ETV Bharat / state

TMC Poster Distorted: তৃণমূলের ব্যানারে মমতা-অভিষেকের মুখে গেরুয়া রং, চাঞ্চল্য ব্যারাকপুরে - Mamata Banerjee

তৃণমূলের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানো ঘিরে চাঞ্চল্য ছড়াল ব্যারাকপুরে ৷ এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে শাসক দল ৷

TMC Poster Vandalised ETV bharat
মমতা-অভিষেকের মুখে গেরুয়া রং
author img

By

Published : Apr 18, 2023, 4:30 PM IST

Updated : Apr 18, 2023, 8:59 PM IST

তৃণমূলের ব্যানারে মমতা ও অভিষেকের মুখে গেরুয়া রং

ব্যারাকপুর, 18 এপ্রিল: ব্যারাকপুরে তৃণমূলের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল ৷ যদিও বিজেপির দাবি, এ রকম কাজ তারা সমর্থন করে না ৷ যারাই এই কাজ করুক, তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করছে গেরুয়া শিবির ৷

24 নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া রোড এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে লাগানো একটি ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে ব্যারাকপুর থানার পুলিশ ।

ব্যারাকপুর পৌরসভার 24নং ওয়ার্ডে তৃণমুলের পার্টি অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানোর ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, "যারা এই কাজটি করেছে তারা বিজেপির দুষ্কৃতী ৷ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কারা এই কাজ করেছে ৷ আমরা পুলিশকে গোপনে তাদের নাম জানিয়েছি ৷ এ বার পুলিশ তদন্ত করে দেখবে ৷" এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন উত্তম দাস ।

তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ৷ তাদের দাবি, যে-ই এই কাজ করুক, বিজেপি তা সমর্থন করে না । এ রকম কাজ বিজেপি করে না বলে দাবি করেছেন বিজেপি ব্যারাকপুর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য । যারা এই কাজ করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

তাঁর কথায়, "বিভিন্ন সময় দেখা গিয়েছে নানা দুষ্কৃতীর কার্যকলাপে তৃণমূলের লোকজন বিজেপির হাত দেখে এবং শাসক দলের কথায় পুলিশ কাজ করে । মাননীয় মুখ্যমন্ত্রী যিনি, তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী ৷ সুতরাং তাঁর ছবিতে এ রকম কাজ করা বিজেপির উদ্দেশ্য হতে পারে না ।"

আরও পড়ুন: মুকুলের দিল্লি যাওয়া নিয়ে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের

তৃণমূলের ব্যানারে মমতা ও অভিষেকের মুখে গেরুয়া রং

ব্যারাকপুর, 18 এপ্রিল: ব্যারাকপুরে তৃণমূলের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল ৷ যদিও বিজেপির দাবি, এ রকম কাজ তারা সমর্থন করে না ৷ যারাই এই কাজ করুক, তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করছে গেরুয়া শিবির ৷

24 নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া রোড এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে লাগানো একটি ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে ব্যারাকপুর থানার পুলিশ ।

ব্যারাকপুর পৌরসভার 24নং ওয়ার্ডে তৃণমুলের পার্টি অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানোর ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, "যারা এই কাজটি করেছে তারা বিজেপির দুষ্কৃতী ৷ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কারা এই কাজ করেছে ৷ আমরা পুলিশকে গোপনে তাদের নাম জানিয়েছি ৷ এ বার পুলিশ তদন্ত করে দেখবে ৷" এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন উত্তম দাস ।

তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ৷ তাদের দাবি, যে-ই এই কাজ করুক, বিজেপি তা সমর্থন করে না । এ রকম কাজ বিজেপি করে না বলে দাবি করেছেন বিজেপি ব্যারাকপুর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য । যারা এই কাজ করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

তাঁর কথায়, "বিভিন্ন সময় দেখা গিয়েছে নানা দুষ্কৃতীর কার্যকলাপে তৃণমূলের লোকজন বিজেপির হাত দেখে এবং শাসক দলের কথায় পুলিশ কাজ করে । মাননীয় মুখ্যমন্ত্রী যিনি, তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী ৷ সুতরাং তাঁর ছবিতে এ রকম কাজ করা বিজেপির উদ্দেশ্য হতে পারে না ।"

আরও পড়ুন: মুকুলের দিল্লি যাওয়া নিয়ে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Last Updated : Apr 18, 2023, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.