বারাসত, 6 জুলাই : সদস্য সংগ্রহ অভিযানে বড়সড় সাফল্য পেল BJP । 2 হাজারেরও বেশি কর্মী সমর্থক যোগদান করল গেরুয়া শিবিরে । তারা তৃণমূল, বাম, কংগ্রেসের কর্মী ছিলেন । বারাসত চাঁপাডালি মোড়ের সদস্য সংগ্রহ অভিযানের মঞ্চ থেকে আজ দলত্যাগীদের হাতে পতাকা তুলে দেন রাজ্য BJP নেত্রী তনুজা চক্রবর্তী, বারাসত সাংগঠনিক জেলার BJP সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়, জেলা BJP নেতা শঙ্কর দাস ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ গোটা দেশে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে BJP । এর ব্যতিক্রম হয়নি উত্তর 24 পরগনা । সকাল দশটা থেকে বারাসত চাঁপাডালি মোড়ে মঞ্চ বেঁধে সদস্য সংগ্রহ অভিযানে নামে BJP-র জেলা নেতৃত্ব । CPI(M) ছেড়ে BJP-তে যোগ দেওয়া স্থানীয় নেতা বাবু সেন বলেন,"বীতশ্রদ্ধ হয়েই আমরা দল ছাড়লাম । একমাত্র BJP-ই পারে উন্নয়নের দিশা দেখাতে । দেশকে এগিয়ে নিয়ে যেতে । যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সার্বিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা করে চলেছেন, তার অংশীদার হতেই আমাদের এই সিদ্ধান্ত ।"
শঙ্কর চট্টোপাধ্যায় বলেন,"আজ দু'হাজারেরও বেশি কর্মী-সমর্থক নাম লিখিয়েছেন । তাঁরা বুঝতে পেরেছেন একমাত্র BJP পারে পশ্চিমবঙ্গকে বাঁচাতে । আমরা আশাবাদী 2021 সালে আমরাই রাজ্যের ক্ষমতায় আসব ।"