ETV Bharat / state

আইনজীবী বিপ্লবকে ফিরিয়ে আনতে হবে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অনুপমের মা - manua majumder

অনুপম হত্যা মামলায় আইনজীবী বিপ্লবকে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অনুপমের মা।

কল্পনা সিংহ
author img

By

Published : Mar 29, 2019, 3:28 PM IST

Updated : Mar 29, 2019, 3:33 PM IST

বারাসত, 29 মার্চ : পরিকল্পনা করেই অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এর জন্য অভিযুক্তের পক্ষ থেকে প্রচুর টাকাও খরচ করা হয়েছে। সরকারি আইনজীবী বিপ্লব রায়কে মামলা থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে এই অভিযোগ করলেন অনুপম সিংহের মা কল্পনা সিংহ। সরকারি আইনজীবী বিপ্লব রায়কে ফিরিয়ে আনানোর দাবিতে গতকাল সকালে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনেক আগে থেকেই সরকারি এই আইনজীবীকে সরানোর পরিকল্পনা চলছিল। এজন্য ওরা(অভিযুক্ত পক্ষ) প্রচুর টাকাও খরচ করেছে।"

বারাসতে বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিংহের মৃত্যু মামলা বেশ কয়েকদিন ধরে চলছে। BJP-র এক মহিলা কর্মীর স্বামীর হয়ে মামলা লড়ার জন্য বিপ্লববাবুকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। এক্ষেত্রে মামলায় প্রভাব পড়তে পারে বলেও মনে করেছেন। এবিষয়ে কল্পনা সিংহকে প্রশ্ন করা হলে তিনি মনে করেন, "মামলায় প্রভাব পড়ার তো আশঙ্কা রয়েছে। এর আগে ওরা(মনুয়া ও তার প্রেমিক অজিত)জামিন পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। প্রতিবারই সরকারি আইনজীবী বিপ্লব রায়ের বিরোধিতায় সেই জামিনের আবেদন নাকচ হয়েছে। ওঁকে সরিয়ে দেওয়ায় এবার মনুয়া জামিন পেয়ে যেতে পারে। আর নাহলে ওর শাস্তিও লাঘব হতে পারে।"

মামলায় বিপ্লববাবুর হস্তক্ষেপ কেন চান? এবিষয়ে কল্পনা বলেন, "উনি প্রথম থেকেই এই মামলার সঙ্গে জড়িত। ওঁর প্রতি আমাদের আস্থা রয়েছে।" অন্যদিকে, গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ায় মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসাররা তাঁদের আবেদন বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে।

ভিডিয়োয় শুনুন কল্পনা সিংহের বক্তব্য

প্রসঙ্গত, মঙ্গলবার আচমকাই চিঠি দিয়ে অনুপম হত্যা মামলা থেকে সরিয়ে দেওয়া হয় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে। সরকারি আইনজীবীদের প্যানেল থেকেও বাদ দেওয়া হয় তাঁর নাম। বিষয়টি প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু হয়েছে আইনজীবী মহলে। ক্ষোভ তৈরি হয়েছে অনুপমের পরিবারের মধ্যেও। গতকাল মুখ্যমন্ত্রীর দপ্তরে দেখা করার পাশাপাশি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গেও দেখা করেন অনুপমের মা কল্পনা সিংহ।

বারাসত, 29 মার্চ : পরিকল্পনা করেই অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এর জন্য অভিযুক্তের পক্ষ থেকে প্রচুর টাকাও খরচ করা হয়েছে। সরকারি আইনজীবী বিপ্লব রায়কে মামলা থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে এই অভিযোগ করলেন অনুপম সিংহের মা কল্পনা সিংহ। সরকারি আইনজীবী বিপ্লব রায়কে ফিরিয়ে আনানোর দাবিতে গতকাল সকালে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনেক আগে থেকেই সরকারি এই আইনজীবীকে সরানোর পরিকল্পনা চলছিল। এজন্য ওরা(অভিযুক্ত পক্ষ) প্রচুর টাকাও খরচ করেছে।"

বারাসতে বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিংহের মৃত্যু মামলা বেশ কয়েকদিন ধরে চলছে। BJP-র এক মহিলা কর্মীর স্বামীর হয়ে মামলা লড়ার জন্য বিপ্লববাবুকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। এক্ষেত্রে মামলায় প্রভাব পড়তে পারে বলেও মনে করেছেন। এবিষয়ে কল্পনা সিংহকে প্রশ্ন করা হলে তিনি মনে করেন, "মামলায় প্রভাব পড়ার তো আশঙ্কা রয়েছে। এর আগে ওরা(মনুয়া ও তার প্রেমিক অজিত)জামিন পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। প্রতিবারই সরকারি আইনজীবী বিপ্লব রায়ের বিরোধিতায় সেই জামিনের আবেদন নাকচ হয়েছে। ওঁকে সরিয়ে দেওয়ায় এবার মনুয়া জামিন পেয়ে যেতে পারে। আর নাহলে ওর শাস্তিও লাঘব হতে পারে।"

মামলায় বিপ্লববাবুর হস্তক্ষেপ কেন চান? এবিষয়ে কল্পনা বলেন, "উনি প্রথম থেকেই এই মামলার সঙ্গে জড়িত। ওঁর প্রতি আমাদের আস্থা রয়েছে।" অন্যদিকে, গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ায় মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসাররা তাঁদের আবেদন বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে।

ভিডিয়োয় শুনুন কল্পনা সিংহের বক্তব্য

প্রসঙ্গত, মঙ্গলবার আচমকাই চিঠি দিয়ে অনুপম হত্যা মামলা থেকে সরিয়ে দেওয়া হয় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে। সরকারি আইনজীবীদের প্যানেল থেকেও বাদ দেওয়া হয় তাঁর নাম। বিষয়টি প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু হয়েছে আইনজীবী মহলে। ক্ষোভ তৈরি হয়েছে অনুপমের পরিবারের মধ্যেও। গতকাল মুখ্যমন্ত্রীর দপ্তরে দেখা করার পাশাপাশি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গেও দেখা করেন অনুপমের মা কল্পনা সিংহ।

রাজুবিশ্বাস,বারাসতঃ-পরিকল্পনা করেই অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে সরিয়ে দেওয়া হয়েছে৷এরজন্য অভিযুক্ত পক্ষ প্রচুর টাকাও খরচ করেছেন৷সরকারি আইনজীবীকে মামলা থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অনুপমের মা কল্পনা সিংহ৷গুরুত্বপূন' অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে পুনরায় নিয়োগ করতে আজ সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান কল্পনা দেবী৷তাঁর সঙ্গে ছিলেন অনুপমের বাল্যবন্ধু কৃশানু ঘোষ দস্তিদার৷সেখানে বেশকিছুক্ষন মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসারদের সঙ্গে কথা বলেন তাঁরা৷এরপর,বাইরে বেরনোর পর কল্পনা দেবীকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,অনেক আগে থেকেই সরকারি আইনজীবীকে সরানোর পরিকল্পনা চলছিল৷এজন্য ওরা(অভিযুক্ত পক্ষ)প্রচুর টাকাও খরচ করেছে৷সরকারি আইনজীবীকে সরানোর ফলে মামলায় কোনও প্রভাব পড়বে কিনা,সেবিষয়ে প্রশ্ন করা হলে অনুপমের মা কল্পনা সিংহ বলেন,মামলায় প্রভাব পড়ার তো আশঙ্কা রয়েছে৷এতে কি মনুয়ার জামিন পাওয়া সহজ হবে বলে কি আপনি মনে করছেন?এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,এর আগে ওরা(মনুয়া ও তার প্রেমিক অজিত)জামিন পাওয়ার আপ্রান চেষ্টা করেছে৷প্রতিবারই সরকারি আইনজীবী বিপ্লব রায়ের বিরোধীতায় সেই জামিনের আবেদন নাকচ হয়েছে৷ওনাকে(বিপ্লব রায়)সরিয়ে দেওয়ায় এবার মনুয়া জামিন পেয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছি আমরা৷তার শাস্তিও লাঘব হতে পারে বলে মনে করছেন কল্পনা দেবী৷তাঁর অভিযোগ,প্রভাব খাটিয়েই সরকারি আইনজীবী বিপ্লব রায়কে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷তাকে পুনরায় মামলায় নিয়োগ করা হোক,এটাই আমরা চাই৷কারন,উনি(বিপ্লব রায়)প্রথম থেকেই এই মামলার সঙ্গে জড়িত৷ওনার প্রতি আমাদের আস্থা রয়েছে৷মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আপনি কি বলবেন?সেখান থেকে কি আপনাকে কোনও আশ্বাস দেওয়া হল?এই প্রশ্নের জবাবে কল্পনা দেবী জানান,অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী যেভাবে নিষ্ঠার সঙ্গে প্রতিমুহূর্তে দায়িত্ব সামলেছেন,সেই কথা তুলে ধরার পাশাপাশি তাকে মামলায় পুনরায় যুক্ত করার আবেদনও জানানো হয়েছে৷মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসাররা আমাদের আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন৷আমাদের বিষয়টি লিখিতভাবে জানানোর পরামর্শ দেন ওনারা৷সেই মতো বিষয়টি লিখিতভাবে জানিয়েছি আমরা৷প্রসঙ্গত,মঙ্গলবার আচমকাই চিঠি দিয়ে অনুপম হত্যা মামলা থেকে সরিয়ে দেওয়া হয় সরকারি আইনজীবী বিপ্লব রায়৷সরকারি আইনজীবীদের প্যানেল থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁর নাম৷বিষয়টি প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু হয়েছে আইনজীবী মহলে৷ক্ষোভ তৈরী হয়েছে অনুপমের পরিবারের মধ্যেও৷এরপরই, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আজ কালীঘাটের বাড়িতে যান অনুপমের মা কল্পনা সিংহ ও বাল্যবন্ধু কৃশানু ঘোষ দস্তিদার৷
Last Updated : Mar 29, 2019, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.