ETV Bharat / state

স্বামীর মৃত্যুর কারণে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কেটে নিল স্থানীয়রা - hair

স্বামীর মৃত্যুর পিছনে হাত রয়েছে গৃহবধূর এই সন্দেহে মারধর করে তাঁর চুল কেটে নিল প্রতিবেশীরা ৷ বাকিরা সেই ঘটনা মোবাইল বন্দি করল ৷ গোটা ঘটনার সাক্ষী থাকল হাবড়া ৷

গৃহবধূর চুল কেটে নিল স্থানীয়রা
গৃহবধূর চুল কেটে নিল স্থানীয়রা
author img

By

Published : Aug 6, 2021, 10:29 AM IST

Updated : Aug 6, 2021, 10:53 AM IST

হাবড়া, 6 অগস্ট : এক গৃহবধূকে জোর করে ধরে রয়েছেন কয়েকজন মহিলা ৷ অন্য আরেক মহিলা গৃহবধূর চুল কেটে দিচ্ছেন ৷ পাশ থেকে আসছে হাততালির শব্দ, সঙ্গে অশালীন মন্তব্য ৷ গোটা ঘটনা ফেসবুক লাইভ হচ্ছে ৷ লজ্জায় দু'হাতে মুখ ঢেকে রয়েছেন গৃহবধূ ৷ বৃহস্পতিবার এই গোটা ঘটনার সাক্ষী রইল হাবড়া ৷

পরকীয়ার কারণে স্বামীকে মৃত্যুর প্ররোচনায় দেওয়ার অভিযোগে এভাবেই এক গৃহবধূকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বিড়া বসিরহাটি এলাকায় । এই ঘটনায় দুজনকে আটক করেছে আমড়া থানার পুলিশ ।


কয়েক বছর আগে বসিরহাটির অধীরের (নাম পরিবর্তিত) সঙ্গে পাড়ার মেয়ে রীনার (নাম পরিবর্তিত) বিয়ে হয় । তাঁদের একটি সাত বছরের মেয়েও রয়েছে । পারিবারিক অশান্তির কারণে সম্প্রতি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন রীনা ।

প্রতিদিনের মতো বুধবারও কাজে বের হন অধীর । অসুস্থ বোধ করায় কিছুক্ষণের মধ্যেই সে বাড়ি ফিরে আসে । বাড়িতে এসে বুকে ও পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বলে জানায় অধীর । তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে আসে । সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা অধীরকে কলকাতায় স্থানান্তরিত করার কথা বলেন । কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অধীরের ।

আরও পড়ুন : Vaccine case : অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে সাসপেন্ড এএসআই

এরপর অধীরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । মৃত্যুর কারণ হিসেবে তাঁর স্ত্রী রীনাকে দায়ী করে অধীরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা । এদিকে পাড়াতেই বাপের বাড়ি হওয়ায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়ির এলাকায় এলে রীনাকে মারধর করে তাঁর চুল কেটে দেয় স্থানীয়রা । বর্বরতার এই দৃশ্য মোবাইল বন্দি করেন বাকিরা ।

স্থানীয়দের অভিযোগ, রীনার সঙ্গে এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে ৷ সেই কারণেই অধীরকে কিছু খাইয়ে মেরে ফেলেছে সে ৷ অধীরের মৃত্যুর জন্য সেই দায়ী ৷

যদিও এ বিষয়ে রীনার বাপের বাড়ির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রীনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি গোটা ঘটনায় তিনজনকে আটক করে হাবড়া থানায় নিয়ে আসে পুলিশ ৷ এদিকে স্বামীকে মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে রীনার বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে অধীরের পরিবার । এই ঘটনায় রীনাকে গ্রেফতার করে পুলিশ ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ ।

আরও পড়ুন : Minor Raped: লাগাতার ধর্ষণে সন্তান প্রসব নাবালিকার, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ

হাবড়া, 6 অগস্ট : এক গৃহবধূকে জোর করে ধরে রয়েছেন কয়েকজন মহিলা ৷ অন্য আরেক মহিলা গৃহবধূর চুল কেটে দিচ্ছেন ৷ পাশ থেকে আসছে হাততালির শব্দ, সঙ্গে অশালীন মন্তব্য ৷ গোটা ঘটনা ফেসবুক লাইভ হচ্ছে ৷ লজ্জায় দু'হাতে মুখ ঢেকে রয়েছেন গৃহবধূ ৷ বৃহস্পতিবার এই গোটা ঘটনার সাক্ষী রইল হাবড়া ৷

পরকীয়ার কারণে স্বামীকে মৃত্যুর প্ররোচনায় দেওয়ার অভিযোগে এভাবেই এক গৃহবধূকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বিড়া বসিরহাটি এলাকায় । এই ঘটনায় দুজনকে আটক করেছে আমড়া থানার পুলিশ ।


কয়েক বছর আগে বসিরহাটির অধীরের (নাম পরিবর্তিত) সঙ্গে পাড়ার মেয়ে রীনার (নাম পরিবর্তিত) বিয়ে হয় । তাঁদের একটি সাত বছরের মেয়েও রয়েছে । পারিবারিক অশান্তির কারণে সম্প্রতি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন রীনা ।

প্রতিদিনের মতো বুধবারও কাজে বের হন অধীর । অসুস্থ বোধ করায় কিছুক্ষণের মধ্যেই সে বাড়ি ফিরে আসে । বাড়িতে এসে বুকে ও পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বলে জানায় অধীর । তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে আসে । সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা অধীরকে কলকাতায় স্থানান্তরিত করার কথা বলেন । কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অধীরের ।

আরও পড়ুন : Vaccine case : অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে সাসপেন্ড এএসআই

এরপর অধীরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । মৃত্যুর কারণ হিসেবে তাঁর স্ত্রী রীনাকে দায়ী করে অধীরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা । এদিকে পাড়াতেই বাপের বাড়ি হওয়ায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়ির এলাকায় এলে রীনাকে মারধর করে তাঁর চুল কেটে দেয় স্থানীয়রা । বর্বরতার এই দৃশ্য মোবাইল বন্দি করেন বাকিরা ।

স্থানীয়দের অভিযোগ, রীনার সঙ্গে এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে ৷ সেই কারণেই অধীরকে কিছু খাইয়ে মেরে ফেলেছে সে ৷ অধীরের মৃত্যুর জন্য সেই দায়ী ৷

যদিও এ বিষয়ে রীনার বাপের বাড়ির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রীনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি গোটা ঘটনায় তিনজনকে আটক করে হাবড়া থানায় নিয়ে আসে পুলিশ ৷ এদিকে স্বামীকে মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে রীনার বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে অধীরের পরিবার । এই ঘটনায় রীনাকে গ্রেফতার করে পুলিশ ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ ।

আরও পড়ুন : Minor Raped: লাগাতার ধর্ষণে সন্তান প্রসব নাবালিকার, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ

Last Updated : Aug 6, 2021, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.