অশোকনগর, 30 মে : যশের দাপটের মধ্যেই বিক্ষিপ্তভাবে টর্নেডোর মতো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা ৷ গত বৃহস্পতিবার অশোকনগরের গুমা, খ্রিস্টান পাড়া, কালিকাপুর ও সোনলক্ষী এলাকার গ্রামে লন্ডভন্ড হয়ে যায় কাঁচাবাড়ি, উড়ে যায় বাড়ির চাল ৷ আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি ৷ এছাড়া দুর্গতদের হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দেন তিনি ৷ ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত ক্ষতিপূরণের টাকা পান তার আশ্বাস দেন তিনি ৷
আরও পড়ুন : টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের পাশে রানাঘাটের সাংসদ
এদিন করোনা পরিস্থিতি মোকাবিলা ও টর্নেডোয় ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া বিষয়ে প্রশাসনিক মহলের সঙ্গে পর্যালোচনা বৈঠক সারেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণ গোস্বামী, পৌর প্রতিনিধি ও স্বাস্থ্য আধিকারিকরা ৷ অশোকনগরের প্রায় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের হাতে বেবিফুড থেকে শুরু করে সাংসারিক নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছেন বিধায়ক নারায়ণ গোস্বামী ৷
এলাকা পরিদর্শন করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "অশোকনগরের বেশ কয়েকটি ওয়ার্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 22 নম্বর ওয়ার্ডে ক্ষতির পরিমাণ সবথেকে বেশি ৷ আজ দুর্গতদের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ কিছু খাবার তুলে দেওয়া হল । দুয়ারে প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ পাবেন । ওঁদের আবেদন করতে বলা হয়েছে । ক্ষতিপূরণের টাকা আগামী মাসের 8 তারিখের মধ্যে পেয়ে যাবেন ৷"