ETV Bharat / state

তৃণমূলের হাত থেকে জেলা বার ছিনিয়ে নিল বাম-কংগ্রেস জোট

১৩ টি আসনের ৮ টি-ই গেল জোটের দখলে । বামেরা পেয়েছে ৫ টি আসন, কংগ্রেস পেয়েছে ৩টি । বাকি ৫ টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হল তৃণমূলকে ।

left-cong-wine-district-bar-association
জেলা বার
author img

By

Published : Feb 2, 2020, 2:01 PM IST

Updated : Feb 2, 2020, 2:35 PM IST

বারাসত, 2 ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের দখল নিল বাম-কংগ্রেস জোট। রুখে দিল তৃণমূলকে। ১৩টির মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে জোট। এর মধ্যে বামেরা পেয়েছে ৫টি আসন, কংগ্রেসে জিতেছে ৩টিতে । বাকি ৫টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূলকে ।

গতরাতে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল প্রকাশিত হয় । তাতেই সামনে আসে জোটের কেরামতি । এভাবে তৃণমূলকে রুখে দিয়ে উজ্জীবিত বাম ও কংগ্রেসের আইনজীবীরা । আগামী দিনে অন্য নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।

২৮ জানুয়ারি জেলা বার অ্যাসোসিয়েশনের ১৩টি আসনে ভোট হয় । ভোটার ছিলেন ১,৬৬৮ জন । ১,২৬৬ জন ভোট দেন । ফল বেরোলে দেখা যায় তৃণমূলকে পিছনে ফেলে বাম-কং জোট এগিয়ে গেছে। শেষ পর্যন্ত ৮-৫ আসনের ব্যবধানে জেলা বার দখল করে জোট । পাশাপাশি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, যুগ্ম-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ জোটের দখলে গেছে । বারের কার্যকরী সদস্যের ৫ জনের মধ্যে ৩ জনই জয়ী হয়েছেন জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ।

জেলা বার অ্যাসোসিয়েশন জিতল বাম-কং জোট

জোটের পক্ষে বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইনজীবী তারক মুখোপাধ্যায় বলেন, " আগামীদিনেও এই জোট ধরে রাখার চেষ্টা করব । দিদি ও মোদীকে বাম-কং জোট রুখে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস।" বামেদের পক্ষে আইনজীবী ও অল ইন্ডিয়া ল ইয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মিহির দাস বলেন, "ভোটের আগে আমরা বারাসত আদালতের আইনজীবীদের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরেছিলাম । প্রচার যে কাজে এসেছে তা ফলাফলই বলে দিচ্ছে ।"

অন্যদিকে তৃণমূলের পক্ষে আইনজীবী সেলের সভাপতি পদে জয়ী শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "সবচেয়ে ভালো দিক হল BJP ১৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিও জিততে পারেনি । কিন্তু, BJP-র ভোট সুইং করে বাম ও কংগ্রেসের দিকে গেছে । তাই এই ফলাফল৷ "

ভোটের প্রচারে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবার সেগুলি পালন করাই জেলা বারের প্রথম কাজ হবে বলে জানান জোটের আইনজীবীরা।

বারাসত, 2 ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের দখল নিল বাম-কংগ্রেস জোট। রুখে দিল তৃণমূলকে। ১৩টির মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে জোট। এর মধ্যে বামেরা পেয়েছে ৫টি আসন, কংগ্রেসে জিতেছে ৩টিতে । বাকি ৫টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূলকে ।

গতরাতে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল প্রকাশিত হয় । তাতেই সামনে আসে জোটের কেরামতি । এভাবে তৃণমূলকে রুখে দিয়ে উজ্জীবিত বাম ও কংগ্রেসের আইনজীবীরা । আগামী দিনে অন্য নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।

২৮ জানুয়ারি জেলা বার অ্যাসোসিয়েশনের ১৩টি আসনে ভোট হয় । ভোটার ছিলেন ১,৬৬৮ জন । ১,২৬৬ জন ভোট দেন । ফল বেরোলে দেখা যায় তৃণমূলকে পিছনে ফেলে বাম-কং জোট এগিয়ে গেছে। শেষ পর্যন্ত ৮-৫ আসনের ব্যবধানে জেলা বার দখল করে জোট । পাশাপাশি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, যুগ্ম-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ জোটের দখলে গেছে । বারের কার্যকরী সদস্যের ৫ জনের মধ্যে ৩ জনই জয়ী হয়েছেন জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ।

জেলা বার অ্যাসোসিয়েশন জিতল বাম-কং জোট

জোটের পক্ষে বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইনজীবী তারক মুখোপাধ্যায় বলেন, " আগামীদিনেও এই জোট ধরে রাখার চেষ্টা করব । দিদি ও মোদীকে বাম-কং জোট রুখে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস।" বামেদের পক্ষে আইনজীবী ও অল ইন্ডিয়া ল ইয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মিহির দাস বলেন, "ভোটের আগে আমরা বারাসত আদালতের আইনজীবীদের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরেছিলাম । প্রচার যে কাজে এসেছে তা ফলাফলই বলে দিচ্ছে ।"

অন্যদিকে তৃণমূলের পক্ষে আইনজীবী সেলের সভাপতি পদে জয়ী শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "সবচেয়ে ভালো দিক হল BJP ১৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিও জিততে পারেনি । কিন্তু, BJP-র ভোট সুইং করে বাম ও কংগ্রেসের দিকে গেছে । তাই এই ফলাফল৷ "

ভোটের প্রচারে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবার সেগুলি পালন করাই জেলা বারের প্রথম কাজ হবে বলে জানান জোটের আইনজীবীরা।

Intro:জোট করে লড়াই করলে যে তৃনমূলকে রুখে দেওয়া যায়,তা বাম ও কংগ্রেসের আইনজীবীরা করে দেখাল জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে।তাদের জোটবদ্ধ লড়াইয়ের কাছে পরাজিত হতে হল শাসকদলকে৷ সেই সঙ্গে তৃনমূলের দখলে থাকা জেলা বার অ্যাসোসিয়েশনের ক্ষমতা গেল বাম ও কংগ্রেস জোটের হাতে।বারের মোট ১৩টি আসনের মধ্যে ৮টি আসনই গেছে জোটের দখলে। Body:বারাসতঃজোট করে লড়াই করলে যে তৃনমূলকে রুখে দেওয়া যায়,তা বাম ও কংগ্রেসের আইনজীবীরা করে দেখাল জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে।তাদের জোটবদ্ধ লড়াইয়ের কাছে পরাজিত হতে হল শাসকদলকে।সেই সঙ্গে তৃনমূলের দখলে থাকা জেলা বার অ্যাসোসিয়েশনের ক্ষমতা গেল বাম ও কংগ্রেস জোটের হাতে।বারের মোট ১৩টি আসনের মধ্যে ৮টি আসনই গেছে জোটের দখলে।এর মধ্যে বামেরা একাই পেয়েছে ৫টি আসন।কংগ্রেস পেয়েছে ৩টি আসন।বাকি ৫টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তৃনমূলকে।আজ রাতে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল প্রকাশিত হয়।তাতেই সামনে আসে জোটের কেরামতি।বারের নির্বাচনে তৃনমূলকে রুখে দিতে পারায় স্বভাবতই উজ্জীবিত বাম ও কংগ্রেস জোটের আইনজীবীরা।আগামীদিনে সাধারন মানুষের মধ্যে এর প্রভাব পড়বে বলেও মনে করছেন তাঁরা।

জেলা বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে,২৮ জানুয়ারি এই ১৩টি আসনের নির্বাচন হয়।মোট ভোটার ১৬৬৮।এর মধ্যে ১২৬৬ জন ভোটদানে অংশগ্রহণ করেন।আজ ছিল ফল প্রকাশের দিন।সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে ভোটের কাউন্টিং শুরু হয়।বেলা গড়াতেই ভোটের চিত্র পরিষ্কার হয়ে যায়।দেখা যায় তৃনমূলকে পিছনে ফেলে বাম ও কংগ্রেস জোট এগিয়ে রয়েছে।শেষ পর্যন্ত ৮-৫ এর ব্যবধানে জেলা বারের ক্ষমতা দখলে যায় তাঁদের।সহ-সভাপতি,সাধারন সম্পাদক,সহ-সম্পাদক,কোষাধ্যক্ষ,যুগ্ম-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ দখলে গেছে জোটের।এছাড়া বারের কার্যকরী সদস্যের ৫ জনের মধ্যে ৩ জনই জয়ী হয়েছে জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।জয়ের পর জোটের হয়ে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা তারক মুখার্জি বলেন,"সারা রাজ্য ও গোটা দেশে জোটের এই ফলাফল ফলপ্রসূ হবে।আগামীদিনেও আমার এই জোট ধরে রাখার চেষ্টা করব।দিদি ও মোদিকে জোট করে রুখে দিতে পারব বলেই আমাদের বিশ্বাস"।আসন্ন পৌরসভা নির্বাচনেও এর সুদূর প্রসারী প্রভাব পড়বে বলেও জানান তিনি।বামপন্থী আইনজীবী ও অল ইন্ডিয়া ল ইয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মিহির দাস বলেন,"ভোটের আগে আমরা বারাসত আদালতের আইনজীবীদের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরেছিলাম।বলেছিলাম কিভাবে গনতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে।আইনের অনুশাসন যে নেই,সেকথাও আমরা প্রচারে এনেছিলাম।সেই প্রচার যে কাজে এসেছে,তা এই ফলাফলই বলে দিচ্ছে।আইনজীবীরা আমাদের সমর্থন করায় ধন্যবাদ"।এদিকে,হারের কারন হিসাবে বিজেপির ভোট ভাগাভাগি হওয়াকেই দায়ী করেছেন তৃনমূল আইনজীবী সেলের হয়ে সভাপতি পদে জয়ী শিবপ্রসাদ মুখোপাধ্যায়।তার কথায়,"বিজেপি ১৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা একটি আসনও দখল করতে পারেনি।অথচ,বিজেপির ভোট সুইং হয়ে বাম ও কংগ্রেসের দিকে গেছে।তার ফলেই আমাদের এই ফলাফল হয়েছে"।শিবপ্রসাদ বাবুর দাবি,"গতবার চতুর্মুখী লড়াই হয়েছিল।তার ফলে কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছি আমরা।কিন্তু এবার ত্রিমুখী লড়াই হয়েছে।তারপরও আমরা একা লড়ে ৫টি আসন পেয়েছি।এই ফলাফলে আমরা সন্তুষ্ট"।Conclusion:ভোট প্রচারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল,সেগুলি পালন করাই জেলা বারের প্রথম কাজ হবে বলে জানানো হয়েছে জোটের আইনজীবীদের তরফে।
Last Updated : Feb 2, 2020, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.