ETV Bharat / state

প্রেমিকের সঙ্গে থাকে স্ত্রী, প্রতিশোধ নিতে স্টেশনেই খুনের চেষ্টা ! - GRP

পরকীয়ার জেরে হৃদয়পুর স্টেশনে দিনের আলোয় স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা । অভিযুক্ত সোমনাথ বিশ্বাস পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে বারাসত GRP ।

হৃদয়পুর
author img

By

Published : Jul 21, 2019, 1:49 AM IST

Updated : Jul 21, 2019, 2:29 AM IST

হৃদয়পুর (উত্তর 24 পরগনা), 21 জুলাই : ভরদুপুরে হৃদয়পুর স্টেশনে স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা এক ব্যক্তির । অপেক্ষারত ট্রেন যাত্রীদের তৎপরতায় রক্ষা পান প্রসেনজিৎ হালদার নামে ওই যুবক । রক্তাক্ত প্রসেনজিৎকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে । এদিকে ঘটনার পর থেকেই পলাতক সোমনাথ বিশ্বাস । বারাসত GRP থানায় দায়ের হয়েছে অভিযোগ ।

করবী বিশ্বাস ঘোষ । বাড়ি গোবরডাঙা । সাত বছর আগে বিয়ে হয় রামপুরহাটের সোমনাথ বিশ্বাসের সঙ্গে । প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল । পরে সোমনাথ জানতে পারেন, বিয়ের আগে গোবরডাঙারই প্রসেনজিৎ হালদারের সঙ্গে সম্পর্ক ছিল করবীর । এ নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয় । সম্প্রতি প্রসেনজিৎ-করবীর সম্পর্ক ফের জোড়া লাগে । তা জেনে যান সোমনাথ । অশান্তি আরও বাড়ে । পরে রামপুরহাট আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন করবী । ফিরে আসেন গোবরডাঙা । থাকতে শুরু করেন প্রেমিকের সঙ্গে ।

গতকাল দু'জনে হৃদয়পুরে ঘুরতে গেছিলেন । দুপুরে ফিরছিলেন । গোবরডাঙা যাওয়ার টিকিট কাটতে গেছিলেন করবী । সেসময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের শেডের নিচে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ । পিছন দিক থেকে আচমকাই সোমনাথ তাঁর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যান । প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি । এরপর হঠাৎই প্ল্যাটফর্মে লুটিয়ে পড়েন প্রসেনজিৎ । অপেক্ষারত যাত্রীরাই রক্তাক্ত প্রসেনজিৎকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যান ।

ভরদুপুরে যুবককে খুনের চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদা-বনগাঁ শাখার হৃদয়পুর স্টেশনে । সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন । ঘটনার জেরে হতভম্ব হৃদয়পুরের নিত্যযাত্রীরা । অন‍্যদিকে, স্বামীর বিরুদ্ধে বারাসত GRP-তে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন করবী । পলাতক সোমনাথের খোঁজে চলছে তল্লাশি ।

হৃদয়পুর (উত্তর 24 পরগনা), 21 জুলাই : ভরদুপুরে হৃদয়পুর স্টেশনে স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা এক ব্যক্তির । অপেক্ষারত ট্রেন যাত্রীদের তৎপরতায় রক্ষা পান প্রসেনজিৎ হালদার নামে ওই যুবক । রক্তাক্ত প্রসেনজিৎকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে । এদিকে ঘটনার পর থেকেই পলাতক সোমনাথ বিশ্বাস । বারাসত GRP থানায় দায়ের হয়েছে অভিযোগ ।

করবী বিশ্বাস ঘোষ । বাড়ি গোবরডাঙা । সাত বছর আগে বিয়ে হয় রামপুরহাটের সোমনাথ বিশ্বাসের সঙ্গে । প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল । পরে সোমনাথ জানতে পারেন, বিয়ের আগে গোবরডাঙারই প্রসেনজিৎ হালদারের সঙ্গে সম্পর্ক ছিল করবীর । এ নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয় । সম্প্রতি প্রসেনজিৎ-করবীর সম্পর্ক ফের জোড়া লাগে । তা জেনে যান সোমনাথ । অশান্তি আরও বাড়ে । পরে রামপুরহাট আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন করবী । ফিরে আসেন গোবরডাঙা । থাকতে শুরু করেন প্রেমিকের সঙ্গে ।

গতকাল দু'জনে হৃদয়পুরে ঘুরতে গেছিলেন । দুপুরে ফিরছিলেন । গোবরডাঙা যাওয়ার টিকিট কাটতে গেছিলেন করবী । সেসময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের শেডের নিচে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ । পিছন দিক থেকে আচমকাই সোমনাথ তাঁর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যান । প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি । এরপর হঠাৎই প্ল্যাটফর্মে লুটিয়ে পড়েন প্রসেনজিৎ । অপেক্ষারত যাত্রীরাই রক্তাক্ত প্রসেনজিৎকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যান ।

ভরদুপুরে যুবককে খুনের চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদা-বনগাঁ শাখার হৃদয়পুর স্টেশনে । সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন । ঘটনার জেরে হতভম্ব হৃদয়পুরের নিত্যযাত্রীরা । অন‍্যদিকে, স্বামীর বিরুদ্ধে বারাসত GRP-তে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন করবী । পলাতক সোমনাথের খোঁজে চলছে তল্লাশি ।

Intro:স্ত্রীর পরকীয়া সম্পর্কের জের, প্রকাশ্যে স্টেশনে প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা স্বামীর।পলাতক অভিযুক্ত।Body:স্ত্রীর পরকীয়া প্রেমের জের।ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর প্রেমিককে খুনের চেষ্টা স্বামীর।কিন্তু স্থানীয়দের হস্তক্ষেপে অল্পেতেই রক্ষা পেলেন আক্রান্ত প্রেমিক। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে বারাসাতের হৃদয়পুর রেল স্টেশনে।গুরুতর জখম অবস্থায় স্থানীয়রাই তাকে নিয়ে যান বারাসত হাসপাতালে। পলাতক স্বামী। বারাসত জি আর পি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

গোবরডাঙ্গার বাসিন্দা করবি বিশ্বাস ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল সোমনাথ বিশ্বাসের।সাত বছরের বিবাহিত জীবন তাদের।স্বামীর সাথে করবির বিবাহ বিচ্ছেদের মামলা চলছে রামপুরহাট আদালতে। করবির বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বলেই জানা গেছে জি আর পি সুত্রে। করবি এদিন তার প্রেমিক গোবরডাঙ্গারই বাসিন্দা প্রসেনজিত হালদারের সাথে ঘুরতে বের হয়েছিলেন। হৃদয়পুর স্টেশন থেকে গোবরডাঙ্গা গামী ট্রেনের টিকিট কাটতে যান করবি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের শেডের নীচে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ। সেই সময় পিছন দিক থেকে আচমকাই ওই মহিলার স্বামী সোমনাথ বিশ্বাস তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রথমে বুঝতে না পারলেও পরে স্টেশনের যাত্রীরাই রক্ত দেখে বিষয়টি জানান প্রসেনজিতকে।এরপর,স্টেশনেই লুটিয়ে পড়ে সে। আহত অবস্থায় যাত্রীরাই তাকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।এদিকে, প্রকাশ‍্যে ভরা স্টেশনে যুবককে খুনের চেষ্টার ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে শিয়ালদা-বনগাঁ শাখার হৃদয়পুর স্টেশনে।সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে।ঘটনার জেরে হতভম্ব রেল যাত্রী থেকে সাধারন মানুষ‌ও।অন‍্যদিকে,এদিন রাতে স্বামীর বিরুদ্ধে বারাসত জি আর পি-তে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন করবি।জি আর পি সূত্রে জানা গেছে, স্ত্রীর বহির্ভূত সম্পর্কের কারনেই প্রেমিকের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সোমনাথ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।পলাতক সোমনাথের খোঁজে তল্লাশি চালাচ্ছে জি আর পি।Conclusion:জি আর জি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।পলাতক সোমনাথের খোঁজে তল্লাশি চলছে।
Last Updated : Jul 21, 2019, 2:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.