ETV Bharat / state

Deganga Road Accident :সৎকার করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ! দেগঙ্গায় অটো উল্টে মৃত্যু মহিলার - Lethal Road accident in Deganga

মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Lethal Road accident in Deganga)। ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷

Deganga Accident New
মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা !
author img

By

Published : May 10, 2022, 6:29 PM IST

দেগঙ্গা, 10 মে : মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা । যাত্রীবাহী অটো উল্টে প্রাণ হারালেন এক মহিলা (Road accident death in Deganga) । ঘটনায় আহত হয়েছেন 12 জন । মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় । আহতদের মধ্য কয়েকজনের আঘাত গুরুতর ৷ তাঁদের প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতাল ও পরে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ও আহতেরা প্রত্যেকেই আমডাঙার বাসিন্দা । কবিরুল মণ্ডল নামে এক আত্মীয়ের সৎকার করে এদিন সকালে একটি অটো করে দেগঙ্গা থেকে বাড়ির দিকে ফিরছিলেন তাঁরা ৷ তখন দেগঙ্গার মঙ্গলনগর নিয়াজিসপুর এলাকায় সোহাই শ্বেতপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোটি উল্টে যায় । অটোর নিচে চাপা পড়ে মৃত্যু হয় লালবানু বিবি নামে এক মহিলার । আহত হন 12 জন ৷ তাঁদের উদ্ধার করে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা । পরে গুরুতর আহতদের বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় লালবানু বিবির

আরও পড়ুন : বাড়ির মালিকের হাত-পা বেঁধে ডাকাতি শিলিগুড়িতে

এই দুর্ঘটনা প্রসঙ্গে কবিরুলের দাদা হাসান মণ্ডল বলেন, "দু'দিন আগে আমার ভাই কাজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয় । দত্তপুকুরের যশোর রোডের ওপর তাঁর পায়ের ওপর দিয়ে একটি মালবাহী গাড়ির চাকা চলে যায় । তার জেরে কবিরুলের পা ভেঙে যায় । বারাসত হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁর একটি পা বাদ দিতে হয় । কিন্তু, তারপরও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে । সোমবার মারা যান তিনি । তাঁরই শেষকৃত্যে যোগ দিতে আমডাঙা থেকে আত্মীয়স্বজনরা এসেছিলেন দেগঙ্গার বাড়িতে । ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷"

দেগঙ্গা, 10 মে : মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা । যাত্রীবাহী অটো উল্টে প্রাণ হারালেন এক মহিলা (Road accident death in Deganga) । ঘটনায় আহত হয়েছেন 12 জন । মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় । আহতদের মধ্য কয়েকজনের আঘাত গুরুতর ৷ তাঁদের প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতাল ও পরে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ও আহতেরা প্রত্যেকেই আমডাঙার বাসিন্দা । কবিরুল মণ্ডল নামে এক আত্মীয়ের সৎকার করে এদিন সকালে একটি অটো করে দেগঙ্গা থেকে বাড়ির দিকে ফিরছিলেন তাঁরা ৷ তখন দেগঙ্গার মঙ্গলনগর নিয়াজিসপুর এলাকায় সোহাই শ্বেতপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোটি উল্টে যায় । অটোর নিচে চাপা পড়ে মৃত্যু হয় লালবানু বিবি নামে এক মহিলার । আহত হন 12 জন ৷ তাঁদের উদ্ধার করে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা । পরে গুরুতর আহতদের বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় লালবানু বিবির

আরও পড়ুন : বাড়ির মালিকের হাত-পা বেঁধে ডাকাতি শিলিগুড়িতে

এই দুর্ঘটনা প্রসঙ্গে কবিরুলের দাদা হাসান মণ্ডল বলেন, "দু'দিন আগে আমার ভাই কাজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয় । দত্তপুকুরের যশোর রোডের ওপর তাঁর পায়ের ওপর দিয়ে একটি মালবাহী গাড়ির চাকা চলে যায় । তার জেরে কবিরুলের পা ভেঙে যায় । বারাসত হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁর একটি পা বাদ দিতে হয় । কিন্তু, তারপরও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে । সোমবার মারা যান তিনি । তাঁরই শেষকৃত্যে যোগ দিতে আমডাঙা থেকে আত্মীয়স্বজনরা এসেছিলেন দেগঙ্গার বাড়িতে । ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.