ETV Bharat / state

Mamata on G20 Logo: জি20 সম্মেলনের লোগোয় পদ্মের ব্যবহার না হলেই ভালো হত, মন্তব্য মমতার - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এখন জি20-র সভাপতিত্বে (G20 Presidency) ভারত ৷ আগামী বছর নয়াদিল্লিতে বসতে চলেছে জি20 সম্মেলন (G20 Summit) ৷ সেই নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

Mamata Banerjee takes dig at PM Narendra Modi for using lotus in G20 logo
Mamata on G20 Logo: জি20 সম্মেলনের লোগোয় পদ্মের ব্যবহার না হলেই ভালো হত, মন্তব্য মমতার
author img

By

Published : Dec 5, 2022, 1:29 PM IST

Updated : Dec 5, 2022, 2:35 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: জি20 সম্মেলনের (G20 Summit) লোগোতে পদ্মের ব্যবহার করা হয়েছে । এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, ‘‘দেশের সম্মানের বিষয় ৷ তাই এই নিয়ে রাজনীতি করতে চাই না । তবে এমনটা না হলেই ভালো হতো । যদিও পদ্ম আমাদের জাতীয় ফুল । তবে জাতীয় পশু আগে ছিল বাঘ, এখন সিংহ বা জাতীয় পাখির ময়ূর রয়েছে । রয়েছে ন্যাশনাল এমব্লেমও । এক্ষেত্রে সেগুলিও ব্যবহার করা যেত ।’’

প্রসঙ্গত, সোমবার কলকাতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ডাকে জি20 নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতা থেকে রওনা হওয়ার আগে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন । সেখানেই এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি ।

এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জি20-র লোগো নিয়ে প্রশ্ন করেন । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগেও এ ধরনের লোগো আমি দেখেছি । যখন দেশের সম্মানের প্রশ্ন থাকে, তখন এসব জিনিস আমরা দেখি না । এই বিষয়টি বাইরে এলে দেশের মানুষের জন্য তা কখনোই ভালো লাগবে না । কিন্তু এটাও ঘটনা যে এই লোগোর সঙ্গে কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীকের মিল রয়েছে ।’’

এর পর তাঁর সংযোজন, ‘‘তবে মনে রাখতে হবে পদ্ম আমাদের জাতীয় ফুল । নির্বাচন কমিশনে তো তাদের জাতীয় ফুলকে প্রতীক হিসাবে ব্যবহার করতে দিয়েছেন । তবে এক্ষেত্রে জাতীয় ফুল ছাড়াও আরও অনেক জাতীয় প্রতীক ছিল ৷ সেগুলি ব্যবহার করা যেত । এক্ষেত্রে জাতীয় পশু সিংহ, জাতীয় পাখি ময়ূর বা অন্য কিছু ব্যবহার করা যেতে পারতো ।’’

তিনি আরও বলেন, ‘‘মনে রাখতে হবে এর মধ্যে 20টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে । আমি এই নিয়ে বিরোধিতা না করলেও অন্যেরা বিরোধিতা করতেই পারেন । ঠিক যেমনটি সাংবাদিকরা বলছেন । তারা প্রশ্ন করেছেন, তাই বলছি । না হলে আমি দেখেও এই নিয়ে বিশেষ কিছু বলতাম না । এর সঙ্গে দেশের সম্মানের প্রশ্ন জড়িয়ে রয়েছে তাই এটাকে আলাদা করে ইস্যু করতে চাই না । কিন্তু এটাকে নন ইস্যু ভাবলে ভুল করা হবে । এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু । তাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী বছর দিল্লিতে অনুষ্ঠিত হবে এই জি20 শীর্ষ সম্মেলন । তার লোগোতে পদ্ম ফুল ব্যবহার নিয়ে আগেই কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাগযুদ্ধ বাঁধে । কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন যে এটি 'বিস্ময়কর' যে পদ্ম, যা ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতীক, জি20 লোগোর অংশ হিসাবে ব্যবহৃত হয়েছে ! যদিও কংগ্রেসের এই বিরোধিতার জবাব দিয়ে বিজেপি বলছে, 1950 সালে পদ্মকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করা হয়েছে । কেন্দ্রের শাসক দল এই প্রতীক তার আগে থেকেই ব্যবহার করছে ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্য আলাদা নিয়ম কেন ? প্রশ্ন মমতার

কলকাতা, 5 ডিসেম্বর: জি20 সম্মেলনের (G20 Summit) লোগোতে পদ্মের ব্যবহার করা হয়েছে । এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, ‘‘দেশের সম্মানের বিষয় ৷ তাই এই নিয়ে রাজনীতি করতে চাই না । তবে এমনটা না হলেই ভালো হতো । যদিও পদ্ম আমাদের জাতীয় ফুল । তবে জাতীয় পশু আগে ছিল বাঘ, এখন সিংহ বা জাতীয় পাখির ময়ূর রয়েছে । রয়েছে ন্যাশনাল এমব্লেমও । এক্ষেত্রে সেগুলিও ব্যবহার করা যেত ।’’

প্রসঙ্গত, সোমবার কলকাতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ডাকে জি20 নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতা থেকে রওনা হওয়ার আগে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন । সেখানেই এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি ।

এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জি20-র লোগো নিয়ে প্রশ্ন করেন । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগেও এ ধরনের লোগো আমি দেখেছি । যখন দেশের সম্মানের প্রশ্ন থাকে, তখন এসব জিনিস আমরা দেখি না । এই বিষয়টি বাইরে এলে দেশের মানুষের জন্য তা কখনোই ভালো লাগবে না । কিন্তু এটাও ঘটনা যে এই লোগোর সঙ্গে কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীকের মিল রয়েছে ।’’

এর পর তাঁর সংযোজন, ‘‘তবে মনে রাখতে হবে পদ্ম আমাদের জাতীয় ফুল । নির্বাচন কমিশনে তো তাদের জাতীয় ফুলকে প্রতীক হিসাবে ব্যবহার করতে দিয়েছেন । তবে এক্ষেত্রে জাতীয় ফুল ছাড়াও আরও অনেক জাতীয় প্রতীক ছিল ৷ সেগুলি ব্যবহার করা যেত । এক্ষেত্রে জাতীয় পশু সিংহ, জাতীয় পাখি ময়ূর বা অন্য কিছু ব্যবহার করা যেতে পারতো ।’’

তিনি আরও বলেন, ‘‘মনে রাখতে হবে এর মধ্যে 20টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে । আমি এই নিয়ে বিরোধিতা না করলেও অন্যেরা বিরোধিতা করতেই পারেন । ঠিক যেমনটি সাংবাদিকরা বলছেন । তারা প্রশ্ন করেছেন, তাই বলছি । না হলে আমি দেখেও এই নিয়ে বিশেষ কিছু বলতাম না । এর সঙ্গে দেশের সম্মানের প্রশ্ন জড়িয়ে রয়েছে তাই এটাকে আলাদা করে ইস্যু করতে চাই না । কিন্তু এটাকে নন ইস্যু ভাবলে ভুল করা হবে । এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু । তাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী বছর দিল্লিতে অনুষ্ঠিত হবে এই জি20 শীর্ষ সম্মেলন । তার লোগোতে পদ্ম ফুল ব্যবহার নিয়ে আগেই কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাগযুদ্ধ বাঁধে । কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন যে এটি 'বিস্ময়কর' যে পদ্ম, যা ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতীক, জি20 লোগোর অংশ হিসাবে ব্যবহৃত হয়েছে ! যদিও কংগ্রেসের এই বিরোধিতার জবাব দিয়ে বিজেপি বলছে, 1950 সালে পদ্মকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করা হয়েছে । কেন্দ্রের শাসক দল এই প্রতীক তার আগে থেকেই ব্যবহার করছে ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্য আলাদা নিয়ম কেন ? প্রশ্ন মমতার

Last Updated : Dec 5, 2022, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.