ETV Bharat / state

প্লাটফর্মে গোল-গোল মার্কিং, চলছে লোকাল ট্রেন চালুর প্রস্তুতি

শিয়ালদা-বনগাঁ শাখা ও বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলের প্রস্তুতি শুরু হয়েছে । প্রতিটি স্টেশনে প্ল্যাটফর্ম গেলেই দেখা যাচ্ছে, তুলি হাতে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষার জন্য সাদা বা হলুদ রঙের গোলাকার বৃত্ত আঁকার কাজে ব্যস্ত রেলকর্মীরা ।

Preparations of resuming local train service
বারাসত স্টেশনের ছবি
author img

By

Published : Sep 1, 2020, 6:31 PM IST

Updated : Sep 1, 2020, 10:44 PM IST

বারাসত, 1 সেপ্টেম্বর : রেলস্টেশন ও প্লাটফর্মে সামাজিক দূরত্ব রক্ষার জন্য বৃত্ত আঁকা প্রায় শেষ । শিয়ালদা-বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে দেখা গেল একই ছবি । স্বাভাবিকভাবেই লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে আশা জাগছে । যদিও পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অমিতাভ চৌধুরি বলেন, "লোকাল ট্রেন কবে চলবে, সে ব্যাপারে আমাদের কাছে কোনও খবর নেই । ট্রেন চালু হলে যাতে সামাজিক দূরত্ব মেনে যাত্রীরা ট্রেনে ওঠেন, সে কারণেই বিভিন্ন প্ল্যাটফর্মে বৃত্ত আঁকা হচ্ছে ।"

কোরোনা আবহে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সারা দেশব্যাপী লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । কোরোনা সংক্রমণের মোকাবেলায় লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্তে সাধারণ মানুষ কার্যত বিপাকে পড়েন । সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য রেল বন্ধ করার সিদ্ধান্তে অনড় থাকে । তবে রাজ্য সরকার এখন জানিয়েছে, সামাজিক দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চালালে তাদের কোনও আপত্তি নেই । এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেল । শিয়ালদা-বনগাঁ শাখা ও বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন চনাচলের প্রস্তুতি শুরু হয়েছে । প্রতিটি প্ল্যাটফর্ম গেলেই দেখা যাচ্ছে, তুলি হাতে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষার জন্য সাদা বা হলুদ রঙের গোলাকার বৃত্ত আঁকার কাজে ব্যস্ত রেলকর্মীরা । শিয়ালদা থেকে বনগাঁ ও হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন স্টেশনে ক্যামেরাতে ধরা পড়েছে সেই ছবি ।

প্লাটফর্মে গোল-গোল মার্কিং করার কাজ চলছে

আরও পড়ুন : 8 সেপ্টেম্বর থেকে চালু কলকাতা মেট্রো

আনলক 4 পর্যায়ে কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ আর অসুবিধায় না পড়েন, তারই প্রস্ততি হিসেবে লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে । ইতিমধ্যেই মেট্রোরেল চালু হওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেছে ।

আরও পড়ুন : নিউ নর্মালে যাত্রীদের স্বাগত জানাতে তৈরি কলকাতা মেট্রো

কিন্তু সামাজিক দূরত্ববিধি মেনে লোকাল ট্রেন চালানো কতটা বাস্তবসম্মত ? এই প্রশ্নও ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে ৷ তবে এখনই লোকাল ট্রেন চালু হওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মানুষের মধ্যে ৷ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অমিতাভ চৌধুরির মতে, "ট্রেন কবে চলবে, তা এখনও ঠিক হয়নি । তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি।"

আরও পড়ুন : লোকাল-মেট্রো পরিষেবা চালু নিয়ে রেলকে রাজ্যের চিঠি

বারাসত, 1 সেপ্টেম্বর : রেলস্টেশন ও প্লাটফর্মে সামাজিক দূরত্ব রক্ষার জন্য বৃত্ত আঁকা প্রায় শেষ । শিয়ালদা-বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে দেখা গেল একই ছবি । স্বাভাবিকভাবেই লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে আশা জাগছে । যদিও পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অমিতাভ চৌধুরি বলেন, "লোকাল ট্রেন কবে চলবে, সে ব্যাপারে আমাদের কাছে কোনও খবর নেই । ট্রেন চালু হলে যাতে সামাজিক দূরত্ব মেনে যাত্রীরা ট্রেনে ওঠেন, সে কারণেই বিভিন্ন প্ল্যাটফর্মে বৃত্ত আঁকা হচ্ছে ।"

কোরোনা আবহে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সারা দেশব্যাপী লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । কোরোনা সংক্রমণের মোকাবেলায় লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্তে সাধারণ মানুষ কার্যত বিপাকে পড়েন । সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য রেল বন্ধ করার সিদ্ধান্তে অনড় থাকে । তবে রাজ্য সরকার এখন জানিয়েছে, সামাজিক দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চালালে তাদের কোনও আপত্তি নেই । এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেল । শিয়ালদা-বনগাঁ শাখা ও বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন চনাচলের প্রস্তুতি শুরু হয়েছে । প্রতিটি প্ল্যাটফর্ম গেলেই দেখা যাচ্ছে, তুলি হাতে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষার জন্য সাদা বা হলুদ রঙের গোলাকার বৃত্ত আঁকার কাজে ব্যস্ত রেলকর্মীরা । শিয়ালদা থেকে বনগাঁ ও হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন স্টেশনে ক্যামেরাতে ধরা পড়েছে সেই ছবি ।

প্লাটফর্মে গোল-গোল মার্কিং করার কাজ চলছে

আরও পড়ুন : 8 সেপ্টেম্বর থেকে চালু কলকাতা মেট্রো

আনলক 4 পর্যায়ে কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ আর অসুবিধায় না পড়েন, তারই প্রস্ততি হিসেবে লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে । ইতিমধ্যেই মেট্রোরেল চালু হওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেছে ।

আরও পড়ুন : নিউ নর্মালে যাত্রীদের স্বাগত জানাতে তৈরি কলকাতা মেট্রো

কিন্তু সামাজিক দূরত্ববিধি মেনে লোকাল ট্রেন চালানো কতটা বাস্তবসম্মত ? এই প্রশ্নও ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে ৷ তবে এখনই লোকাল ট্রেন চালু হওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মানুষের মধ্যে ৷ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অমিতাভ চৌধুরির মতে, "ট্রেন কবে চলবে, তা এখনও ঠিক হয়নি । তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি।"

আরও পড়ুন : লোকাল-মেট্রো পরিষেবা চালু নিয়ে রেলকে রাজ্যের চিঠি

Last Updated : Sep 1, 2020, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.