ব্যারাকপুর , 5 অক্টোবর : টিটাগড়ের দলীয় নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় ফের CBI তদন্ত চাইলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । আজ সকালে তিনি নিহত মণীশের বাড়িতে যান । সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় । তাঁরা নিহত নেতার পরিবারের সঙ্গে কথা বলেন । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বলেন , "মণীশ খুনে পুলিশের ভূমিকা সন্দেহজনক । ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা ও ডেপুটি কমিশনার অজয় ঠাকুরের ভূমিকা ভীষণ সন্দেহজনক । আমরা ঘটনার CBI তদন্ত চাই । "
রবিবার রাতে টিটাগড় থানার পাশে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় বাইক আরোহী একদল দুষ্কৃতী মণীশ শুক্লাকে গুলি করে । পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে BJP-র পক্ষ থেকে সোমবার 12 ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দেওয়া হয় । পাশাপাশি আজ সকালে নিহত মণীশের বাড়িতে পৌঁছান BJP-র কেন্দ্রীয় প্রতিনিধিদল । সেই দলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় । তিনি নিহত মণীশের পরিবারের সঙ্গে কথা বলেন । সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও কথা বলেন । সকলেই পুলিশের বিরুদ্ধে কৈলাসের কাছে ক্ষোভ উগরে দেন ।
আরও পড়ুন , টিটাগড়ে BJP নেতাকে গুলি করে খুন, আজ 12 ঘণ্টার ব্যারাকপুর বনধ
পরে সাংবাদিকদের তিনি বলেন , "মণীশের খুন কোনও সাধারণ হত্যাকাণ্ডের ঘটনা নয় । এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে । পুলিশ কমিশনার মনোজ বর্মা ও ডেপুটি কমিশনার অজয় ঠাকুরের ভূমিকা ভীষণ সন্দেহজনক । রাজ্য পুলিশের উপর আমাদের কোনও বিশ্বাস নেই । আমরা CBI বা কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে ঘটনার তদন্ত চাই । সেই তদন্তে পুলিশের ভূমিকাও দেখা হোক ।"
আরও পড়ুন , টিটাগড়ে BJP নেতা খুনে CBI তদন্ত দাবি বিজয়বর্গীয়র
এরপর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কৈলাস বলেন , "এটা কোনও সামান্য হত্যাকাণ্ড নয় । স্টেনগান নিয়ে রাজনৈতিক নেতাদের হত্যা হয়েছে । মমতাজি জনতা আপনাকে ঠিক সাজা দেবে ।"