ETV Bharat / state

হাথরসে তৃণমূলের প্রতিনিধিদের নিগ্রহের অভিযোগে প্রতিবাদ বারাসতে

author img

By

Published : Oct 4, 2020, 10:25 PM IST

বিরোধী দলের একাধিক নেতা-নেত্রী হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে । এমনকী হেনস্থা, নিগৃহীত করার অভিযোগও ওঠে যোগী প্রশাসনের বিরুদ্ধে ।

Agitation

বারাসত, 4 অক্টোবর : হাথরসে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর সহ তৃণমূলের প্রতিনিধি দলকে নিগৃহীত করার অভিযোগে রবিবার বারাসতের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল মতুয়া সম্প্রদায়ের লোকজন । এদিন বিকেলে চাঁপাডালি মোড়ে মানব বন্ধন করে যোগী প্রশাসনের বিরুদ্ধে সরব হয় তারা । এরপর হাথরসে যুবতিকে নির্যাতনে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে কুশপুতুলও পোড়ানো হয় সেখানে । কুশপুতুলে জুতোও মারতে দেখা যায় আন্দোলনকারীদের কয়েকজনকে ।তবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন ঘটনাস্থানে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল । যার ফলে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয় মতুয়াদের এই কর্মসূচি ।

উল্লেখ্য, বিরোধী দলের একাধিক নেতা-নেত্রী হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে । এমনকী হেনস্থা, নিগৃহীত করার অভিযোগও ওঠে যোগী প্রশাসনের বিরুদ্ধে ।তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের নেতৃত্ব তৃণমূল প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয় হাথরসে । তৃণমূলের প্রাক্তন সাংসদ ও ঠাকুর বাড়ির সদস্য মমতাবালা ঠাকুর সহ মহিলা সাংসদদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে যোগী প্রশাসনের বিরুদ্ধে । সেই ঘটনার প্রতিবাদেই এদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে বিক্ষোভ দেখান হয় বারাসতে । সংগঠনের বারাসত শাখার সদস্য দীপঙ্কর সরকার বলেন, "হাথরসে যেভাবে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর সহ মহিলা সাংসদের নিগৃহীত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা । ঘটনায় দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যোগী সরকারকে । নইলে মতুয়ারা আরও বড়সড় আন্দোলনে নামবে । " তাঁর কথায়, "যোগীর শাসনকালে উত্তরপ্রদেশে দলিতদের উপর নির্যাতন ও অত্যাচারের মাত্রা দিনদিন বেড়ে চলেছে । তা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি । হাথরসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরকে নিগৃহীত করার ঘটনার প্রতিবাদেই আমরা এদিন রাস্তায় নেমেছি ।"

এদিকে, হাথরসের ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে বারাসত শহরে মৌন মিছিল করে তৃণমূলের মহিলা কর্মীরা । কালো পোশাক ও বুকে কালো ব্যাজ পরে মোমবাতি জ্বালিয়ে বারাসত শহর পরিক্রমা করে তারা । মিছিলের নেতৃত্ব দেন বারাসতের শহর তৃণমূলের মহিলা নেত্রী ও প্রাক্তন কাউন্সিলর পম্পি মুখোপাধ্যায় ।

বারাসত, 4 অক্টোবর : হাথরসে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর সহ তৃণমূলের প্রতিনিধি দলকে নিগৃহীত করার অভিযোগে রবিবার বারাসতের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল মতুয়া সম্প্রদায়ের লোকজন । এদিন বিকেলে চাঁপাডালি মোড়ে মানব বন্ধন করে যোগী প্রশাসনের বিরুদ্ধে সরব হয় তারা । এরপর হাথরসে যুবতিকে নির্যাতনে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে কুশপুতুলও পোড়ানো হয় সেখানে । কুশপুতুলে জুতোও মারতে দেখা যায় আন্দোলনকারীদের কয়েকজনকে ।তবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন ঘটনাস্থানে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল । যার ফলে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয় মতুয়াদের এই কর্মসূচি ।

উল্লেখ্য, বিরোধী দলের একাধিক নেতা-নেত্রী হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে । এমনকী হেনস্থা, নিগৃহীত করার অভিযোগও ওঠে যোগী প্রশাসনের বিরুদ্ধে ।তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের নেতৃত্ব তৃণমূল প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয় হাথরসে । তৃণমূলের প্রাক্তন সাংসদ ও ঠাকুর বাড়ির সদস্য মমতাবালা ঠাকুর সহ মহিলা সাংসদদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে যোগী প্রশাসনের বিরুদ্ধে । সেই ঘটনার প্রতিবাদেই এদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে বিক্ষোভ দেখান হয় বারাসতে । সংগঠনের বারাসত শাখার সদস্য দীপঙ্কর সরকার বলেন, "হাথরসে যেভাবে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর সহ মহিলা সাংসদের নিগৃহীত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা । ঘটনায় দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যোগী সরকারকে । নইলে মতুয়ারা আরও বড়সড় আন্দোলনে নামবে । " তাঁর কথায়, "যোগীর শাসনকালে উত্তরপ্রদেশে দলিতদের উপর নির্যাতন ও অত্যাচারের মাত্রা দিনদিন বেড়ে চলেছে । তা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি । হাথরসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরকে নিগৃহীত করার ঘটনার প্রতিবাদেই আমরা এদিন রাস্তায় নেমেছি ।"

এদিকে, হাথরসের ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে বারাসত শহরে মৌন মিছিল করে তৃণমূলের মহিলা কর্মীরা । কালো পোশাক ও বুকে কালো ব্যাজ পরে মোমবাতি জ্বালিয়ে বারাসত শহর পরিক্রমা করে তারা । মিছিলের নেতৃত্ব দেন বারাসতের শহর তৃণমূলের মহিলা নেত্রী ও প্রাক্তন কাউন্সিলর পম্পি মুখোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.