ETV Bharat / state

পরিবারকে বাঁচাতে রাস্তায় আশ্রয় কোরোনা আক্রান্ত যুবকের, হাসপাতালে ভরতির বন্দোবস্ত করলেন মন্ত্রী

ঘরে জায়গা কম ৷ তাই পরিবারের যাতে কোনও অসুবিধা না হয় অর্থাৎ পরিবারের সুরক্ষার কথা ভেবে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা কোরোনায় আক্রান্ত যুবক ৷

Corona
Corona
author img

By

Published : Sep 15, 2020, 5:05 PM IST

মধ্যমগ্রাম , 15 সেপ্টেম্বর : মধ্যমগ্রামের বাসিন্দা এক যুবক কোরোনায় আক্রান্ত । বাড়িতে জায়গা কম । বাড়িতে গেলে অন্যদের কোরোনা হতে পারে , এই আশঙ্কায় তিনদিন ধরে রাস্তাতেই দিন কাটাচ্ছিলেন ওই যুবক । সল্টলেকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন ৷ পরিবারের লোক তা জানতে পেরে মন্ত্রী সুজিত বসুকে ফোন করে সাহায্য চান । মন্ত্রীর ফোন পেয়ে অবশেষে আজ বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান ।


ওই যুবক 5 সেপ্টেম্বর কোরোনা পরীক্ষা করান । 8 তারিখে তাঁর ভাই বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালে রিপোর্ট নিতে গিয়ে জানতে পারেন, তাঁর দাদা কোরোনায় আক্রান্ত । বাড়িতে ফোন করে সে কথা জানান । আর তা জানতে পেরে ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যান । বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাচ্ছিলেন না । এরপর আজ হঠাৎ-ই বাড়িতে ফোন করে জানান যে তিনি সল্টলেকে আছেন ৷ এবং বলেন , ’’আমি খুবই অসুস্থ , হয়ত আর বাঁচব না ।’’ শেষে বাধ্য হয়ে তাঁর পরিবারের লোকজন মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যোগাযোগ করেন । এরপর মন্ত্রীর কথামতো বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত ওই যুবকের সঙ্গে কথা বলেন ৷ তারপর পুলিশ এবং তাঁর পরিবারের লোককে সঙ্গে নিয়ে নির্মল দত্ত সল্টলেক দত্তাবাদ সংলগ্ন বাইপাসের ধার থেকে উদ্ধার করেন ওই যুবককে ।

কোরোনায় আক্রান্ত ওই যুবক জানান , কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারের কথা ভেবে এইভাবে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছিলেন তিনি ৷ আজ তাঁকে রাজারহাট চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

মধ্যমগ্রাম , 15 সেপ্টেম্বর : মধ্যমগ্রামের বাসিন্দা এক যুবক কোরোনায় আক্রান্ত । বাড়িতে জায়গা কম । বাড়িতে গেলে অন্যদের কোরোনা হতে পারে , এই আশঙ্কায় তিনদিন ধরে রাস্তাতেই দিন কাটাচ্ছিলেন ওই যুবক । সল্টলেকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন ৷ পরিবারের লোক তা জানতে পেরে মন্ত্রী সুজিত বসুকে ফোন করে সাহায্য চান । মন্ত্রীর ফোন পেয়ে অবশেষে আজ বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান ।


ওই যুবক 5 সেপ্টেম্বর কোরোনা পরীক্ষা করান । 8 তারিখে তাঁর ভাই বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালে রিপোর্ট নিতে গিয়ে জানতে পারেন, তাঁর দাদা কোরোনায় আক্রান্ত । বাড়িতে ফোন করে সে কথা জানান । আর তা জানতে পেরে ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যান । বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাচ্ছিলেন না । এরপর আজ হঠাৎ-ই বাড়িতে ফোন করে জানান যে তিনি সল্টলেকে আছেন ৷ এবং বলেন , ’’আমি খুবই অসুস্থ , হয়ত আর বাঁচব না ।’’ শেষে বাধ্য হয়ে তাঁর পরিবারের লোকজন মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যোগাযোগ করেন । এরপর মন্ত্রীর কথামতো বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত ওই যুবকের সঙ্গে কথা বলেন ৷ তারপর পুলিশ এবং তাঁর পরিবারের লোককে সঙ্গে নিয়ে নির্মল দত্ত সল্টলেক দত্তাবাদ সংলগ্ন বাইপাসের ধার থেকে উদ্ধার করেন ওই যুবককে ।

কোরোনায় আক্রান্ত ওই যুবক জানান , কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারের কথা ভেবে এইভাবে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছিলেন তিনি ৷ আজ তাঁকে রাজারহাট চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

Sujit Bose
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.