বারাসত, 2 ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের দখল নিল বাম-কংগ্রেস জোট। রুখে দিল তৃণমূলকে। ১৩টির মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে জোট। এর মধ্যে বামেরা পেয়েছে ৫টি আসন, কংগ্রেসে জিতেছে ৩টিতে । বাকি ৫টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূলকে ।
গতরাতে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল প্রকাশিত হয় । তাতেই সামনে আসে জোটের কেরামতি । এভাবে তৃণমূলকে রুখে দিয়ে উজ্জীবিত বাম ও কংগ্রেসের আইনজীবীরা । আগামী দিনে অন্য নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।
২৮ জানুয়ারি জেলা বার অ্যাসোসিয়েশনের ১৩টি আসনে ভোট হয় । ভোটার ছিলেন ১,৬৬৮ জন । ১,২৬৬ জন ভোট দেন । ফল বেরোলে দেখা যায় তৃণমূলকে পিছনে ফেলে বাম-কং জোট এগিয়ে গেছে। শেষ পর্যন্ত ৮-৫ আসনের ব্যবধানে জেলা বার দখল করে জোট । পাশাপাশি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, যুগ্ম-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ জোটের দখলে গেছে । বারের কার্যকরী সদস্যের ৫ জনের মধ্যে ৩ জনই জয়ী হয়েছেন জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ।
জোটের পক্ষে বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইনজীবী তারক মুখোপাধ্যায় বলেন, " আগামীদিনেও এই জোট ধরে রাখার চেষ্টা করব । দিদি ও মোদীকে বাম-কং জোট রুখে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস।" বামেদের পক্ষে আইনজীবী ও অল ইন্ডিয়া ল ইয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মিহির দাস বলেন, "ভোটের আগে আমরা বারাসত আদালতের আইনজীবীদের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরেছিলাম । প্রচার যে কাজে এসেছে তা ফলাফলই বলে দিচ্ছে ।"
অন্যদিকে তৃণমূলের পক্ষে আইনজীবী সেলের সভাপতি পদে জয়ী শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "সবচেয়ে ভালো দিক হল BJP ১৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিও জিততে পারেনি । কিন্তু, BJP-র ভোট সুইং করে বাম ও কংগ্রেসের দিকে গেছে । তাই এই ফলাফল৷ "
ভোটের প্রচারে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবার সেগুলি পালন করাই জেলা বারের প্রথম কাজ হবে বলে জানান জোটের আইনজীবীরা।