বিধাননগর, 8 মে: আইটি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বিধাননগরে । রবিবার বিকেল পাঁচটা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ শুনে বেরিয়ে স্থানীয়রা দেখেন আবাসনের পিছন দিকে পড়ে রয়েছে ওই আইটি কর্মীর দেহ। ওই আবাসনেই থাকতেন মৃত তথ্যপ্রযুক্তি কর্মী । তবে ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি ৷ তদন্তে নেমেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ।
বিহারের বাসিন্দা ওই আইটি কর্মীর নাম সৌরভ সুমন (30)৷ বেশ কয়েকবছর ধরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার অন্তর্গত মহিষবাথানের এই আবাসনে ভাড়া থাকতেন তিনি ৷ রবিবার দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় । পুলিশ এসে ওই যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তবে যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । মানসিক অবসাদ না অন্য কোনও রহস্য রয়েছে এই মৃত্যুর পিছনে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে ৷ কর্মক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রয়োজনে সৌরভের অফিসে গিয়ে সহকর্মীদের সঙ্গেও কথা বলা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷
প্রায়শই খবরে উঠে আসে আইটি কর্মীর দেহ উদ্ধারের ঘটনা ৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা আত্মহত্যার ঘটনা বলেই জানা যায় ৷ এর আগে 27 এপ্রিল টেকনো সিটির এক অভিজাত আবাসনের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর চৌত্রিশের এক যুবক ৷ এই ঘটনাগুলি পর্যালোচনা করে দেখলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক অবসাদ বা ব্যক্তিগত সম্পর্ক, প্রেমঘটিত কারণ কিংবা কর্মক্ষেত্রে কোনও সমস্যা, এই জাতীয় তত্ত্ব ছাড়া পুলিশি তদন্তে আর সেরকম কোনও কিছু গুরুতর কারণ দেখা যায় না ৷ এক্ষেত্রেও বিষয়টা প্রায় একইরকম ৷
আরও পড়ুন : লিচু গাছ থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার