ETV Bharat / state

Minor Girl Rape : দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে এসে ধর্ষণের শিকার নাবালিকা - Minor Girl Rape

উপহারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই দিদির প্রেমিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকার (Minor Girl Rape in basirhat) ।

Minor Girl Rape
ধর্ষণের শিকার নাবালিকা
author img

By

Published : Mar 26, 2022, 10:49 PM IST

বসিরহাট, 26 মার্চ : মাসতুতো দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে এসে ধর্ষণের শিকার 11 বছরের এক নাবালিকা। অভিযোগ, তাকে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেন দিদির প্রেমিক শহর আলি সর্দার । অভিযোগ পেয়ে ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত ও নির্যাতিতার দিদিকে গ্রেফতার করেছে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায় (Minor Girl Rape in basirhat) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । তবে এখনও সে বিপন্মুক্ত নয় ৷ জানা গিয়েছে, মাটিয়া থানা সংলগ্ন এলাকায় বাড়ি ওই নাবালিকার । সম্প্রতি সে তার মাসির বাড়িতে বেড়াতে এসেছিল । সেখান থেকেই বৃহস্পতিবার বিকেলে মাসতুতো দিদি, তার নাবালিকা বোনকে উপহার নিতে পাঠিয়েছিল প্রেমিকের কাছে । অভিযোগ, এরপর থেকেই কোনও খোঁজ মিলছিল না ওই নাবালিকার । পরিবারের লোকেরা মাসির বাড়ি-সহ বিভিন্ন জায়গায় সন্ধান করলেও মেয়েটির হদিশ পাননি ।

আরও পড়ুন : বিয়ের দাবিতে 11 দিন ধরে প্রেমিকের বাড়িতে ধরনায় প্রেমিকা

শেষে নিরুপায় হয়ে পরদিন অর্থাৎ শুক্রবার নিখোঁজ ডায়রি করা হয় মাটিয়া থানায় । অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । নাবালিকার হদিশ পেতে একপ্রস্থ জিজ্ঞাসাবাদও করা হয় তার মাসতুতো দিদিকে । সেই জিজ্ঞাসাবাদ থেকেই তদন্তকারীরা জানতে পারেন, প্রেমিকের নাম । এরপর প্রেমিক শহর আলি সর্দারকে আটক করে পুলিশ । এরপর দফায় দফায় জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । পুলিশ জানতে পেরেছে, ওইদিন সে উপহার নিতে আসা নাবালিকাকে অপহরণ করে একটি নির্জন এলাকায় নিয়ে যায় । সেখানেই জোর করে ধর্ষণ করে । কু-কর্মের কথা স্বীকার করতেই পুলিশ গ্রেফতার করে শহর আলি সর্দারকে । পাকড়াও করা হয় নাবালিকার মাসতুতো দিদিকেও ।

পুলিশের অনুমান, প্রেমিকের পরিকল্পনাতেই সে নাবালিকা বোনকে তার কাছে পাঠিয়েছিল । অন্যদিকে, গতকাল বিকেলে মাটিয়ার ওই নির্জন এলাকায় অপহৃত নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন । খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে ৷ শনিবার দুপুরে ধৃত ওই দু'জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 6 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

আরও পড়ুন : ঘাটালে নাবালিকার বিয়ে রুখল পুলিশ, আটক দাদু ও মেসো

বসিরহাট, 26 মার্চ : মাসতুতো দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে এসে ধর্ষণের শিকার 11 বছরের এক নাবালিকা। অভিযোগ, তাকে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেন দিদির প্রেমিক শহর আলি সর্দার । অভিযোগ পেয়ে ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত ও নির্যাতিতার দিদিকে গ্রেফতার করেছে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায় (Minor Girl Rape in basirhat) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । তবে এখনও সে বিপন্মুক্ত নয় ৷ জানা গিয়েছে, মাটিয়া থানা সংলগ্ন এলাকায় বাড়ি ওই নাবালিকার । সম্প্রতি সে তার মাসির বাড়িতে বেড়াতে এসেছিল । সেখান থেকেই বৃহস্পতিবার বিকেলে মাসতুতো দিদি, তার নাবালিকা বোনকে উপহার নিতে পাঠিয়েছিল প্রেমিকের কাছে । অভিযোগ, এরপর থেকেই কোনও খোঁজ মিলছিল না ওই নাবালিকার । পরিবারের লোকেরা মাসির বাড়ি-সহ বিভিন্ন জায়গায় সন্ধান করলেও মেয়েটির হদিশ পাননি ।

আরও পড়ুন : বিয়ের দাবিতে 11 দিন ধরে প্রেমিকের বাড়িতে ধরনায় প্রেমিকা

শেষে নিরুপায় হয়ে পরদিন অর্থাৎ শুক্রবার নিখোঁজ ডায়রি করা হয় মাটিয়া থানায় । অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । নাবালিকার হদিশ পেতে একপ্রস্থ জিজ্ঞাসাবাদও করা হয় তার মাসতুতো দিদিকে । সেই জিজ্ঞাসাবাদ থেকেই তদন্তকারীরা জানতে পারেন, প্রেমিকের নাম । এরপর প্রেমিক শহর আলি সর্দারকে আটক করে পুলিশ । এরপর দফায় দফায় জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । পুলিশ জানতে পেরেছে, ওইদিন সে উপহার নিতে আসা নাবালিকাকে অপহরণ করে একটি নির্জন এলাকায় নিয়ে যায় । সেখানেই জোর করে ধর্ষণ করে । কু-কর্মের কথা স্বীকার করতেই পুলিশ গ্রেফতার করে শহর আলি সর্দারকে । পাকড়াও করা হয় নাবালিকার মাসতুতো দিদিকেও ।

পুলিশের অনুমান, প্রেমিকের পরিকল্পনাতেই সে নাবালিকা বোনকে তার কাছে পাঠিয়েছিল । অন্যদিকে, গতকাল বিকেলে মাটিয়ার ওই নির্জন এলাকায় অপহৃত নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন । খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে ৷ শনিবার দুপুরে ধৃত ওই দু'জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 6 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

আরও পড়ুন : ঘাটালে নাবালিকার বিয়ে রুখল পুলিশ, আটক দাদু ও মেসো

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.