গোপালনগর , 9 ডিসেম্বর : উত্তর 24 পরগনার গোপালনগরে আজ জনসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হরিপদ ইনস্টিটিউটের মাঠে হবে সভা । জোরকদমে চলছে সভার শেষ মুহূর্তের প্রস্তুতি । সম্প্রতি এই মাঠেই জনসভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বনগাঁ-চাকদা সড়কের গোপালনগরের বাজারের দু'পাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট সাজানো হয়েছে । সভাস্থানের পাশে পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সম্বলিত ফ্লেক্সও টাঙানো হয়েছে । তৃণমূল নেতৃত্বের দাবি , দলনেত্রীর সভায় লক্ষাধিক লোক হবে । মাঠের বাইরে বসানো হবে জায়ান্ট স্ক্রিন । দলনেত্রীর সভা ঘিরে উজ্জীবিত তৃণমূল শিবির ।
মুখ্যমন্ত্রীর সভা ঘিরে মঙ্গলবার দিনভর ছিল প্রশাসনিক তৎপরতা । সকালেই সভাস্থান পরিদর্শনে আসেন প্রশাসনিক কর্তারা । হরিপদ ইনস্টিটিউটের মাঠে মুখ্যমন্ত্রীর সভাস্থানের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে । হেলিকপ্টার থেকে নেমেই তিনি সোজা মঞ্চে চলে যাবেন । 27 নভেম্বর গোপালনগরের এই মাঠে জনসভা করেছেন দিলীপ ঘোষ । সেই মাঠে দাঁড়িয়ে সেদিন দিলীপ মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন , তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই আর থাকবে না ।
আরও পড়ুন , এড়ালেন শুভেন্দু-প্রসঙ্গ, মেদিনীপুরের সভায় ছত্রধরের প্রশংসা মমতার
দিলীপের সভার 12 দিন পরে সেই মাঠেই সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে হেরেছে তৃণমূল । মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বিজেপির টিকিটে জয়লাভ করেছেন । মতুয়া অধ্যুষিত বনগাঁ তৃণমূলের হাতছাড়া হয়েছে । রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ফিরিয়ে আনতে মরিয়া তৃণমূল । তাই ভোট ঘোষণার আগে তৃণমূল নেত্রী বনগাঁর মতুয়া মুলুকে আসতে চাইছেন । পাশাপাশি ,দিলীপের জনসভার মাঠে পালটা জনসভা থেকে বিজেপিকেও কড়া বার্তা দেবেন মমতা ।