ETV Bharat / state

Akhil Giri: অসুখে মৃত্যু হয়েছে লালন শেখের, দাবি রাজ্যের মন্ত্রীর - Akhil Giri

অসুখে মৃত্যু হয়েছে লালন শেখের অখিল গিরির (Lalon Sheikh died of illness said by Akhil Giri)৷ বারাকপুর সংশোধনাগারে এসে এইরকমই দাবি করলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি ।

Akhil Giri
ETV Bharat
author img

By

Published : Dec 13, 2022, 5:51 PM IST

অসুখে মৃত্যু হয়েছে লালন শেখের দাবি কারামন্ত্রীর

উত্তর 24 পরগনা, 13 ডিসেম্বর: সিবিআই হেফাজতে বগটুই গণহত্যা-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা (Lalon Sheikh Death) ৷ সিবিআইয়ের দাবি আত্মহত্যা করেছেন লালন শেখ ৷ মৃতের পরিবারের দাবি লালনকে পিটিয়ে খুন করা হয়েছে ৷ যদিও লালন শেখের পরিবারের দাবি উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ৷ সিবিআই হেফাজতে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে লালন শেখের, এমনটাই জানালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ৷

মঙ্গলবার ব্যারাকপুর সংশোধনাগারে বন্দিদের অবস্থা সরজমিনে খতিয়ে দেখেন কারামন্ত্রী অখিল গিরি ৷ বন্দিদের সঙ্গে কথাও বলেন । এরপরেই ব্যারাকপুর মহাকুমা আদালতে রুটিন ইনস্পেকশন করেন ৷ বন্দিরা সরকারি সমস্ত পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কি না বা থাকা-খাওয়ার কোনও অসুবিধা হচ্ছে কি না, সমস্ত বিষয়েও খোঁজ নেন ।

এরপর বগটুই-কাণ্ডে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে সাংবাদিকদের অখিল গিরি বলেন, "ওর মৃত্যুটা অসুখে হয়েছে । অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ তাঁকে আমরা চিকিৎসা করিয়েছি ৷ অনেকেই অসুস্থ অবস্থায় আসেন কারেকশন হোমে । সরকারের পক্ষ থেকেও চিকিৎসা করা হয় ৷ জটিল রোগ হলে বাইরেও চিকিৎসা করে । কিন্তু কেউ মারা গেলে আর কিছু করার নেই ।"

আরও পড়ুন: 50 লক্ষ ঘুষ না দেওয়াতেই লালনকে খুন, সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর

কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন ডিসেম্বর মাসেই ধরা পড়বে বড় ইঁদুর ৷ সেই কথা উল্লেখ করে শুভেন্দুকে কটাক্ষের সুরেই বলেন, "ওইরকম পাঁচটা ডেট বেরিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই ৷ ওগুলো সব বাজারের চমক । পঞ্চায়েত নির্বাচনে কী হবে শুভেন্দু অধিকারী আগে বলে দিচ্ছেন ৷ ওরা প্রার্থী খুঁজে পাবে না । ওদের সাংগঠনিক 1200 মণ্ডল কমিটি করার কথা, এখনও পর্যন্ত 300-র বেশি লোক জোগাড় করতে পারেনি ।"

অসুখে মৃত্যু হয়েছে লালন শেখের দাবি কারামন্ত্রীর

উত্তর 24 পরগনা, 13 ডিসেম্বর: সিবিআই হেফাজতে বগটুই গণহত্যা-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা (Lalon Sheikh Death) ৷ সিবিআইয়ের দাবি আত্মহত্যা করেছেন লালন শেখ ৷ মৃতের পরিবারের দাবি লালনকে পিটিয়ে খুন করা হয়েছে ৷ যদিও লালন শেখের পরিবারের দাবি উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ৷ সিবিআই হেফাজতে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে লালন শেখের, এমনটাই জানালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ৷

মঙ্গলবার ব্যারাকপুর সংশোধনাগারে বন্দিদের অবস্থা সরজমিনে খতিয়ে দেখেন কারামন্ত্রী অখিল গিরি ৷ বন্দিদের সঙ্গে কথাও বলেন । এরপরেই ব্যারাকপুর মহাকুমা আদালতে রুটিন ইনস্পেকশন করেন ৷ বন্দিরা সরকারি সমস্ত পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কি না বা থাকা-খাওয়ার কোনও অসুবিধা হচ্ছে কি না, সমস্ত বিষয়েও খোঁজ নেন ।

এরপর বগটুই-কাণ্ডে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে সাংবাদিকদের অখিল গিরি বলেন, "ওর মৃত্যুটা অসুখে হয়েছে । অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ তাঁকে আমরা চিকিৎসা করিয়েছি ৷ অনেকেই অসুস্থ অবস্থায় আসেন কারেকশন হোমে । সরকারের পক্ষ থেকেও চিকিৎসা করা হয় ৷ জটিল রোগ হলে বাইরেও চিকিৎসা করে । কিন্তু কেউ মারা গেলে আর কিছু করার নেই ।"

আরও পড়ুন: 50 লক্ষ ঘুষ না দেওয়াতেই লালনকে খুন, সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর

কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন ডিসেম্বর মাসেই ধরা পড়বে বড় ইঁদুর ৷ সেই কথা উল্লেখ করে শুভেন্দুকে কটাক্ষের সুরেই বলেন, "ওইরকম পাঁচটা ডেট বেরিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই ৷ ওগুলো সব বাজারের চমক । পঞ্চায়েত নির্বাচনে কী হবে শুভেন্দু অধিকারী আগে বলে দিচ্ছেন ৷ ওরা প্রার্থী খুঁজে পাবে না । ওদের সাংগঠনিক 1200 মণ্ডল কমিটি করার কথা, এখনও পর্যন্ত 300-র বেশি লোক জোগাড় করতে পারেনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.