বারাসত, 25 জুলাই: অনুপম হত্যা মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতকে দোষীসাব্যস্ত করল বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ 26 মাস মামলা চলার পরে দু'জনকে দোষীসাব্যস্ত করল বারাসত আদালত ৷ আগামীকাল দোষাীদের সাজা ঘোষণা করবেন বিচারক বৈষ্ণব সরকার ৷
আদালতে বিচারক বৈষ্ণব সরকারের এজলাসে আজ সকাল সাড়ে 11টা নাগাদ মনুয়া ও তার প্রেমিক অজিত রায়কে তোলা হয় ৷ অনুপম হত্যা মামলার তদন্ত চলাকালীন মোট 31 জন সাক্ষ্য দেন ৷ প্রথমে 27 জন ও পরে আরও চারজন সাক্ষ্য দেওয়ায় 478 পাতার চার্জশিট জমা পড়ে আদালতে ৷ সেইসঙ্গে ফরেনসিক রিপোর্টসহ বেশকিছু সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়ে ৷ সব মিলিয়ে প্রায় দেড় থেকে দুহাজার পাতার রিপোর্ট খতিয়ে দেখেই এই মামলায় মনুয়া ও তার প্রেমিককে দোষীসাব্যস্ত করেন বিচারক ৷ এদিকে সকাল থেকে মনুয়া ও তার প্রেমিক অজিতের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে আদালত চত্বরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ৷
আরও পড়ুন : পিছল মনুয়া মামলার রায়দান, শুনানি 25 জুলাই
সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন, "অনুপম হত্যায় বিচারক মনুয়া ও অজিত দু'জনকেই দোষী সাব্যস্ত করেছেন ৷ তাদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের ধারা কার্যকর করা হয়েছে ৷ আগামীকাল বিচারক সাজা ঘোষণা করবেন ৷ আমরা দু'জনেরই সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছি ৷" অনুপম খুনের 26 মাস পরে এই মামলার রায় ঘোষণা হল ৷ 2 মে 2017 সালে অনুপমকে খুন করে মনুয়া ও অজিত ৷ খুনের 13 দিনের মাথায় পুলিশ বারাসত থেকে মনুয়া ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে ।