ETV Bharat / state

Murder at Jagaddal : নেশার টাকা না পেয়ে জগদ্দলে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিল স্বামী - Man murders wife at Jagaddal

স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিল স্বামী (Man kills wife at Jagaddal) ৷ নেশার টাকা না পেয়ে সন্তানের সামনেই মর্মান্তিক কাণ্ড ঘটায় গুণধর স্বামী ৷ ঘটনাটি ঘটেছে জগদ্দলে ৷

Man murders wife
জগদ্দলে স্ত্রীকে খুন
author img

By

Published : Dec 4, 2021, 10:57 PM IST

জগদ্দল, 4 ডিসেম্বর : নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন, তাও আবার 5 বছরের সন্তানের সামনেই (Man kills wife at Jagaddal) ৷ শনিবার ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত ইছাপুর মায়পল্লি এলাকায় ৷ জানাজানি হতেই অভিযুক্তকে গণধোলাই দেয় স্থানীয়রা ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ জগদ্দল থানার পুলিশ শম্ভু মণ্ডলকে গ্রেফতার করেছে ।

অভিযোগ, এদিন সন্ধেবেলায় নেশার টাকা না পেয়ে বাড়িতে অশান্তি শুরু করে পেশায় ভ্যান চালক শম্ভু মণ্ডল ৷ এনিয়ে স্ত্রী রিনাকে শুরু করে সে ৷ গোটাটাই ঘটতে থাকে সন্তানের সামনেই ৷ অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে একটা সময় স্ত্রীর মুখে বালিশ চেপে ধরে শম্ভু ৷ তাতেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় রিনার ৷ তারপর গোটা ঘটনাটি আত্মহত্যার মতো করে সাজানোর পরিকল্পনা করে অভিযুক্ত ৷ স্ত্রীর মৃতদেহ ঝুলিয়ে দেয় সে ৷

ভরসন্ধ্যায় খুনের পর তা জানাজানি হতে বেশি সময় লাগেনি ৷ রিনার 5 বছরের ছেলে তার মামারবাড়ির লোকজনকে পুরো ঘটনা বলে দেয় । এরপর এলাকার লোকজন অভিযুক্তকে গণধোলাই দিয়ে জগদ্দল থানার পুলিশের হাতে তুলে দেয় ।

রিনার বোন লতা রায় বলেন, "শম্ভু দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে অশান্তি করত বাড়িতে ৷ রিনাকে মারধরও করত । বেশ কয়েকবার বাপের বাড়িতেও চলে যায় রিনা । কিছুদিন আগেও হাতে পায়ে ধরে রিনাকে বাড়ি নিয়ে আসে শম্ভু ৷ তবে তারপরও অশান্তি-মারধর জারি ছিল ৷ আজ নেশার জন্য টাকা চেয়েছিল । টাকা না দিতে পারায় অশান্তি চরমে ওঠে । তারপরই রিনাকে নৃশংসভাবে খুন করে ।"

আরও পড়ুন : Murder in Malda: প্রেম-সঙ্গমের পর বিয়েতে চাপ, তরুণীকে কুপিয়ে খুন বিবাহিত যুবকের

জগদ্দল, 4 ডিসেম্বর : নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন, তাও আবার 5 বছরের সন্তানের সামনেই (Man kills wife at Jagaddal) ৷ শনিবার ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত ইছাপুর মায়পল্লি এলাকায় ৷ জানাজানি হতেই অভিযুক্তকে গণধোলাই দেয় স্থানীয়রা ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ জগদ্দল থানার পুলিশ শম্ভু মণ্ডলকে গ্রেফতার করেছে ।

অভিযোগ, এদিন সন্ধেবেলায় নেশার টাকা না পেয়ে বাড়িতে অশান্তি শুরু করে পেশায় ভ্যান চালক শম্ভু মণ্ডল ৷ এনিয়ে স্ত্রী রিনাকে শুরু করে সে ৷ গোটাটাই ঘটতে থাকে সন্তানের সামনেই ৷ অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে একটা সময় স্ত্রীর মুখে বালিশ চেপে ধরে শম্ভু ৷ তাতেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় রিনার ৷ তারপর গোটা ঘটনাটি আত্মহত্যার মতো করে সাজানোর পরিকল্পনা করে অভিযুক্ত ৷ স্ত্রীর মৃতদেহ ঝুলিয়ে দেয় সে ৷

ভরসন্ধ্যায় খুনের পর তা জানাজানি হতে বেশি সময় লাগেনি ৷ রিনার 5 বছরের ছেলে তার মামারবাড়ির লোকজনকে পুরো ঘটনা বলে দেয় । এরপর এলাকার লোকজন অভিযুক্তকে গণধোলাই দিয়ে জগদ্দল থানার পুলিশের হাতে তুলে দেয় ।

রিনার বোন লতা রায় বলেন, "শম্ভু দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে অশান্তি করত বাড়িতে ৷ রিনাকে মারধরও করত । বেশ কয়েকবার বাপের বাড়িতেও চলে যায় রিনা । কিছুদিন আগেও হাতে পায়ে ধরে রিনাকে বাড়ি নিয়ে আসে শম্ভু ৷ তবে তারপরও অশান্তি-মারধর জারি ছিল ৷ আজ নেশার জন্য টাকা চেয়েছিল । টাকা না দিতে পারায় অশান্তি চরমে ওঠে । তারপরই রিনাকে নৃশংসভাবে খুন করে ।"

আরও পড়ুন : Murder in Malda: প্রেম-সঙ্গমের পর বিয়েতে চাপ, তরুণীকে কুপিয়ে খুন বিবাহিত যুবকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.