ETV Bharat / state

‘অশিক্ষিত’ দিলীপ ঘোষের মুখে লিউকোপ্লাস্ট লাগানোর পরামর্শ জ্যোতিপ্রিয় মল্লিকের - বেলঘরিয়ার গুলিকাণ্ড

এদিন মধ্যমগ্রামে জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় তৃণমূলের তরফে । সেখানেই দিলীপ ঘোষের দাবি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি পাল্টা তাঁকে ‘পাগল’, ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেন । সেই সঙ্গে তার সুচিকিৎসার পরামর্শও দেন বনমন্ত্রী । বেলঘরিয়ার গুলিকাণ্ডে রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জ্যোতিপ্রিয়র ।

দিলীপ ঘোষের মুখে লিউকোপ্লাস লাগানোর পরামর্শ দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক
দিলীপ ঘোষের মুখে লিউকোপ্লাস লাগানোর পরামর্শ দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jul 4, 2021, 9:10 PM IST

মধ্যমগ্রাম ৪ জুলাই : মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতিকে নিশানা করলেন রাজ্যের বনমন্ত্রী ও উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । এদিন তিনি বলেন, ‘‘দিলীপ ঘোষ মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুন । উনি যত কম কথা বলেন তত ভাল ৷ একজন অশিক্ষিত । সংবিধান সম্পর্কে কোনও জ্ঞান নেই ।’’

এদিন মধ্যমগ্রামে জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় তৃণমূলের তরফে । সেখানেই দিলীপ ঘোষের দাবি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি পাল্টা তাকে পাগল বলে কটাক্ষ করেন । সেই সঙ্গে তার সুচিকিৎসার পরামর্শও দেন বনমন্ত্রী । বেলঘরিয়ার গুলিকাণ্ডে রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জ্যোতিপ্রিয় ।

নির্বাচনে হেরে যাওয়ার পরও কি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে বসেন, তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তিনি । এদিন তারই জবাব দিতে গিয়ে পাল্টা দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী ও তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

পাগল, অশিক্ষিত কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় মল্লিক

আরও পড়ুন...সেঞ্চুরি ছুঁইছুঁই জ্বালানির দাম, তৃণমূল-বিজেপির কাদা ছোড়াছুড়ি

তিনি বলেন, "দিলীপ ঘোষ যতদিন থাকবেন ততদিন তৃণমূলের ভাল । পরিসংখ্যান ছাড়াই উনি কথাবার্তা বলেন । সংবিধানটা আগে ভালো করে জানুন ৷ না জেনেই শুধু আলটপকা মন্তব্য করেন ৷" এরপরই কটাক্ষের সুরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সংবিধানের জ্ঞানের জন্য অবশ্য পড়াশোনা করতে হয়! দু'লাইন ইংরেজি শিখতে হয় । যেটা দিলীপ ঘোষের মধ্যে নেই ।’’

তাঁর কথায়, ‘‘দিলীপ ঘোষের অসংলগ্ন কথাবার্তা বাংলার মানুষ ভালভাবে মেনে নিতে পারছেন না । ওদের দলের লোকেদেরই উচিত দিলীপ ঘোষের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া । যাতে উনি আজেবাজে মন্তব্য করতে না পারেন ৷" বাংলার মঙ্গলের জন্য অবিলম্বে দিলীপ ঘোষের পাগলামির চিকিৎসা হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি ।

বিজেপি বিধানসভায় কিভাবে শাসকদলের মোকাবিলা করবে, নির্বাচিত বিধায়করা কিভাবে প্রশ্নোত্তর পর্ব সামলাবে, সেদিকে গেরুয়া শিবিরকে বেশি মনোনিবেশ করার উপদেশ দিয়েছেন বনমন্ত্রী ।

আরও পড়ুন... তুষার মেহতা-শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্ক, চাপ বাড়াচ্ছে তৃণমূল

বেলঘরিয়া তৃণমূল পার্টি অফিসে গুলি চলার পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।

এই বিষয়ে জ্যোতিপ্রিয় বলেন,"রাজ্যে ক্ষমতায় আসতে না পেরে বিজেপি বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে । বেলঘরিয়ার ঘটনা তার ব্যতিক্রম নয়।পুলিশকে বলা হয়েছে নিরপেক্ষভাবে তদন্ত করতে । ঘটনার পিছনে কোনও রাজনৈতিক রং দেখা হবে না । দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে । ’’

আরও পড়ুন...রাফাল ইস্যুতে ফের কংগ্রেস-বিজেপি’র বাকযুদ্ধ

তৃণমূলে এক ব্যাক্তি, এক পদ নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন প্রশ্ন করা হলে তিনি এটি দলের আভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছেন ।

মধ্যমগ্রাম ৪ জুলাই : মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতিকে নিশানা করলেন রাজ্যের বনমন্ত্রী ও উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । এদিন তিনি বলেন, ‘‘দিলীপ ঘোষ মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুন । উনি যত কম কথা বলেন তত ভাল ৷ একজন অশিক্ষিত । সংবিধান সম্পর্কে কোনও জ্ঞান নেই ।’’

এদিন মধ্যমগ্রামে জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় তৃণমূলের তরফে । সেখানেই দিলীপ ঘোষের দাবি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি পাল্টা তাকে পাগল বলে কটাক্ষ করেন । সেই সঙ্গে তার সুচিকিৎসার পরামর্শও দেন বনমন্ত্রী । বেলঘরিয়ার গুলিকাণ্ডে রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জ্যোতিপ্রিয় ।

নির্বাচনে হেরে যাওয়ার পরও কি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে বসেন, তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তিনি । এদিন তারই জবাব দিতে গিয়ে পাল্টা দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী ও তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

পাগল, অশিক্ষিত কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় মল্লিক

আরও পড়ুন...সেঞ্চুরি ছুঁইছুঁই জ্বালানির দাম, তৃণমূল-বিজেপির কাদা ছোড়াছুড়ি

তিনি বলেন, "দিলীপ ঘোষ যতদিন থাকবেন ততদিন তৃণমূলের ভাল । পরিসংখ্যান ছাড়াই উনি কথাবার্তা বলেন । সংবিধানটা আগে ভালো করে জানুন ৷ না জেনেই শুধু আলটপকা মন্তব্য করেন ৷" এরপরই কটাক্ষের সুরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সংবিধানের জ্ঞানের জন্য অবশ্য পড়াশোনা করতে হয়! দু'লাইন ইংরেজি শিখতে হয় । যেটা দিলীপ ঘোষের মধ্যে নেই ।’’

তাঁর কথায়, ‘‘দিলীপ ঘোষের অসংলগ্ন কথাবার্তা বাংলার মানুষ ভালভাবে মেনে নিতে পারছেন না । ওদের দলের লোকেদেরই উচিত দিলীপ ঘোষের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া । যাতে উনি আজেবাজে মন্তব্য করতে না পারেন ৷" বাংলার মঙ্গলের জন্য অবিলম্বে দিলীপ ঘোষের পাগলামির চিকিৎসা হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি ।

বিজেপি বিধানসভায় কিভাবে শাসকদলের মোকাবিলা করবে, নির্বাচিত বিধায়করা কিভাবে প্রশ্নোত্তর পর্ব সামলাবে, সেদিকে গেরুয়া শিবিরকে বেশি মনোনিবেশ করার উপদেশ দিয়েছেন বনমন্ত্রী ।

আরও পড়ুন... তুষার মেহতা-শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্ক, চাপ বাড়াচ্ছে তৃণমূল

বেলঘরিয়া তৃণমূল পার্টি অফিসে গুলি চলার পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।

এই বিষয়ে জ্যোতিপ্রিয় বলেন,"রাজ্যে ক্ষমতায় আসতে না পেরে বিজেপি বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে । বেলঘরিয়ার ঘটনা তার ব্যতিক্রম নয়।পুলিশকে বলা হয়েছে নিরপেক্ষভাবে তদন্ত করতে । ঘটনার পিছনে কোনও রাজনৈতিক রং দেখা হবে না । দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে । ’’

আরও পড়ুন...রাফাল ইস্যুতে ফের কংগ্রেস-বিজেপি’র বাকযুদ্ধ

তৃণমূলে এক ব্যাক্তি, এক পদ নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন প্রশ্ন করা হলে তিনি এটি দলের আভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.