ETV Bharat / state

70 বছরেও মহিলাদের নতুন করে অনুপ্রেরিত করছেন দত্তপুকুরের মুক্তি - দত্তপুকুরের মুক্তি

বয়স 60 পেরিয়ে 70-এর কোটায় । কিন্তু তারপরও থেমে থাকেননি তিনি । বরং, আরও বেশি উৎসাহের সঙ্গে ক্যারাটে শিখে চলেছেন ।

Mukti Mukherjee
মুক্তি মুখোপাধ্যায়
author img

By

Published : Mar 3, 2020, 11:23 PM IST

Updated : Mar 4, 2020, 11:55 PM IST

দত্তপুকুর, 3 মার্চ : বয়স হয়েছে । তার ছাপ চোখেমুখে স্পষ্ট । কিন্তু মন এখনও তরতাজা । তাই 70 বছর বয়সেও অনায়াসে ক্যারাটে করছেন দত্তপুকুরের মুক্তি মুখোপাধ্যায় ।

একসময় শিক্ষকতা করতেন । 2010 সালে অবসর নেন শিক্ষকতা থেকে । তারপর থেকেই অবসর সময়ে কী করবেন তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন । ঠিক তখনই একদিন পাড়ার মাঠে ক্যারাটে ক্লাসে নজর যায় । ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ । সঙ্গে সঙ্গে হাজির হন ওই ক্যারাটে ক্লাসে । কোচকে গিয়ে নিজের ক্যারাটে শেখার কথা জানান । তাঁর মুখে সেকথা শুনে প্রথমে বিস্মিতই হয়েছিলেন কোচ অনিন্দ্য ভট্টাচার্য । কিন্তু পরে তাঁর ইচ্ছে ও উৎসাহ দেখে ক্যারাটে শেখাতে রাজি হন তিনি । তবে, একটাই শর্ত । প্রথমে দুটো ব্যায়াম করে দেখাতে হবে মুক্তি মুখোপাধ্যায়কে । ক্যারাটে শেখার জন্য শর্তমতো দুটো ব্যায়াম করেও দেন । তারপর থেকেই ক্যারাটে চালিয়ে যাচ্ছেন তিনি ।

মহিলাদের অনুপ্রেরণা জোগাচ্ছে 70-র মুক্তি মুখোপাধ্যায়

আট বছর ধরে তিনি ক্যারাটে শিখছেন । এখন বয়স হয়েছে 70 । কিন্তু ক্যারাটে শেখার ইচ্ছেতে সামান্য ঘাটতি আসেনি । বরং, আরও উৎসাহ বেড়েছে । আর তার অন্যতম কারণ চারপাশে বাড়তে থাকা মহিলাদের প্রতি অত্যাচার । তাঁর বক্তব্য, "এখন মেয়েদের সঙ্গে প্রতিনিয়ত যা হচ্ছে তাতে ক্যারাটে শেখাটা আবশ্যিক । ক্যারাটে শেখা থাকলে নিজেকে যেমন সুরক্ষিত রাখা যায় তেমন অন্যকেও সুরক্ষা দেওয়া যায় ।"

মুক্তি মুখোপাধ্যায়কে এই বয়সে ক্যারাটে করতে দেখে অনুপ্রাণিত হচ্ছে অন্যরাও । তবে, এখন তাঁর স্বপ্ন অলিম্পিকে অংশগ্রহণ করা ।

দত্তপুকুর, 3 মার্চ : বয়স হয়েছে । তার ছাপ চোখেমুখে স্পষ্ট । কিন্তু মন এখনও তরতাজা । তাই 70 বছর বয়সেও অনায়াসে ক্যারাটে করছেন দত্তপুকুরের মুক্তি মুখোপাধ্যায় ।

একসময় শিক্ষকতা করতেন । 2010 সালে অবসর নেন শিক্ষকতা থেকে । তারপর থেকেই অবসর সময়ে কী করবেন তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন । ঠিক তখনই একদিন পাড়ার মাঠে ক্যারাটে ক্লাসে নজর যায় । ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ । সঙ্গে সঙ্গে হাজির হন ওই ক্যারাটে ক্লাসে । কোচকে গিয়ে নিজের ক্যারাটে শেখার কথা জানান । তাঁর মুখে সেকথা শুনে প্রথমে বিস্মিতই হয়েছিলেন কোচ অনিন্দ্য ভট্টাচার্য । কিন্তু পরে তাঁর ইচ্ছে ও উৎসাহ দেখে ক্যারাটে শেখাতে রাজি হন তিনি । তবে, একটাই শর্ত । প্রথমে দুটো ব্যায়াম করে দেখাতে হবে মুক্তি মুখোপাধ্যায়কে । ক্যারাটে শেখার জন্য শর্তমতো দুটো ব্যায়াম করেও দেন । তারপর থেকেই ক্যারাটে চালিয়ে যাচ্ছেন তিনি ।

মহিলাদের অনুপ্রেরণা জোগাচ্ছে 70-র মুক্তি মুখোপাধ্যায়

আট বছর ধরে তিনি ক্যারাটে শিখছেন । এখন বয়স হয়েছে 70 । কিন্তু ক্যারাটে শেখার ইচ্ছেতে সামান্য ঘাটতি আসেনি । বরং, আরও উৎসাহ বেড়েছে । আর তার অন্যতম কারণ চারপাশে বাড়তে থাকা মহিলাদের প্রতি অত্যাচার । তাঁর বক্তব্য, "এখন মেয়েদের সঙ্গে প্রতিনিয়ত যা হচ্ছে তাতে ক্যারাটে শেখাটা আবশ্যিক । ক্যারাটে শেখা থাকলে নিজেকে যেমন সুরক্ষিত রাখা যায় তেমন অন্যকেও সুরক্ষা দেওয়া যায় ।"

মুক্তি মুখোপাধ্যায়কে এই বয়সে ক্যারাটে করতে দেখে অনুপ্রাণিত হচ্ছে অন্যরাও । তবে, এখন তাঁর স্বপ্ন অলিম্পিকে অংশগ্রহণ করা ।

Last Updated : Mar 4, 2020, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.