হৃদয়পুর (উত্তর 24 পরগনা), 21 জুলাই : ভরদুপুরে হৃদয়পুর স্টেশনে স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা এক ব্যক্তির । অপেক্ষারত ট্রেন যাত্রীদের তৎপরতায় রক্ষা পান প্রসেনজিৎ হালদার নামে ওই যুবক । রক্তাক্ত প্রসেনজিৎকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে । এদিকে ঘটনার পর থেকেই পলাতক সোমনাথ বিশ্বাস । বারাসত GRP থানায় দায়ের হয়েছে অভিযোগ ।
করবী বিশ্বাস ঘোষ । বাড়ি গোবরডাঙা । সাত বছর আগে বিয়ে হয় রামপুরহাটের সোমনাথ বিশ্বাসের সঙ্গে । প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল । পরে সোমনাথ জানতে পারেন, বিয়ের আগে গোবরডাঙারই প্রসেনজিৎ হালদারের সঙ্গে সম্পর্ক ছিল করবীর । এ নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয় । সম্প্রতি প্রসেনজিৎ-করবীর সম্পর্ক ফের জোড়া লাগে । তা জেনে যান সোমনাথ । অশান্তি আরও বাড়ে । পরে রামপুরহাট আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন করবী । ফিরে আসেন গোবরডাঙা । থাকতে শুরু করেন প্রেমিকের সঙ্গে ।
গতকাল দু'জনে হৃদয়পুরে ঘুরতে গেছিলেন । দুপুরে ফিরছিলেন । গোবরডাঙা যাওয়ার টিকিট কাটতে গেছিলেন করবী । সেসময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের শেডের নিচে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ । পিছন দিক থেকে আচমকাই সোমনাথ তাঁর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যান । প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি । এরপর হঠাৎই প্ল্যাটফর্মে লুটিয়ে পড়েন প্রসেনজিৎ । অপেক্ষারত যাত্রীরাই রক্তাক্ত প্রসেনজিৎকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যান ।
ভরদুপুরে যুবককে খুনের চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদা-বনগাঁ শাখার হৃদয়পুর স্টেশনে । সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন । ঘটনার জেরে হতভম্ব হৃদয়পুরের নিত্যযাত্রীরা । অন্যদিকে, স্বামীর বিরুদ্ধে বারাসত GRP-তে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন করবী । পলাতক সোমনাথের খোঁজে চলছে তল্লাশি ।