ব্যারাকপুর, 25 মে : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ সূত্রে খবর, জেলে বসেই এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে হামলার মাস্টারমাইন্ড বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের জেলবন্দি আসামি সুজিত রায় (Main Accused Arrested in shoot out at Barrackpore biryani shop)। দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকেই অপরিচিত নম্বর থেকে তোলা চেয়ে বারবার সে হুমকি ফোন করত বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে ৷
এমনকি ভার্চুয়ালি নম্বর থেকে যে অশ্লীল মেসেজ বিরিয়ানির (D Bapi Biriyani) দোকানের মালিকের মোবাইলে পাঠানো হয়, সেটির পিছনেও রয়েছে জেলবন্দি আসামি সুজিত রায়ের হাত । দুটি ঘটনাতেই তার প্রত্যক্ষ যোগ থাকার তথ্য পেয়ে ইতিমধ্যে তাকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেন ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা । তবে, এ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি তদন্তকারী অফিসাররা ।
আরও পড়ুন : Barrackpore Shooting Incident : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে চলল গুলি, আহত 2
বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনার পর থেকেই দোকানের মালিক বাপি দাস অভিযোগ করেন, অচেনা নম্বর থেকে তোলা চেয়ে তাঁর মোবাইলে হুমকি ফোন আসত । পাঠানো হয় অশ্লীল মেসেজও । এরপরই মোবাইলটি পুলিশের কাছে জমা দেন তিনি ।সেই মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ অচেনা নম্বরের খোঁজ পায় । মোবাইলের টাওয়ার লোকেশন থেকে তদন্তকারীরা জানতে পারেন জেলে বসেই এই কাণ্ড ঘটিয়েছেন মনীশ শুক্লা খুনের আসামি সুজিত রায় ।
বারবার তোলা চেয়েও তা না পেয়ে শাগরেদদের দিয়ে ব্যারাকপুরের জনপ্রিয় ওই বিরিয়ানির দোকানে পরিকল্পিত হামলা চালায় সে । যার জেরে গুলি চালানোর মতো ঘটনা ঘটে । ধৃত সুজিত রায়কে জেরা করে তদন্তকারীরা শুটারদের বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা করছেন । কারণ, এই ঘটনায় আগে দু'জন পুলিশের হাতে ধরা পড়লেও এখনও অধরা তিন শুটার । তারা গুলি চালানোর ঘটনার পর থেকেই পলাতক । তাদের খোঁজ পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও এখনও হদিস মেলেনি ৷
পুলিশের অনুমান, তারা ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকতে পারে । সেই কারণে পুলিশের একটি টিমও তৈরি রাখা হয়েছে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য । এখন গুলিকাণ্ডের মাস্টারমাইন্ড ধৃত সুজিত রায়ের থেকে তদন্তকারীরা শুটারদের বিষয়ে কোনও তথ্য পান কি না সেটাই দেখার ৷