ETV Bharat / state

মতুয়া মেলায় পূন্যস্নানের সূচনা কে করবেন? জল্পনা - boroma

ঠাকুরনগরে আজ থেকে শুরু হচ্ছে মতুয়া মেলা। চলবে সাতদিন। কামনাসাগরে পূন্যস্নানের মধ্যে দিয়ে শুরু হবে মেলার। তবে মেলার সূচনা এবার কে করবেন তা নিয়ে জল্পনা অব্যাহত।

ঠাকুরবাড়ি
author img

By

Published : Apr 2, 2019, 1:43 PM IST

Updated : Apr 2, 2019, 5:41 PM IST

ঠাকুরনগর, 2 এপ্রিল: আজ থেকে ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া মেলা। রাত থেকে ঠাকুরবাড়ির কামনাসাগরে পূন্যস্নানের মধ্যে দিয়ে শুরু হবে মেলা। মেলা চলবে আগামী সাতদিন।

শুনুন মমতাবালা ঠাকুরের বক্তব্য

প্রথা অনুযায়ী এতদিন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা স্নান সেরে পুজো দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পূন্যস্নান শুরু হত। গত 5 মার্চ মারা যান বড়মা। তাই এবছর পূন্যস্নানের সূচনা কে করবেন তা নিয়ে জল্পনা চলছে। আজ রাত থেকে শুরু স্নানপর্ব। শেষ হবে আগামীকাল সকালে। তবে মেলা চলবে সাতদিন ধরে। ইতিমধ্যেই ঠাকুরনগরে মতুয়া ভক্তদের ভিড় জমতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য তাঁদের চেষ্টার ত্রুটি থাকে না। মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মমতাবালা ঠাকুর বলেন, "আজ থেকে মেলা শুরু। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। স্বাভাবিকভাবেই ভক্তদের যাতে সঠিক পরিষেবা দেওয়া যায় সেই বিষয় নজর দেওয়া হচ্ছে। মেলায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কামনাসাগরে যাতে ভক্তরা এসে নির্বিঘ্নে স্নান করতে পারেন তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত শৌচালয়ের ব্যবস্থাও থাকছে। " তিনি আরও বলেন, "তিথি অনুযায়ী আজ রাত থেকে ও আগামীকাল সকালে বেশ কিছুক্ষণ পূন্যস্নান করা যাবে। 30 থেকে 35 লাখ মতুয়া ভক্ত জমায়েত হন মেলায়। সকাল থেকে লোক আসা শুরু হয়ে গেছে।" মেলা প্রাঙ্গনে এবারও পুলিশ ক্যাম্প করা হয়েছে। তাঁরাই সমস্ত বিষয়টি দেখভাল করবেন।

ঠাকুরনগর, 2 এপ্রিল: আজ থেকে ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া মেলা। রাত থেকে ঠাকুরবাড়ির কামনাসাগরে পূন্যস্নানের মধ্যে দিয়ে শুরু হবে মেলা। মেলা চলবে আগামী সাতদিন।

শুনুন মমতাবালা ঠাকুরের বক্তব্য

প্রথা অনুযায়ী এতদিন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা স্নান সেরে পুজো দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পূন্যস্নান শুরু হত। গত 5 মার্চ মারা যান বড়মা। তাই এবছর পূন্যস্নানের সূচনা কে করবেন তা নিয়ে জল্পনা চলছে। আজ রাত থেকে শুরু স্নানপর্ব। শেষ হবে আগামীকাল সকালে। তবে মেলা চলবে সাতদিন ধরে। ইতিমধ্যেই ঠাকুরনগরে মতুয়া ভক্তদের ভিড় জমতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য তাঁদের চেষ্টার ত্রুটি থাকে না। মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মমতাবালা ঠাকুর বলেন, "আজ থেকে মেলা শুরু। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। স্বাভাবিকভাবেই ভক্তদের যাতে সঠিক পরিষেবা দেওয়া যায় সেই বিষয় নজর দেওয়া হচ্ছে। মেলায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কামনাসাগরে যাতে ভক্তরা এসে নির্বিঘ্নে স্নান করতে পারেন তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত শৌচালয়ের ব্যবস্থাও থাকছে। " তিনি আরও বলেন, "তিথি অনুযায়ী আজ রাত থেকে ও আগামীকাল সকালে বেশ কিছুক্ষণ পূন্যস্নান করা যাবে। 30 থেকে 35 লাখ মতুয়া ভক্ত জমায়েত হন মেলায়। সকাল থেকে লোক আসা শুরু হয়ে গেছে।" মেলা প্রাঙ্গনে এবারও পুলিশ ক্যাম্প করা হয়েছে। তাঁরাই সমস্ত বিষয়টি দেখভাল করবেন।

Last Updated : Apr 2, 2019, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.