ETV Bharat / state

Minakshi Mukherjee : আনিসকাণ্ডে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন মীনাক্ষীর

author img

By

Published : May 9, 2022, 8:14 AM IST

রবিবার রাতে বারাসতে ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় যোগ দেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee) ৷ সেখানে আনিসকাণ্ডে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷

Minakshi Mukherjee news
মীনাক্ষী মুখোপাধ্যায়

বারাসত, 9 মে : আনিসকাণ্ডে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ৷ রবিবার রাতে বারাসতে ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় যোগ দেন তিনি । সেই সভাতে আনিসকাণ্ডে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মীনাক্ষী বলেন, "আনিসের বাবা বারবার বলছেন সিটের তদন্তের ওপর তাঁর কোনও ভরসা নেই । ছেলের খুনের সঠিক বিচার দিতে পারেন একমাত্র সিবিআই তদন্তে । একথা আদালতে বলার পর আদালত ক্ষমা চাইতে বলছে আনিসের বাবাকে ৷"

এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে এদিন নাম না-করে অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা এড়ানোর প্রসঙ্গও উত্থাপন করেন সিপিএম নেত্রী । তাঁর কথায়, "যে আদালত আনিসের বাবাকে ক্ষমা চাইতে বলছে । সেই আদালতই আবার কয়লা, গরু, বালি পাচারে যুক্ত এক তৃণমূল নেতাকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে ৷ কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভর্তি হয়ে যাচ্ছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে । এতেই বোঝা যায় কতটা অসহায় বিচার ব্যবস্থা ।" এর মধ্য দিয়েই বিচার ব্যবস্থাকে একপ্রকার সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন তিনি । এসএসসি-সহ একাধিক ইস্যুতে এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সিপিএম নেত্রী । মীনাক্ষী বলেন, "চাকরি প্রার্থীরা পরীক্ষা দেবেন । নিয়ম মেনে শিক্ষকের চাকরি পাবেন । এটাই তো হওয়া উচিত ! কিন্তু, সে সবের কোনও তোয়াক্কা করছে না রাজ্য সরকার । তাই, ওদের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করা ছাড়া আর কোনও উপায় নেই।"

আরও পড়ুন : কেন্দ্র ও রাজ্যের মধ্যে গট আপ গেম চলছে, আক্রমণ মীনাক্ষীর

অন্যদিকে, সভাশেষে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে ব‍্যাখা দিতে গিয়ে সিপিএম নেত্রী বলেন, "আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি। সেই জায়গায় বিচার ব্যবস্থাকে সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে । আমাদের একটাই প্রশ্ন যেভাবে সদ্য আসানসোল লোকসভার উপ-নির্বাচন প্রক্রিয়া শেষ হল । আনিস খুন থেকে একটার পর একটা গরু, বালি, কয়লা ও মাটি পাচারের ঘটনা ঘটছে । সেখানে কি আরও দ্রুততার সঙ্গে আইন, বিচার ও শাসন ব্যবস্থার কাজ করা উচিত ছিল না ৷"

বারাসত, 9 মে : আনিসকাণ্ডে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ৷ রবিবার রাতে বারাসতে ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় যোগ দেন তিনি । সেই সভাতে আনিসকাণ্ডে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মীনাক্ষী বলেন, "আনিসের বাবা বারবার বলছেন সিটের তদন্তের ওপর তাঁর কোনও ভরসা নেই । ছেলের খুনের সঠিক বিচার দিতে পারেন একমাত্র সিবিআই তদন্তে । একথা আদালতে বলার পর আদালত ক্ষমা চাইতে বলছে আনিসের বাবাকে ৷"

এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে এদিন নাম না-করে অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা এড়ানোর প্রসঙ্গও উত্থাপন করেন সিপিএম নেত্রী । তাঁর কথায়, "যে আদালত আনিসের বাবাকে ক্ষমা চাইতে বলছে । সেই আদালতই আবার কয়লা, গরু, বালি পাচারে যুক্ত এক তৃণমূল নেতাকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে ৷ কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভর্তি হয়ে যাচ্ছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে । এতেই বোঝা যায় কতটা অসহায় বিচার ব্যবস্থা ।" এর মধ্য দিয়েই বিচার ব্যবস্থাকে একপ্রকার সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন তিনি । এসএসসি-সহ একাধিক ইস্যুতে এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সিপিএম নেত্রী । মীনাক্ষী বলেন, "চাকরি প্রার্থীরা পরীক্ষা দেবেন । নিয়ম মেনে শিক্ষকের চাকরি পাবেন । এটাই তো হওয়া উচিত ! কিন্তু, সে সবের কোনও তোয়াক্কা করছে না রাজ্য সরকার । তাই, ওদের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করা ছাড়া আর কোনও উপায় নেই।"

আরও পড়ুন : কেন্দ্র ও রাজ্যের মধ্যে গট আপ গেম চলছে, আক্রমণ মীনাক্ষীর

অন্যদিকে, সভাশেষে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে ব‍্যাখা দিতে গিয়ে সিপিএম নেত্রী বলেন, "আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি। সেই জায়গায় বিচার ব্যবস্থাকে সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে । আমাদের একটাই প্রশ্ন যেভাবে সদ্য আসানসোল লোকসভার উপ-নির্বাচন প্রক্রিয়া শেষ হল । আনিস খুন থেকে একটার পর একটা গরু, বালি, কয়লা ও মাটি পাচারের ঘটনা ঘটছে । সেখানে কি আরও দ্রুততার সঙ্গে আইন, বিচার ও শাসন ব্যবস্থার কাজ করা উচিত ছিল না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.