মধ্যমগ্রাম, 4 জুলাই: আবারও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সততা নিয়ে ভূয়সি প্রশংসা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এমনকী বুদ্ধদেবের সততার সার্টিফিকেট দিতে গিয়ে কামারহাটির এই তৃণমূল বিধায়ক টেনে এনেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রসঙ্গও। মদনের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টম গর্ভের সন্তান। তিনি শ্রেষ্ঠ সততার প্রতীক। মমতা ছাড়াও রাজ্যের বাকি সাতজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ব্যাক্তিগত দুর্নীতি কখনও জায়গা করতে পারেনি। প্রফুল্ল ঘোষ, বিধান রায়, প্রফুল্ল সেন-সহ রাজ্যের আটজন মুখ্যমন্ত্রীই আমাদের কাছে গর্বের। তাঁদের সততা নিয়ে কোনও প্রশ্ন আসবে না ৷"
হরনাথ চক্রবর্তী নির্দেশিত এবং মদন মিত্র অভিনীত 'ও লাভলি'-সিনেমাটি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। তার আগে ছবির প্রমোশনে শুক্রবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে একটি মলে হাজির হন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই ছবিতে অভিনয় করেছেন তিনি নিজেও আর তাই, পরিচালক, কলাকুশলীদের সঙ্গে মদন মিত্রও এসেছিলেন সিনেমার প্রমোশনে। সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সুস্থতা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "আমরা খুব খুশি উনি সুস্থ হয়ে উঠছেন। বুদ্ধবাবু দ্রুত আরোগ্য লাভ করুন সেটাই আমরা চাই। সবচেয়ে বড় কথা, ওঁর সততা নিয়ে কেউ কোনও অভিযোগ করতে পারবে না। আমরা মোট আটজন মুখ্যমন্ত্রীকে এ রাজ্যে পেয়েছি। তার মধ্যে অষ্টম গর্ভের সন্তান হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল সেনের দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাঁদের গায়ে কাপড় দেওয়ার মতো সামর্থ্য ছিল না। আমরা গর্বিত এমন মুখ্যমন্ত্রী পেয়ে। এটাই পশ্চিমবঙ্গের আসল পরিচয় ৷"
আরও পড়ুন: সংক্রমণ নেই বললেই চলে, আগামী সপ্তাহে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য
এরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, "আমি রাজ্যপালকে অনুরোধ করব উনি বরং প্রিন্স অফ ওয়ে শুটে একদিন স্পেশাল শো করুন। সেদিন আমরা 'লাভলি'-র প্রমোশন রাজ্যপালের রাজভবনে করতে চাই। আমরা তাতে আনন্দিত হব। কারণ, সিনেমাটির নাম 'ও লাভলি'। রাজ্যপাল নিশ্চয় লাভলির বিরুদ্ধে নয় ৷" এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজভবনে অ্যান্টি করাপশন সেল খোলা নিয়েও কটাক্ষের সুর শোনা গিয়েছে মদনের গলাতে। তবে, এদিন রাজনৈতিক আক্রমণের বদলে রাজ্যপালকে বরং 'ও লাভলি'-সিনেমা দেখার পরামর্শ দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এ জন্য রাজভবনে আমন্ত্রণপত্র পাঠাবেন বলেও পরিষ্কার জানিয়েছেন তিনি।