ETV Bharat / state

SFI-DYFI Protest : 'নিখোঁজ' মন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজতে টর্চ হাতে পথে বাম ছাত্র-যুবরা - Minister Paresh Adhikary missing

মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল পরেশ অধিকারীকে ৷ কিন্তু হাজিরা না দিয়ে তিনি 'নিখোঁজ' হয়ে যান (Minister Paresh Adhikary Missing) ৷

Minister Paresh Adhikary News
নিখোঁজ মন্ত্রী পরেশ অধিকারী
author img

By

Published : May 19, 2022, 1:33 PM IST

বনগাঁ, 19 মে : নিখোঁজ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Minister Paresh Adhikary Missing) ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে টর্চ লাইট নিয়ে খুঁজতে বেড়লেন এসএফআই ও ডিওয়াইআই-এর সদস্যরা । রাস্তায় মিছিল করে বিভিন্ন জায়গায় মন্ত্রীর সন্ধান চেয়ে নিখোঁজ পোস্টারও মারলেন তাঁরা । বুধবার রাতে উত্তর 24 পরগনার বনগাঁ ও অশোকনগর এলাকায় এই প্রতীকী প্রতিবাদ মিছিল করেন তাঁরা ।

এবিষয়ে এসএফআই-এর বনগাঁ শহর লোকাল কমিটির সম্পাদিকা সঞ্চিতা পাণ্ডে বলেন, "এতদিন দেখেছি রাজ্যে চাকরি নিখোঁজ । এখন দেখছি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীই নিখোঁজ হয়ে যাচ্ছেন । তাই আমার তাঁকে খুঁজতে বলেছি ।" তিনি আরও বলেন, "সিবিআই ডাকলে মন্ত্রীরা উডবার্নে ভর্তি হতেন, এখন দেখছি নিখোঁজ হয়ে যাচ্ছেন ।"

মন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজতে টর্চ হাতে পথে বাম ছাত্র-যুবরা

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে প্রহরায় কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, মন্ত্রী পরেশ অধিকারীর প্রভাবেই তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী নিয়ম বহির্ভূতভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় শিক্ষকের চাকরি পেয়েছেন, এই অভিযোগ উঠেছে ৷ এই মামলার শুনানিতেই শিক্ষা প্রতিমন্ত্রীকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার হাইকোর্ট এই নির্দেশ দিলেও, পরেশ অধিকারী সিবিআই দফতরে যাননি ৷ বুধবার সকাল থেকেই আর তাঁর খোঁজ পাওয়া যায়নি ৷

বনগাঁ, 19 মে : নিখোঁজ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Minister Paresh Adhikary Missing) ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে টর্চ লাইট নিয়ে খুঁজতে বেড়লেন এসএফআই ও ডিওয়াইআই-এর সদস্যরা । রাস্তায় মিছিল করে বিভিন্ন জায়গায় মন্ত্রীর সন্ধান চেয়ে নিখোঁজ পোস্টারও মারলেন তাঁরা । বুধবার রাতে উত্তর 24 পরগনার বনগাঁ ও অশোকনগর এলাকায় এই প্রতীকী প্রতিবাদ মিছিল করেন তাঁরা ।

এবিষয়ে এসএফআই-এর বনগাঁ শহর লোকাল কমিটির সম্পাদিকা সঞ্চিতা পাণ্ডে বলেন, "এতদিন দেখেছি রাজ্যে চাকরি নিখোঁজ । এখন দেখছি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীই নিখোঁজ হয়ে যাচ্ছেন । তাই আমার তাঁকে খুঁজতে বলেছি ।" তিনি আরও বলেন, "সিবিআই ডাকলে মন্ত্রীরা উডবার্নে ভর্তি হতেন, এখন দেখছি নিখোঁজ হয়ে যাচ্ছেন ।"

মন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজতে টর্চ হাতে পথে বাম ছাত্র-যুবরা

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে প্রহরায় কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, মন্ত্রী পরেশ অধিকারীর প্রভাবেই তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী নিয়ম বহির্ভূতভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় শিক্ষকের চাকরি পেয়েছেন, এই অভিযোগ উঠেছে ৷ এই মামলার শুনানিতেই শিক্ষা প্রতিমন্ত্রীকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার হাইকোর্ট এই নির্দেশ দিলেও, পরেশ অধিকারী সিবিআই দফতরে যাননি ৷ বুধবার সকাল থেকেই আর তাঁর খোঁজ পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.