ETV Bharat / state

সাইকেলের ধাক্কা লাগায় মারধর, হাসপাতালে মৃত্যু ব্য়ক্তির

গায়ে সাইকেলের ধাক্কা লাগায় মারধর করা হয় যুবককে ৷ ঘটনায় গুরুতর জখম হলে হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তরা পলাতক ৷

বিকাশ মাঝি
বিকাশ মাঝি
author img

By

Published : Feb 7, 2020, 11:20 AM IST

Updated : Feb 7, 2020, 1:12 PM IST

নিমতা, 7 ফেব্রুয়ারি : সাইকেল দিয়ে ধাক্কার মারার অভিযোগে ব্য়াপক মারধর করা হয়েছিল বিশরপাড়ার উত্তর সপ্তগ্রামের বাসিন্দা বিকাশ মাঝিকে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় SSKM হাসপাতালে ভরতি করানো হয় ৷ আজ তাঁর মৃত্য়ু হয় ৷ অভিযুক্তরা পলাতক ৷ তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ ৷

স্থানীয়রা জানান, 1 ফেব্রুয়ারি ছেলেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন বিকাশ ৷ সেসময় রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিলেন সুমিতা সিংহ ও দীপালি দাস ৷ বিকাশ অনেকবার সরতে বলে বেল বাজালেও তাঁরা রাস্তা থেকে সরে দাঁড়াননি ৷ বাধ্য হয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন বিকাশ ৷ সেসময় তাঁদের গায়ে সাইকেল সামান্য ধাক্কা লেগে যায় ৷ তারপরই দীপালি তাঁর স্বামী সুজয় দাসকে ডেকে আনেন ৷ সাইকেলে ধাক্কা লাগার কারণে মারধর করা হয় বিকাশকে ৷ ঘটনাস্থানেই সংজ্ঞা হারান তিনি ৷

হঠাৎ করে কী হয়ে গেল বুঝতে পারছেন না বিকাশ মাঝির স্ত্রী

খবর যায় বিকাশের বাড়িতে ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় নিমতা থানায় ৷ পুলিশ আসার আগেই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷

নিমতা, 7 ফেব্রুয়ারি : সাইকেল দিয়ে ধাক্কার মারার অভিযোগে ব্য়াপক মারধর করা হয়েছিল বিশরপাড়ার উত্তর সপ্তগ্রামের বাসিন্দা বিকাশ মাঝিকে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় SSKM হাসপাতালে ভরতি করানো হয় ৷ আজ তাঁর মৃত্য়ু হয় ৷ অভিযুক্তরা পলাতক ৷ তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ ৷

স্থানীয়রা জানান, 1 ফেব্রুয়ারি ছেলেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন বিকাশ ৷ সেসময় রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিলেন সুমিতা সিংহ ও দীপালি দাস ৷ বিকাশ অনেকবার সরতে বলে বেল বাজালেও তাঁরা রাস্তা থেকে সরে দাঁড়াননি ৷ বাধ্য হয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন বিকাশ ৷ সেসময় তাঁদের গায়ে সাইকেল সামান্য ধাক্কা লেগে যায় ৷ তারপরই দীপালি তাঁর স্বামী সুজয় দাসকে ডেকে আনেন ৷ সাইকেলে ধাক্কা লাগার কারণে মারধর করা হয় বিকাশকে ৷ ঘটনাস্থানেই সংজ্ঞা হারান তিনি ৷

হঠাৎ করে কী হয়ে গেল বুঝতে পারছেন না বিকাশ মাঝির স্ত্রী

খবর যায় বিকাশের বাড়িতে ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় নিমতা থানায় ৷ পুলিশ আসার আগেই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷

Intro:সাইকেল ধাক্কা লাগার অভিযোগ তুলে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিশরপাড়ার উত্তর সপ্তগ্রামে। আজ সকালে এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল বিকাশ মাঝির। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ।

Body:স্থানীয় সূত্রে জানা গেছে ১ ফেব্রুয়ারি ছেলেকে ডাক্তার দেখিয়ে সাইকেলে ফিরছিলেন বিকাশ মাঝি। উত্তর সপ্তগ্রামে বাড়ির অদূরে রাস্তার ওপর দাঁড়িয়ে গল্প করছিল সুমিতা সিংহ ও দিপালী দাস। সেই সময় বেল বাজালেও সরে নি তারা। তাদের গায়ে বিকাশের সাইকেলের সামান্য ধাক্কা লাগে। এই অজুহাতে বিকাশকে ব্যাপক মারধর করা হয়। দিপালী নিজের স্বামী সুজয় দাসকে ডেকে আনলে সুজয় বিকাশকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই সংজ্ঞা হারায় বিকাশ। এর পরে বিকাশের পরিবারের লোকেদের খবর দেওয়া হলে তারা বিকাশকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ ভোর বেলায় মৃত্যু হয় বিকাশের। এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় নিমতা থানার পুলিশকে।অবশ্য পুলিশ আসার আগেই বেগতিক দেখে পালিয়ে যায় সকল অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।Conclusion:
Last Updated : Feb 7, 2020, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.