ETV Bharat / state

মমতা ব্যানার্জি কাটমানি জড়ো করে ভাইপোর কাছে পৌঁছে দিয়েছেন : কৈলাস - abhishek banerjee

কাটমানি ইশু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জিকে কাঠগড়ায় তোলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

কৈলাস বিজয়বর্গীয়
author img

By

Published : Jun 30, 2019, 8:33 PM IST

Updated : Jun 30, 2019, 8:57 PM IST

ব্যারাকপুর, 30 জুন : "যারা কাটমানি খেয়েছে তাদের BJP দলে নেবে না । BJP ভালো ও সৎ লোকেদের দলে নেবে ।" আজ নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির উদ্যোগে একটি সভার আয়োজন করা হয় পলতা শান্তিনগর স্কুলের মাঠে । সেখানে এই মন্তব্য করেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । কাটমানি ইশুতে আজ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করান ।

তাঁর বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের সৎ ইমেজ ধরে রাখতেই দলীয় নেতা-কর্মীদের কাটমানি ফেরতের নির্দেশ দিয়েছেন । কিন্তু কাটমানির টাকা মানুষের কাছ থেকে নিয়ে মমতার ভাইপো অভিষেকের কাছে পৌঁছে দেওয়া হত । তিনি বলেন, "যদি কোনও পঞ্চায়েত প্রধান 50,000 টাকা কাটমানি খেয়ে থাকেন, তবে তার মধ্যে 15,000 টাকা নিজের কাছে রেখে বাকিটা অভিষেক ব্যানার্জির কাছে পাঠিয়ে দিতেন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কৈলাসের প্রশ্ন, "দিদি অভিষেক আপনার কে হয় ? অভিষেকের কাছে পয়সা যাচ্ছে মানে কার কাছে যাচ্ছে ? মমতা ব্যানার্জির ঘরে যাচ্ছে কি যাচ্ছে না ? মমতা ব্যানার্জি সারা রাজ্য থেকে কাটমানি জড়ো করে নিজের ভাইপোর কাছে সব পৌঁছে দিয়েছেন । আর এখন গ্রামে গ্রামে যারা কাটমানি নিয়েছে মানুষ তাদের বিরক্ত করছে । আর তারা এখন BJP-তে আসার চেষ্টা করছে । কিন্তু যারা কাটমানি খেয়েছে তাদের BJP দলে নেবে না । BJP ভালো ও সৎ লোকেদের নেবে ।"

ব্যারাকপুর, 30 জুন : "যারা কাটমানি খেয়েছে তাদের BJP দলে নেবে না । BJP ভালো ও সৎ লোকেদের দলে নেবে ।" আজ নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির উদ্যোগে একটি সভার আয়োজন করা হয় পলতা শান্তিনগর স্কুলের মাঠে । সেখানে এই মন্তব্য করেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । কাটমানি ইশুতে আজ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করান ।

তাঁর বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের সৎ ইমেজ ধরে রাখতেই দলীয় নেতা-কর্মীদের কাটমানি ফেরতের নির্দেশ দিয়েছেন । কিন্তু কাটমানির টাকা মানুষের কাছ থেকে নিয়ে মমতার ভাইপো অভিষেকের কাছে পৌঁছে দেওয়া হত । তিনি বলেন, "যদি কোনও পঞ্চায়েত প্রধান 50,000 টাকা কাটমানি খেয়ে থাকেন, তবে তার মধ্যে 15,000 টাকা নিজের কাছে রেখে বাকিটা অভিষেক ব্যানার্জির কাছে পাঠিয়ে দিতেন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কৈলাসের প্রশ্ন, "দিদি অভিষেক আপনার কে হয় ? অভিষেকের কাছে পয়সা যাচ্ছে মানে কার কাছে যাচ্ছে ? মমতা ব্যানার্জির ঘরে যাচ্ছে কি যাচ্ছে না ? মমতা ব্যানার্জি সারা রাজ্য থেকে কাটমানি জড়ো করে নিজের ভাইপোর কাছে সব পৌঁছে দিয়েছেন । আর এখন গ্রামে গ্রামে যারা কাটমানি নিয়েছে মানুষ তাদের বিরক্ত করছে । আর তারা এখন BJP-তে আসার চেষ্টা করছে । কিন্তু যারা কাটমানি খেয়েছে তাদের BJP দলে নেবে না । BJP ভালো ও সৎ লোকেদের নেবে ।"

sample description
Last Updated : Jun 30, 2019, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.