বারাসত, 13 ফেব্রুয়ারি: পুর-পরিষেবা নিয়ে বিদায়ী কাউন্সিলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ বারাসত 10 নং ওয়ার্ডের বাসিন্দাদের ৷ তাই আসন্ন পুরভোটের প্রাক্কালে বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ডের বাম প্রার্থীর বিরুদ্ধে দলবাজির অভিযোগে সরব হলেন স্থানীয়রা ৷ রবিবার সকালে বাম প্রার্থীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভও দেখালেন তারা। পোস্টার হাতে নিয়ে প্রাক্তন বাম কাউন্সিলরের বিরুদ্ধে চলল অহরহ স্লোগানও (Left front candidate in Barasat faces agitations)। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও সাধারণ মানুষের দাবি নস্যাৎ করছেন বাম প্রার্থী রত্না ভট্টাচার্য। ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তাঁর ৷ যুযুধান দু'পক্ষের চাপানউতোরে নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে জেলা সদর শহর বারাসতে। নন্দিতা দাস নামে এক বিক্ষোভকারী বলেন, "20 বছর ধরে এই ওয়ার্ডে বাম কাউন্সিলর থাকলেও কোনও উন্নয়ণ হয়নি। উন্নয়ণের নামে শুধু দলবাজি চলে এসেছে। সকলে চাইছেন এবারে কাউন্সিলর পরিবর্তন হোক।"
আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : ডায়মন্ডহারবারে রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় তৃণমূল প্রার্থীর
10 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবব্রত পালের কথায়, "দীর্ঘদিনের বঞ্চনা থেকেই এলাকার মানুষ বাধ্য হয়েছেন বিক্ষোভ দেখাতে। আর সেই বিক্ষোভকে বহিরাগত তকমা দিয়ে প্রাক্তন কাউন্সিলর অপমান করেছেন এলাকার মানুষকেই। ভোটে হার-জিত থাকতে পারে। তবে প্রচারে নেমে এটুকু বুঝতে পেরেছি ওয়ার্ডের মানুষ বাম প্রার্থীর কাজকর্মে বীতশ্রদ্ধ।"