ETV Bharat / state

অ্যাম্বুলেন্সে কোরোনা আক্রান্ত ? একঘরে চালকের পরিবার - corona news updates

উত্তর 24 পরগনার অশোকনগরে এক রোগীকে নিয়ে যাওয়ার পর একঘরে করে রাখা হল অ্যাম্বুলেন্স চালক ও তাঁর পরিবারকে । বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 23, 2020, 8:09 PM IST

অশোকনগর, 23 এপ্রিল : অ্যাম্বুলেন্স চালকের পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার অশোকনগরের ঘটনা ।

জীবনকৃষ্ণ দে নামে অশোকনগরের বাসিন্দা ওই অ্যাম্বুলেন্স চালক দিন কয়েক আগে কলকাতার একটি হাসপাতাল থেকে এক রোগীকে বাড়ি নিয়ে এসেছিলেন । ক'দিন পরে সেই রোগী আবার অসুস্থ হয়ে পড়ায় তিনি তাঁকে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান । সেখানই তাঁর মৃত্যু হয় । তারপরই এলাকায় গুজব রটে যায় জীবনকৃষ্ণ তাঁর অ্যাম্বুলেন্সে কোরোনা আক্রান্ত রোগী নিয়ে যাতায়াত করেছেন । তারপর থেকেই প্রতিবেশীরা তাঁর সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় । জীবনবাবুকে একঘরে করে দেওয়া হয় ।

এবিষয়ে জীবনবাবু বলেন, যে রোগীর মৃত্যু হয়েছে তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । কোরোনা আক্রান্ত ছিলেন না । চিকিৎসকরা ডেথ সার্টিফিকেটে তা স্পষ্ট করে লিখেছেন । তারপরও তাঁকে সবাই একঘরে করে রেখেছেন । তাঁর অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় নানা রকম কটূক্তিও করছেন আশপাশের লোকজন ।

আজ বিষয়টি খতিয়ে দেখতে অসিত দে নামে স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা জীবনবাবুর বাড়িতে যান । তিনি ওই পরিবারকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন । তিনি বলেছেন, যে কোনও সমস্যায় তিনি ওই পরিবারের পাশে থাকবেন । এবিষয়ে তিনি বলেন, "সাধারণ রোগী বহনের জন্যও যদি একঘরে হয়ে থাকতে হয়, তাহলে কোনও অ্যাম্বুলেন্স চালক কি আর রোগী বহন করতে চাইবে ? এধরনের ঘটনা একেবারেই কাম্য নয় ।"

এবিষয়ে অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । এদিকে, অশোকনগর থানার OC অয়ন চক্রবর্তী বলেন, "আমাদের কাছে এমন কোনও অভিযোগ জমা পড়েনি । অভিযোগ এলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে ।"

অশোকনগর, 23 এপ্রিল : অ্যাম্বুলেন্স চালকের পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার অশোকনগরের ঘটনা ।

জীবনকৃষ্ণ দে নামে অশোকনগরের বাসিন্দা ওই অ্যাম্বুলেন্স চালক দিন কয়েক আগে কলকাতার একটি হাসপাতাল থেকে এক রোগীকে বাড়ি নিয়ে এসেছিলেন । ক'দিন পরে সেই রোগী আবার অসুস্থ হয়ে পড়ায় তিনি তাঁকে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান । সেখানই তাঁর মৃত্যু হয় । তারপরই এলাকায় গুজব রটে যায় জীবনকৃষ্ণ তাঁর অ্যাম্বুলেন্সে কোরোনা আক্রান্ত রোগী নিয়ে যাতায়াত করেছেন । তারপর থেকেই প্রতিবেশীরা তাঁর সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় । জীবনবাবুকে একঘরে করে দেওয়া হয় ।

এবিষয়ে জীবনবাবু বলেন, যে রোগীর মৃত্যু হয়েছে তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । কোরোনা আক্রান্ত ছিলেন না । চিকিৎসকরা ডেথ সার্টিফিকেটে তা স্পষ্ট করে লিখেছেন । তারপরও তাঁকে সবাই একঘরে করে রেখেছেন । তাঁর অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় নানা রকম কটূক্তিও করছেন আশপাশের লোকজন ।

আজ বিষয়টি খতিয়ে দেখতে অসিত দে নামে স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা জীবনবাবুর বাড়িতে যান । তিনি ওই পরিবারকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন । তিনি বলেছেন, যে কোনও সমস্যায় তিনি ওই পরিবারের পাশে থাকবেন । এবিষয়ে তিনি বলেন, "সাধারণ রোগী বহনের জন্যও যদি একঘরে হয়ে থাকতে হয়, তাহলে কোনও অ্যাম্বুলেন্স চালক কি আর রোগী বহন করতে চাইবে ? এধরনের ঘটনা একেবারেই কাম্য নয় ।"

এবিষয়ে অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । এদিকে, অশোকনগর থানার OC অয়ন চক্রবর্তী বলেন, "আমাদের কাছে এমন কোনও অভিযোগ জমা পড়েনি । অভিযোগ এলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.