ETV Bharat / state

ফসল নষ্ট করল দুষ্কৃতীরা, জমিতে কাটা আঙুল - damage to brinjal cultivation in Bangaon

বাগদার পর বনগাঁয় ফসল নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বেগুন চাষে ক্ষতি, মাঠ থেকে কাটা আঙুলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর মণিগ্রামে ৷

বেগুন চাষে ক্ষতি করল দুষ্কৃতীরা
বেগুন চাষে ক্ষতি করল দুষ্কৃতীরা
author img

By

Published : Oct 29, 2020, 4:09 PM IST

বনগাঁ, 29 অক্টোবর : ফের মাঠের ফসল নষ্ট করল দুষ্কৃতীরা ৷ এবার বেগুন চাষে ক্ষতি ৷ মাঠে বেগুন গাছ লাগানো হয়েছে ৷ সবে ফুল থেকে বেগুন হতে শুরু করেছে ৷ এক রাতেই গাছ কেটে ফসল নষ্ট করল দুষ্কৃতীরা ৷ এছাড়া বেগুন খেতে কাটা আঙুল পড়ে থাকতে দেখা যায় ৷ তা নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার মণিগ্রামে ৷ গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুখপুকুরিয়ার বাসিন্দা মিজানুর মণ্ডল চাষবাস করেই জীবিকা নির্বাহ করেন ৷ পাশের মণিগ্রামে তাঁর চাষের জমি রয়েছে ৷ প্রায় এক বিঘা জমিতে তিনি বেগুনের চারা লাগিয়েছিলেন ৷ গাছে ভালোই ফলন এসেছে ৷ বুধবার সকালে মিজানুর চাষের খেতে ফলন দেখতে যান ৷ সেখানে গিয়ে দেখেন, কে বা কারা গতকাল রাতে বেগুনের চারা কেটে গেছে ৷ ফসল নষ্ট করে গেছে ৷

জমির মালিক আরও জানান, জমিতে ফসল নষ্ট তো করেছেই দৃষ্কৃতীরা ৷ তার সঙ্গে জমিতে একটি কাটা আঙুল পড়ে থাকতে দেখা যায় ৷ বলেন, "আমফান ও কোরোনায় চাষের অবস্থা বড়ই শোচনীয় ৷ দুরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছি ৷ ধার দেনা করে চাষ শুরু করেছি ৷ আর তারই মধ্যে ফসল নষ্ট করে দিল দুষ্কৃতীরা ৷ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷"

চলতি মাসেই বনগাঁর পাশের ব্লকে বাগদায় ঠিক এমনই লক্ষাধিক টাকার পটল চাষের ক্ষতি করে দুষ্কৃতীরা ৷ একরাতে গাছের গোড়া কেটে ফসল নষ্ট করে ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি ৷

বনগাঁ, 29 অক্টোবর : ফের মাঠের ফসল নষ্ট করল দুষ্কৃতীরা ৷ এবার বেগুন চাষে ক্ষতি ৷ মাঠে বেগুন গাছ লাগানো হয়েছে ৷ সবে ফুল থেকে বেগুন হতে শুরু করেছে ৷ এক রাতেই গাছ কেটে ফসল নষ্ট করল দুষ্কৃতীরা ৷ এছাড়া বেগুন খেতে কাটা আঙুল পড়ে থাকতে দেখা যায় ৷ তা নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার মণিগ্রামে ৷ গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুখপুকুরিয়ার বাসিন্দা মিজানুর মণ্ডল চাষবাস করেই জীবিকা নির্বাহ করেন ৷ পাশের মণিগ্রামে তাঁর চাষের জমি রয়েছে ৷ প্রায় এক বিঘা জমিতে তিনি বেগুনের চারা লাগিয়েছিলেন ৷ গাছে ভালোই ফলন এসেছে ৷ বুধবার সকালে মিজানুর চাষের খেতে ফলন দেখতে যান ৷ সেখানে গিয়ে দেখেন, কে বা কারা গতকাল রাতে বেগুনের চারা কেটে গেছে ৷ ফসল নষ্ট করে গেছে ৷

জমির মালিক আরও জানান, জমিতে ফসল নষ্ট তো করেছেই দৃষ্কৃতীরা ৷ তার সঙ্গে জমিতে একটি কাটা আঙুল পড়ে থাকতে দেখা যায় ৷ বলেন, "আমফান ও কোরোনায় চাষের অবস্থা বড়ই শোচনীয় ৷ দুরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছি ৷ ধার দেনা করে চাষ শুরু করেছি ৷ আর তারই মধ্যে ফসল নষ্ট করে দিল দুষ্কৃতীরা ৷ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷"

চলতি মাসেই বনগাঁর পাশের ব্লকে বাগদায় ঠিক এমনই লক্ষাধিক টাকার পটল চাষের ক্ষতি করে দুষ্কৃতীরা ৷ একরাতে গাছের গোড়া কেটে ফসল নষ্ট করে ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.