ETV Bharat / state

Jyotipriya Mallick slams Arjun Singh: রাজ্যপালের পাশে ‘পেশাদার খুনি’ অর্জুন সিং ! মঞ্চে না উঠে প্রতিবাদ জ্যোতিপ্রিয়র

রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar news)-এর পাশে বসে ‘পেশাদার খুনি’ অর্জুন সিং ৷ এই অভিযোগে গান্ধিজির প্রয়াণ দিবসের মঞ্চেই থাকলেন না বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick slams Arjun Singh) ৷

Jyotipriya Mallick leaves podium at Mahatma Gandhi's death anniversary function in protest against presence of Arjun Singh
রাজ্যপালের পাশে পেশাদার খুনি অর্জুন সিং ! মঞ্চে না উঠে প্রতিবাদ জ্যোতিপ্রিয়র
author img

By

Published : Jan 30, 2022, 5:15 PM IST

বারাকপুর, 30 জানুয়ারি: মহাত্মা গান্ধির প্রয়াণ দিবসের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বেনজির সংঘাত শাসক ও বিরোধী দলের ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপি সাংসদ অর্জুন সিং-এর পাশে বসায়, সেই মঞ্চ থাকলেন না বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick slams Arjun Singh) ৷ তাঁর অভিযোগ, অর্জুন সিং একজন পেশাদার খুনি ৷ তাঁর পাশে রাজ্যপাল বসায় প্রতিবাদস্বরূপ সেই মঞ্চ ত্যাগ (Jyotipriya Mallick leaves podium) করেছেন ৷

গান্ধিজির 75তম প্রয়াণ দিবসে (Mahatma Gandhi's death anniversary function) তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বারাকপুর গান্ধি ঘাটে ৷ সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar news) ছাড়াও উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা ।

মঞ্চে রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশেই বসার কথা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ তবে তাঁকে মঞ্চের নিচে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় ৷ এমনকী গান্ধিজির স্মৃতিসৌধে রাজ্যপাল ও অর্জুন সিং-এর সম্মান জানানোর পর, একাই জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে শ্রদ্ধা জানান । কেন তিনি নিচে বসছেন, এই প্রশ্ন করায় রাজ্যপালকে মন্ত্রী বলেন, "আপনার পাশে একজন পেশাদার খুনি বসে রয়েছেন ৷ তারই প্রতিবাদ জানানোর জন্য আমি মঞ্চ ত্যাগ করছি ৷ আমি দর্শকদের সঙ্গে বসছি ৷"

আরও পড়ুন: TMC Leader Murdered : তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে, গ্রেফতার 1

ইছাপুরের ডাকসাইটে তৃণমূল নেতা গোপাল মজুমদারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে ৷ বিজেপি সাংসদ অর্জুন সিং-ই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে অভিযোগ তৃণমূলের ৷ তারই প্রেক্ষিতে গান্ধিজির প্রয়াণ দিবসে প্রতিবাদস্বরূপ অর্জুন সিং-এর সঙ্গে এক মঞ্চে থাকতে চাননি বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

Jyotipriya Mallick leaves podium at Mahatma Gandhi's death anniversary function in protest against presence of Arjun Singh
মঞ্চে অর্জুন

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, "রাজ্যপাল অনুষ্ঠান শেষে আমায় জিজ্ঞেস করেন মঞ্চে না থাকার কারণ কী ? আমি তাঁকে বলি আপনার পাশে প্রফেশনাল কিলার বসে রয়েছে ৷ তাই আমি মঞ্চে থাকিনি ।" এছাড়াও তাঁর অভিযোগ,"বারাকপুরে রাজনৈতিক হিংসা চলছে ৷ এর সব কিছু বিজেপির করানো এবং অর্জুন সিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে । এবার পৌরসভা নির্বাচনে অর্জুন এর জবাব পেয়ে যাবে ।"

আরও পড়ুন: Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের

আজ সকালে অর্জুন সিং আবার পাল্টা তোপ দেগে বলেছিলেন, রাজনৈতিক হিংসা করে মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে তৃণমূল । মিথ্যে মামলায় বিজেপির লোকজনকে ফাঁসানো হচ্ছে । গতকাল ইছাপুরে তৃণমূলের গোপাল মজুমদার খুনের ঘটনায় বিজেপি প্রবীণ নেতা বিজয় মুখোপাধ্যায়কে ফাঁসানো হয়েছে ।

এদিকে, এদিনের অনুষ্ঠানে গিয়ে ফের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

বারাকপুর, 30 জানুয়ারি: মহাত্মা গান্ধির প্রয়াণ দিবসের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বেনজির সংঘাত শাসক ও বিরোধী দলের ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপি সাংসদ অর্জুন সিং-এর পাশে বসায়, সেই মঞ্চ থাকলেন না বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick slams Arjun Singh) ৷ তাঁর অভিযোগ, অর্জুন সিং একজন পেশাদার খুনি ৷ তাঁর পাশে রাজ্যপাল বসায় প্রতিবাদস্বরূপ সেই মঞ্চ ত্যাগ (Jyotipriya Mallick leaves podium) করেছেন ৷

গান্ধিজির 75তম প্রয়াণ দিবসে (Mahatma Gandhi's death anniversary function) তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বারাকপুর গান্ধি ঘাটে ৷ সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar news) ছাড়াও উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা ।

মঞ্চে রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশেই বসার কথা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ তবে তাঁকে মঞ্চের নিচে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় ৷ এমনকী গান্ধিজির স্মৃতিসৌধে রাজ্যপাল ও অর্জুন সিং-এর সম্মান জানানোর পর, একাই জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে শ্রদ্ধা জানান । কেন তিনি নিচে বসছেন, এই প্রশ্ন করায় রাজ্যপালকে মন্ত্রী বলেন, "আপনার পাশে একজন পেশাদার খুনি বসে রয়েছেন ৷ তারই প্রতিবাদ জানানোর জন্য আমি মঞ্চ ত্যাগ করছি ৷ আমি দর্শকদের সঙ্গে বসছি ৷"

আরও পড়ুন: TMC Leader Murdered : তৃণমূলের ডাকসাইটে নেতাকে কুপিয়ে খুন ইছাপুরে, গ্রেফতার 1

ইছাপুরের ডাকসাইটে তৃণমূল নেতা গোপাল মজুমদারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে ৷ বিজেপি সাংসদ অর্জুন সিং-ই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে অভিযোগ তৃণমূলের ৷ তারই প্রেক্ষিতে গান্ধিজির প্রয়াণ দিবসে প্রতিবাদস্বরূপ অর্জুন সিং-এর সঙ্গে এক মঞ্চে থাকতে চাননি বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

Jyotipriya Mallick leaves podium at Mahatma Gandhi's death anniversary function in protest against presence of Arjun Singh
মঞ্চে অর্জুন

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, "রাজ্যপাল অনুষ্ঠান শেষে আমায় জিজ্ঞেস করেন মঞ্চে না থাকার কারণ কী ? আমি তাঁকে বলি আপনার পাশে প্রফেশনাল কিলার বসে রয়েছে ৷ তাই আমি মঞ্চে থাকিনি ।" এছাড়াও তাঁর অভিযোগ,"বারাকপুরে রাজনৈতিক হিংসা চলছে ৷ এর সব কিছু বিজেপির করানো এবং অর্জুন সিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে । এবার পৌরসভা নির্বাচনে অর্জুন এর জবাব পেয়ে যাবে ।"

আরও পড়ুন: Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের

আজ সকালে অর্জুন সিং আবার পাল্টা তোপ দেগে বলেছিলেন, রাজনৈতিক হিংসা করে মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে তৃণমূল । মিথ্যে মামলায় বিজেপির লোকজনকে ফাঁসানো হচ্ছে । গতকাল ইছাপুরে তৃণমূলের গোপাল মজুমদার খুনের ঘটনায় বিজেপি প্রবীণ নেতা বিজয় মুখোপাধ্যায়কে ফাঁসানো হয়েছে ।

এদিকে, এদিনের অনুষ্ঠানে গিয়ে ফের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.