ETV Bharat / state

khardah Municipality ex Chairman died : খড়দার দু‘বারের বিদয়ী চেয়ারম্যানের মৃত্যু, এলাকায় শোক - বিদয়ী চেয়ারম্যানের তাপস পালের মৃত্যু

খড়দা পৌরসভার দু‘বারের প্রাক্তন চেয়ারম্যান তাপস পালের মৃত্যুতে (khardah ex-municipality chairman died) শোকের ছায়া এলাকা জুড়ে ৷ মৃত্য়ুকালে তার বয়স হয়েছিল 63 বছর ৷ 2010 সালে প্রথমবার খড়দা পৌরসভার চেয়ারম্যান হন তিনি ৷

tapas
tapas
author img

By

Published : Nov 30, 2021, 5:41 PM IST

খড়দা, 30 নভেম্বর : চলে গেলেন খড়দা পৌরসভার দু‘বারের প্রাক্তন চেয়ারম্যান তাপস পাল (khardah ex-municipality chairman died) । মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 63 বছর । মধুমেহ রোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান । পরিবার সূত্রে খবর, তাঁর মধুমেহ, হৃদপিন্ড ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল । মঙ্গলবার ভোররাতে শ্বাসকষ্ট শুরু হওয়ায় 4:20 নাগাদ খড়দহ স্টেশন রোডে বেসরকারি সঞ্জীবনী নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে । সকাল 7:15 নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তাপসবাবু । তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত পরিবার থেকে এলাকাবাসী সকলেই ।

পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে তাপসবাবুর (Tapas pal)। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে খড়দহ ও তার আশেপাশে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে । রাজনৈতিক জীবনের প্রথম পর্বে কংগ্রেস ও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি । 2010 সালে বাম জমানার শেষ দিকে তৃণমূলের হয়ে সিপিএমের হাত থেকে খড়দহ পুরসভা ছিনিয়ে নিয়ে প্রথমবার চেয়ারম্যান হিসাবে শপথ নেন তিনি । এরপর তৃণমূল সরকারের আমলে 2015 সালে ফের বিজয়ী হয়ে দ্বিতীয় বারের জন্য চেয়ারম্যান হন ।

এলাকায় তাঁর অনুগামীর সংখ্যা রীতিমত চোখে পড়ার মতো । গত বিধানসভা নির্বাচনে অমিত মিত্রের বদলে প্রার্থী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল তাপসবাবুর । এহেন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে খড়দা পৌরসভার অধিকাংশ কাজকর্ম স্থগিত রাখা হয়েছে । শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে খড়দা তৃণমূল কংগ্রেসের তরফেও।

খড়দা, 30 নভেম্বর : চলে গেলেন খড়দা পৌরসভার দু‘বারের প্রাক্তন চেয়ারম্যান তাপস পাল (khardah ex-municipality chairman died) । মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 63 বছর । মধুমেহ রোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান । পরিবার সূত্রে খবর, তাঁর মধুমেহ, হৃদপিন্ড ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল । মঙ্গলবার ভোররাতে শ্বাসকষ্ট শুরু হওয়ায় 4:20 নাগাদ খড়দহ স্টেশন রোডে বেসরকারি সঞ্জীবনী নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে । সকাল 7:15 নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তাপসবাবু । তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত পরিবার থেকে এলাকাবাসী সকলেই ।

পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে তাপসবাবুর (Tapas pal)। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে খড়দহ ও তার আশেপাশে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে । রাজনৈতিক জীবনের প্রথম পর্বে কংগ্রেস ও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি । 2010 সালে বাম জমানার শেষ দিকে তৃণমূলের হয়ে সিপিএমের হাত থেকে খড়দহ পুরসভা ছিনিয়ে নিয়ে প্রথমবার চেয়ারম্যান হিসাবে শপথ নেন তিনি । এরপর তৃণমূল সরকারের আমলে 2015 সালে ফের বিজয়ী হয়ে দ্বিতীয় বারের জন্য চেয়ারম্যান হন ।

এলাকায় তাঁর অনুগামীর সংখ্যা রীতিমত চোখে পড়ার মতো । গত বিধানসভা নির্বাচনে অমিত মিত্রের বদলে প্রার্থী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল তাপসবাবুর । এহেন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে খড়দা পৌরসভার অধিকাংশ কাজকর্ম স্থগিত রাখা হয়েছে । শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে খড়দা তৃণমূল কংগ্রেসের তরফেও।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.