ETV Bharat / state

Mukul Roy: 'বিজেপিতেই আছি, কোনওদিন তৃণমূলে যোগদান করিনি', রাজ্যে ফিরে বললেন মুকুল

শনিবার দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন বিধায়ক মুকুল রায় ৷ তিনি তৃণমূল না বিজেপি কোন দলে আছেন, এই জল্পনার মাঝেই এদিন দমদম বিমানবন্দরে নামেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ৷ জানিয়েছেন, তিনি এখনও বিজেপিতেই আছেন ৷

Etv Bharat
মুকুল রায়
author img

By

Published : Apr 29, 2023, 4:31 PM IST

Updated : Apr 29, 2023, 5:00 PM IST

মুকুল রায়ের বক্তব্য

বিধাননগর, 29 এপ্রিল : শনিবার দুপুরে দিল্লি থেকে কলকাতায় ফেরেন মুকুল রায় ৷ তিনি বর্তমানে কোন দলে রয়েছেন এই জল্পনার মাঝে এদিন দমদম বিমানবন্দরে নেমে মুকুল বলেন তিনি বিজেপিতেই আছেন ৷ তাঁর কথায়,"আমার নিজের কাজে দিল্লি গিয়েছিলাম ৷ সকলের সঙ্গে কথা হয়েছে ৷ দরকার হলে আবার দিল্লি যাব ৷ আমি বিজেপির সঙ্গেই আছি ৷ বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে ৷ কোনও দিন তৃণমূলে যোগদান করিনি ৷ আমি সম্পূর্ণ সুস্থ, কেউ আমায় জোর করে দিল্লি নিয়ে যায়নি ৷" তিনি কাচরাপাড়ার বাড়িতে ফিরছেন বলেও জানিয়েছেন এই বিধায়ক ৷

17 এপ্রিল দু'জন ব্যক্তির সঙ্গে দিল্লি গিয়েছিলেন মুকুল রায় ৷ 2021 বিধানসভা নির্বাচনে নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায় ৷ তারপর অবশ্য তিনি তৃণমূলে যোগ দেন ৷ দল বদলালেও তিনি বিধায়ক পদে ইস্তফা দেননি ৷ যা নিয়ে তীব্র বিতর্কও হয় ৷ তাঁর পদ খারিজের মামলা আদালত পর্যন্ত গড়ায় ৷ তবে বিধানসভার স্পিকার তাঁর বিধায়ক পদ খারিজ করেননি ৷ মাঝে তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়েও জল ঘোলা হয় ৷ এরপর শারীরিক কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন মুকুল ৷ তাঁর মাথায় অস্ত্রোপচারও হয় ৷

এরপরেই 17 তারিখ মুকুল রায়ের দিল্লি যাত্রার কথা জানা যায় ৷ মুকুল পুত্র শুভ্রাংশু রায় সেদিন দাবি করেছিলেন, বাড়ির কাউকে না জানিয়েই তাঁর বাবা দিল্লি গিয়েছেন ৷ তাঁর বাবার মানসিক স্বাস্থ্য ঠিক নেই, দুই ব্যক্তি তাঁকে জোর করে নিয়ে গিয়েছে বলেও দাবি করেন শুভ্রাংশু ৷ বাবাকে অপহরণের অভিযোগে তিনি থানায় এফআইআরও দায়ের করেছিলেন ৷ যদিও দিল্লিতে গিয়ে মুকুল রায় সংবাদমাধ্যমকেও জানিয়েছিলেন তিনি স্বেচ্ছায় সেখানে গিয়েছেন ৷ এরপর এরাজ্য থেকে পুলিশও মুকুলের বয়ান নিতে দিল্লি যায় ৷

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ধর্মযোদ্ধা বিচারপতি গঙ্গোপাধ্যায়, প্রশংসা অধীরের

শনিবার দমদম বিমানবন্দরে নেমে মুকুল রায় জানান, তিনি বিজেপিতে আছেন ৷ বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর দেখা না হলেও ফোনে কথা হয়েছে বলে দাবি মুকুলের ৷ তবে বিজেপির হয়ে মাঠে নেমে কাজের বিষয়ে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি ৷ শুভ্রাংশু রায় দাবি করেছিলেন তাঁর বাবা মানসিক দিক দিয়ে অসুস্থ, তাঁকে জোর করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গে এদিন মুকুল বলেন," বাজে কথা ৷ আমার ছেলের দাবি ঠিক নয় ৷ আমি নিজেই গিয়েছিলাম, নিজেই ফিরে এসেছি ৷ কেউ আমায় জোর করে নিয়ে যায়নি ৷ আমি সম্পূর্ণ সুস্থ ৷"

মুকুল রায়ের বক্তব্য

বিধাননগর, 29 এপ্রিল : শনিবার দুপুরে দিল্লি থেকে কলকাতায় ফেরেন মুকুল রায় ৷ তিনি বর্তমানে কোন দলে রয়েছেন এই জল্পনার মাঝে এদিন দমদম বিমানবন্দরে নেমে মুকুল বলেন তিনি বিজেপিতেই আছেন ৷ তাঁর কথায়,"আমার নিজের কাজে দিল্লি গিয়েছিলাম ৷ সকলের সঙ্গে কথা হয়েছে ৷ দরকার হলে আবার দিল্লি যাব ৷ আমি বিজেপির সঙ্গেই আছি ৷ বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে ৷ কোনও দিন তৃণমূলে যোগদান করিনি ৷ আমি সম্পূর্ণ সুস্থ, কেউ আমায় জোর করে দিল্লি নিয়ে যায়নি ৷" তিনি কাচরাপাড়ার বাড়িতে ফিরছেন বলেও জানিয়েছেন এই বিধায়ক ৷

17 এপ্রিল দু'জন ব্যক্তির সঙ্গে দিল্লি গিয়েছিলেন মুকুল রায় ৷ 2021 বিধানসভা নির্বাচনে নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায় ৷ তারপর অবশ্য তিনি তৃণমূলে যোগ দেন ৷ দল বদলালেও তিনি বিধায়ক পদে ইস্তফা দেননি ৷ যা নিয়ে তীব্র বিতর্কও হয় ৷ তাঁর পদ খারিজের মামলা আদালত পর্যন্ত গড়ায় ৷ তবে বিধানসভার স্পিকার তাঁর বিধায়ক পদ খারিজ করেননি ৷ মাঝে তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়েও জল ঘোলা হয় ৷ এরপর শারীরিক কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন মুকুল ৷ তাঁর মাথায় অস্ত্রোপচারও হয় ৷

এরপরেই 17 তারিখ মুকুল রায়ের দিল্লি যাত্রার কথা জানা যায় ৷ মুকুল পুত্র শুভ্রাংশু রায় সেদিন দাবি করেছিলেন, বাড়ির কাউকে না জানিয়েই তাঁর বাবা দিল্লি গিয়েছেন ৷ তাঁর বাবার মানসিক স্বাস্থ্য ঠিক নেই, দুই ব্যক্তি তাঁকে জোর করে নিয়ে গিয়েছে বলেও দাবি করেন শুভ্রাংশু ৷ বাবাকে অপহরণের অভিযোগে তিনি থানায় এফআইআরও দায়ের করেছিলেন ৷ যদিও দিল্লিতে গিয়ে মুকুল রায় সংবাদমাধ্যমকেও জানিয়েছিলেন তিনি স্বেচ্ছায় সেখানে গিয়েছেন ৷ এরপর এরাজ্য থেকে পুলিশও মুকুলের বয়ান নিতে দিল্লি যায় ৷

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ধর্মযোদ্ধা বিচারপতি গঙ্গোপাধ্যায়, প্রশংসা অধীরের

শনিবার দমদম বিমানবন্দরে নেমে মুকুল রায় জানান, তিনি বিজেপিতে আছেন ৷ বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর দেখা না হলেও ফোনে কথা হয়েছে বলে দাবি মুকুলের ৷ তবে বিজেপির হয়ে মাঠে নেমে কাজের বিষয়ে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি ৷ শুভ্রাংশু রায় দাবি করেছিলেন তাঁর বাবা মানসিক দিক দিয়ে অসুস্থ, তাঁকে জোর করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গে এদিন মুকুল বলেন," বাজে কথা ৷ আমার ছেলের দাবি ঠিক নয় ৷ আমি নিজেই গিয়েছিলাম, নিজেই ফিরে এসেছি ৷ কেউ আমায় জোর করে নিয়ে যায়নি ৷ আমি সম্পূর্ণ সুস্থ ৷"

Last Updated : Apr 29, 2023, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.