন মুকুল-পুত্র ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে সমস্তরকম তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত ৷
প্রসঙ্গত, গত শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেছিলেন যে নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল কংগ্রেসের শতাধিক বিধায়ক ৷ আগামী কয়েকমাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা একশোর নিচে নেমে আসতে পারে বলেও দাবি করেন তিনি ৷ শুভেন্দু যখন এই মন্তব্য করছেন, সেই সময় মুর্শিদাবাদের আন্দু বড়ঞার বিধায়কের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান চলছে ৷
সোমবার সকালেই জানা যায় যে ওই বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই ৷ ফলে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের পর জীবনকৃষ্ণ তৃতীয় তৃণমূল বিধায়ক হিসেবে গ্রেফতার হলেন ৷ এর পরই টুইট করে শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক, সাংসদ ও প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন ৷ সেখানেই নাম রয়েছে উত্তর 24 পরগনার বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের নাম ৷
যদিও এই নিয়ে শুভ্রাংশু বলেন, ‘‘উনি (শুভেন্দু) আমার থেকে বড় ৷ বিধানসভায় ওঁকে আমি পেয়েছি । ওঁর সম্বন্ধে আমি এই নিয়ে কোনও মন্তব্য করতে পারব না ।’’ এর পর মুকুল-পুত্রের সংযোজন, ‘‘তবে এই নিয়ে তদন্ত করলে তার পাশে আমি অবশ্যই থাকব, তদন্তে সহযোগিতা করব ।’’
একই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘তবে আমি যদি আবার কোনোদিন সুযোগ পাই, তাহলে আমি অবশ্যই আমার এলাকার উপযুক্ত লোকদের আমি চাকরি দেব । আমি তো এখন বিধায়ক নই । আমার বিরুদ্ধে উনি যে সুপারিশের অভিযোগ করছেন তাতে যে হাতের লেখা আছে, তা আমার নয় । আমার কোনও প্যাডে কোনও চিঠি উনি দেখাতে পারবেন না ।’’
আরও পড়ুন: দুর্নীতিতে জড়িত একাধিক সাংসদ-বিধায়কের তালিকা প্রকাশ ! শুভেন্দুর নয়া বাণ 'তোলামূল সার্ভিস কমিশন'