ETV Bharat / state

Madan Mitra slams CPM: 'সিপিএম সবথেকে বড় দালাল !' তোপ মদনের

author img

By

Published : Mar 25, 2023, 1:54 PM IST

আবারও সিপিএমের তুলোধনা করলেন মদন মিত্র (Madan Mitra slams CPM) ৷ শনিবার কামারহাটির সাংবাদিক সম্মেলনে কী বললেন তিনি ?

Madan Mitra slams CPM and mention them as Biggest Agent
মদন বাণ

কামারহাটি, 25 মার্চ: ফের একবার বিরোধীদের নিশানা করলেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র ৷ শনিবার কামারহাটিতেই একটি সাংবাদিকদের সম্মেলন করেন তিনি ৷ এই সম্মেলনে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিএমকে (Madan Mitra slams CPM) ৷ কয়েকটি ক্ষেত্রে তাঁর রাজনৈতিক আক্রমণ ছাড়িয়ে যায় শালীনতার সীমা ! সিপিএমকে কার্যত কংগ্রেস ও বিজেপির দালাল বলে কটাক্ষ করেন মদন ৷ তবে, একইসঙ্গে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের ঘটনায় কাঠগড়ায় তোলেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে ৷

মদন মিত্রের বক্তব্য, সিপিএম ছেড়ে আসা কিছু দলবদলু নেতা ও কর্মীর জন্যই তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷ এই প্রসঙ্গে মদন বলেন, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বদলা নয়, বদল চাই' ৷ মদনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসাপরায়ণ হননি বলেই বহু সিপিএম নেতা বাম আমলে অনেক অন্য়ায় করেও রেহাই পেয়ে গিয়েছেন ৷ মদনের ইঙ্গিত, এখন সেই সিপিএম নেতারাই তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন ৷ পাশাপাশি, কিছু নেতা ও কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন ৷ তাঁরাই ভিতর থেকে তৃণমূলের ক্ষতি করছেন বলেও অভিযোগ করেন মদন ৷

মদনের মতে, 'সিপিএম সবথেকে বড় দালাল' ! তাঁর ইঙ্গিত, তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে কংগ্রেস ও বিজেপির দালালি করছে সিপিএম ৷ বিধায়কের ব্যাখ্যা, তৃণমূল কংগ্রেস একেবারে নবীন একটি আঞ্চলিক দল ৷ কিন্তু, সিপিএম, বিজেপি ও কংগ্রেসের মতো জাতীয় দলগুলি তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে পারছে না ৷ সেই কারণেই তারা একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ৷

আরও পড়ুন: অয়ন ঘনিষ্ঠ শ্বেতার সঙ্গে দেখা করলেন মদন, কী কথা হল ?

মদনের দাবি, ইদানীং কামারহাটি এলাকায় সিপিএম নেতা ও কর্মীদের 'বডি ল্য়াঙ্গুয়েজ বদলে গিয়েছে !' তবে, তাতে কোনও লাভ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মদন ৷ তাঁর বক্তব্য, সিপিএম সদস্যরা চাইলে এলাকায় কাঁধ ঝাঁকিয়ে ঘুরে বেড়াতে পারেন ৷ কিন্তু, আগামী দিনে লোকসভা বা বিধানসভা নির্বাচনে জয় হবে তৃণমূলেরই ৷ কামারহাটি বিধানসভা অঞ্চলে তৃণমূল কংগ্রেস 50 হাজার থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেবে বলেও দাবি করেন মদন ৷

কামারহাটি, 25 মার্চ: ফের একবার বিরোধীদের নিশানা করলেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র ৷ শনিবার কামারহাটিতেই একটি সাংবাদিকদের সম্মেলন করেন তিনি ৷ এই সম্মেলনে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিএমকে (Madan Mitra slams CPM) ৷ কয়েকটি ক্ষেত্রে তাঁর রাজনৈতিক আক্রমণ ছাড়িয়ে যায় শালীনতার সীমা ! সিপিএমকে কার্যত কংগ্রেস ও বিজেপির দালাল বলে কটাক্ষ করেন মদন ৷ তবে, একইসঙ্গে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের ঘটনায় কাঠগড়ায় তোলেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে ৷

মদন মিত্রের বক্তব্য, সিপিএম ছেড়ে আসা কিছু দলবদলু নেতা ও কর্মীর জন্যই তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷ এই প্রসঙ্গে মদন বলেন, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বদলা নয়, বদল চাই' ৷ মদনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসাপরায়ণ হননি বলেই বহু সিপিএম নেতা বাম আমলে অনেক অন্য়ায় করেও রেহাই পেয়ে গিয়েছেন ৷ মদনের ইঙ্গিত, এখন সেই সিপিএম নেতারাই তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন ৷ পাশাপাশি, কিছু নেতা ও কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন ৷ তাঁরাই ভিতর থেকে তৃণমূলের ক্ষতি করছেন বলেও অভিযোগ করেন মদন ৷

মদনের মতে, 'সিপিএম সবথেকে বড় দালাল' ! তাঁর ইঙ্গিত, তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে কংগ্রেস ও বিজেপির দালালি করছে সিপিএম ৷ বিধায়কের ব্যাখ্যা, তৃণমূল কংগ্রেস একেবারে নবীন একটি আঞ্চলিক দল ৷ কিন্তু, সিপিএম, বিজেপি ও কংগ্রেসের মতো জাতীয় দলগুলি তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে পারছে না ৷ সেই কারণেই তারা একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ৷

আরও পড়ুন: অয়ন ঘনিষ্ঠ শ্বেতার সঙ্গে দেখা করলেন মদন, কী কথা হল ?

মদনের দাবি, ইদানীং কামারহাটি এলাকায় সিপিএম নেতা ও কর্মীদের 'বডি ল্য়াঙ্গুয়েজ বদলে গিয়েছে !' তবে, তাতে কোনও লাভ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মদন ৷ তাঁর বক্তব্য, সিপিএম সদস্যরা চাইলে এলাকায় কাঁধ ঝাঁকিয়ে ঘুরে বেড়াতে পারেন ৷ কিন্তু, আগামী দিনে লোকসভা বা বিধানসভা নির্বাচনে জয় হবে তৃণমূলেরই ৷ কামারহাটি বিধানসভা অঞ্চলে তৃণমূল কংগ্রেস 50 হাজার থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেবে বলেও দাবি করেন মদন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.