ETV Bharat / state

দুর্ঘটনায় অর্জুন সিংয়ের কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি, আহত 7 - সিআরপিএফ জওয়ান

13 অক্টোবর রাতে হিঙ্গলগঞ্জের হেমনগড়ে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে কয়েকজন জখম হন ৷ তাঁদের মধ্যে BJP-র বুথস্তরের নেতা রবীন্দ্রনাথ মণ্ডলও ছিলেন ৷ সোমবার রাতে SSKM-এ তাঁর মৃত্যু হয় ৷ আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন অর্জুন সিং ৷

mp_arjun_singh_convoy's_car_got_accident
দুর্ঘটনায় অর্জুনের কনভয়, জখম 7
author img

By

Published : Oct 21, 2020, 4:01 PM IST

মিনাখাঁ, 21 অক্টোবর : মিনাখাঁয় উলটে গেল অর্জুন সিংয়ের কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি ৷ ঘটনায় অন্তত সাত জন জখম হয়েছেন ৷ আজ মৃত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তিনি ৷ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখাঁ থানার বগিরহুলা এলাকায় ৷

13 অক্টোবর রাতে হিঙ্গলগঞ্জের হেমনগড়ে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে কয়েকজন জখম হন ৷ তাঁদের মধ্যে BJP-র বুথস্তরের নেতা রবীন্দ্রনাথ মণ্ডলও ছিলেন ৷ সোমবার রাতে SSKM-এ তাঁর মৃত্যু হয় ৷ আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন অর্জুন সিং ৷ সেই সময় মিনাখাঁর বগিরহুলা গ্রামের কাছে অর্জুন সিংয়ের কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের একটি গাড়ির চাকা ফেটে যায় ৷ যার জেরে গাড়িটি উলটে যায় ৷ তিন পথচারী ও চার CRPF জওয়ান আহত হন ৷ চিকিৎসার জন্য় তাঁদের মিনাখাঁ ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

নিরপাত্তারক্ষীদের সঙ্গে হাসপাতালে যান অর্জুন সিংও ৷ প্রাথমিক চিকিৎসার পর জখম চার নিরাপত্তারক্ষীকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তিন পথচারী অবশ্য় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ এর ঘণ্টাখানেক পর অবশ্য় অর্জুন সিং যোগেশগঞ্জে দলীয় কর্মীর বাড়ির দিকে রওনা দেন ।

মিনাখাঁ, 21 অক্টোবর : মিনাখাঁয় উলটে গেল অর্জুন সিংয়ের কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি ৷ ঘটনায় অন্তত সাত জন জখম হয়েছেন ৷ আজ মৃত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তিনি ৷ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখাঁ থানার বগিরহুলা এলাকায় ৷

13 অক্টোবর রাতে হিঙ্গলগঞ্জের হেমনগড়ে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে কয়েকজন জখম হন ৷ তাঁদের মধ্যে BJP-র বুথস্তরের নেতা রবীন্দ্রনাথ মণ্ডলও ছিলেন ৷ সোমবার রাতে SSKM-এ তাঁর মৃত্যু হয় ৷ আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন অর্জুন সিং ৷ সেই সময় মিনাখাঁর বগিরহুলা গ্রামের কাছে অর্জুন সিংয়ের কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের একটি গাড়ির চাকা ফেটে যায় ৷ যার জেরে গাড়িটি উলটে যায় ৷ তিন পথচারী ও চার CRPF জওয়ান আহত হন ৷ চিকিৎসার জন্য় তাঁদের মিনাখাঁ ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

নিরপাত্তারক্ষীদের সঙ্গে হাসপাতালে যান অর্জুন সিংও ৷ প্রাথমিক চিকিৎসার পর জখম চার নিরাপত্তারক্ষীকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তিন পথচারী অবশ্য় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ এর ঘণ্টাখানেক পর অবশ্য় অর্জুন সিং যোগেশগঞ্জে দলীয় কর্মীর বাড়ির দিকে রওনা দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.