ETV Bharat / state

Minor Boy Rape A Minor Girl: হাড়োয়ায় নাবালিকা 'প্রেমিকা'কে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

নাবালিকা 'প্রেমিকা'কে ধর্ষণ ৷ মুখ খুললে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করার হুমকি ৷ গ্রেফতার নাবালক ৷ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু পুলিশের ৷ তবে পলাতক অভিযুক্ত নাবালকের বাড়ির লোকজন (Minor Boy Rape A Minor Girl ) ৷

Minor Boy Rape A Minor Gril
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস , গ্রেফতার অভিযুক্ত নাবালক
author img

By

Published : Apr 16, 2022, 4:24 PM IST

Updated : Apr 16, 2022, 5:29 PM IST

হাড়োয়া, 16 এপ্রিল: হাঁসখালি, বীরভূম, পিংলার পর ফের নারী নির্যাতনের ঘটনা উত্তর 24 পরগনার হাড়োয়ায় ৷ এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে ৷ মুখ খুললে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি ৷ শনিবার নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার নবালক ৷ উত্তর 24 পরগনার হাড়োয়ার ঘটনা (Minor Boy Rape A Minor Girl ) ৷

আরও পড়ুন: Cyber Crime in Raidighi : কুপ্রস্তাবে মত না-দেওয়ায় কিশোরীর ছবি বিকৃত করে পোস্ট, গ্রেফতার অভিযুক্ত

অভিযোগ, হাড়ায়ার বাসিন্দার বছর ষোলোর নাবালিকার সঙ্গে স্থানীয় এক নাবালকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল ৷ তার জেরেই প্রায়ই ওই নাবালিকার বাড়িতে যেত অভিযুক্ত নাবালক ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতিতা ওই নাবালিকার সঙ্গে সহবাস করে দীর্ঘদিন ৷ সম্প্রতি ওই নাবালিককে বিয়ে করতে অস্বীকার করলে অভিযুক্ত নাবালকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চায় নাবালিকা ৷ এরপরেই নাবালিকাকে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত নাবালক ৷ এমনকী মুখ খুললে সোশ্যাল মিডয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দেয় অভিযুক্ত ৷

সম্প্রতি ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে সমস্ত ঘটনা প্রকাশ্য়ে আসে ৷ নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানালে অভিযুক্ত নাবালক চড়়াও হয় তাদের উপর ৷ এরপরেই শনিবার হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয় অভিযুক্ত নাবালক৷

এই প্রসঙ্গেই হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, অভিযু্ক্তের নাগাল পাওয়া গেলেও, তার পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হবে । কাউকেই রেয়াত করা হবে না। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷

হাড়োয়া, 16 এপ্রিল: হাঁসখালি, বীরভূম, পিংলার পর ফের নারী নির্যাতনের ঘটনা উত্তর 24 পরগনার হাড়োয়ায় ৷ এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে ৷ মুখ খুললে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি ৷ শনিবার নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার নবালক ৷ উত্তর 24 পরগনার হাড়োয়ার ঘটনা (Minor Boy Rape A Minor Girl ) ৷

আরও পড়ুন: Cyber Crime in Raidighi : কুপ্রস্তাবে মত না-দেওয়ায় কিশোরীর ছবি বিকৃত করে পোস্ট, গ্রেফতার অভিযুক্ত

অভিযোগ, হাড়ায়ার বাসিন্দার বছর ষোলোর নাবালিকার সঙ্গে স্থানীয় এক নাবালকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল ৷ তার জেরেই প্রায়ই ওই নাবালিকার বাড়িতে যেত অভিযুক্ত নাবালক ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতিতা ওই নাবালিকার সঙ্গে সহবাস করে দীর্ঘদিন ৷ সম্প্রতি ওই নাবালিককে বিয়ে করতে অস্বীকার করলে অভিযুক্ত নাবালকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চায় নাবালিকা ৷ এরপরেই নাবালিকাকে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত নাবালক ৷ এমনকী মুখ খুললে সোশ্যাল মিডয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দেয় অভিযুক্ত ৷

সম্প্রতি ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে সমস্ত ঘটনা প্রকাশ্য়ে আসে ৷ নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানালে অভিযুক্ত নাবালক চড়়াও হয় তাদের উপর ৷ এরপরেই শনিবার হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয় অভিযুক্ত নাবালক৷

এই প্রসঙ্গেই হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, অভিযু্ক্তের নাগাল পাওয়া গেলেও, তার পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হবে । কাউকেই রেয়াত করা হবে না। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷

Last Updated : Apr 16, 2022, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.