ETV Bharat / state

রাস্তায় বেরিয়ে থাকা লোহার রড গাড়ি ভেদ করে ঢুকল চালকের পেটে - দত্তপুকুরের শুঁড়িপুকুরে পথদুর্ঘটনা

শুক্রবার সন্ধ্যায় দত্তপুকুরের শুঁড়িপুকুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পর‌ জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । বেশ কিছুক্ষণ 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ‌ করে তারা ।

দেখুন
author img

By

Published : Nov 16, 2019, 11:13 AM IST

Updated : Nov 16, 2019, 12:44 PM IST

দত্তপুকুর, 16 নভেম্বর : 34 নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের বেরিয়ে থাকা লোহার রড গাড়ি ভেদ করে ঢুকে গেল চালকের পেটে । আশঙ্কাজনক অবস্থায় চালককে প্রথমে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে । পরে, অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

শুক্রবার সন্ধ্যায় দত্তপুকুরের শুঁড়িপুকুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পর‌ জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । বেশ কিছুক্ষণ 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ‌ করে তারা ।

সুষ্ঠ ভাবে যান চলাচলের জন্য 34 নম্বর জাতীয় সড়কে সম্প্রসারণের কাজ চলছে । রাস্তার দু'দিকে ডিভাইডেশনের কাজ চলছে । ডিভাইডার তৈরির জন্য ব্যবহৃত লোহার রড় উন্মুক্ত হয়ে রয়েছে । সেখানে কোন‌ও রকম সতর্ক বার্তা লেখা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের ।

শুক্রবার সন্ধেবেলা রানাঘাটের এক পরিবার দমদম এয়ারপোর্ট থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিল । শুঁড়িপুকুরের কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। । গাড়িটি রাস্তার ডিভাইডারের বেরিয়ে থাকা লোহার রডে ধাক্কা মারে। সেই রড গাড়ি ভেদ করে চালকের পেটে ঢুকে যায় । গাড়ির মধ্যে আটকে পড়ে বাকি যাত্রীরাও । স্থানীয় লোকজন গাড়ির মধ্যে থেকে সবাইকে উদ্ধার করে। আহতকে পাঠানো হয় বারাসত হাসপাতাল ।

দেখুন ভিডিয়ো...

স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কে । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । রাস্তা সম্প্রসারণের কাজ খুব ধীরগতিতে হচ্ছে । এছাড়াও যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ট্র্যাফিক পুলিশের গাফিলতি নিয়েও সরব হয়েছে তারা ।

এদিকে, দুর্ঘটনার পর‌ই স্থানীয় বাসিন্দারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । তারা দাবি করে ,জখম চালকের চিকিৎসার খরচ দিতে হবে প্রশাসনকে । পরে,পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

দত্তপুকুর, 16 নভেম্বর : 34 নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের বেরিয়ে থাকা লোহার রড গাড়ি ভেদ করে ঢুকে গেল চালকের পেটে । আশঙ্কাজনক অবস্থায় চালককে প্রথমে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে । পরে, অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

শুক্রবার সন্ধ্যায় দত্তপুকুরের শুঁড়িপুকুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পর‌ জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । বেশ কিছুক্ষণ 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ‌ করে তারা ।

সুষ্ঠ ভাবে যান চলাচলের জন্য 34 নম্বর জাতীয় সড়কে সম্প্রসারণের কাজ চলছে । রাস্তার দু'দিকে ডিভাইডেশনের কাজ চলছে । ডিভাইডার তৈরির জন্য ব্যবহৃত লোহার রড় উন্মুক্ত হয়ে রয়েছে । সেখানে কোন‌ও রকম সতর্ক বার্তা লেখা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের ।

শুক্রবার সন্ধেবেলা রানাঘাটের এক পরিবার দমদম এয়ারপোর্ট থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিল । শুঁড়িপুকুরের কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। । গাড়িটি রাস্তার ডিভাইডারের বেরিয়ে থাকা লোহার রডে ধাক্কা মারে। সেই রড গাড়ি ভেদ করে চালকের পেটে ঢুকে যায় । গাড়ির মধ্যে আটকে পড়ে বাকি যাত্রীরাও । স্থানীয় লোকজন গাড়ির মধ্যে থেকে সবাইকে উদ্ধার করে। আহতকে পাঠানো হয় বারাসত হাসপাতাল ।

দেখুন ভিডিয়ো...

স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কে । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । রাস্তা সম্প্রসারণের কাজ খুব ধীরগতিতে হচ্ছে । এছাড়াও যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ট্র্যাফিক পুলিশের গাফিলতি নিয়েও সরব হয়েছে তারা ।

এদিকে, দুর্ঘটনার পর‌ই স্থানীয় বাসিন্দারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । তারা দাবি করে ,জখম চালকের চিকিৎসার খরচ দিতে হবে প্রশাসনকে । পরে,পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

Intro:জাতীয় সড়কের রাস্তা মেরামতে বেরিয়ে থাকা লোহার রড গাড়ি ভেদ করে ঢুকে গেল চালকের পেটে! লোহার রডে এফোঁড় ওফোঁড় হয়ে যায় তাঁর শরীর! আশঙ্কাজনক অবস্থায় চালককে এলাকার লোকজন‌ই উদ্ধার করে প্রথমে নিয়ে যায় বারাসত হাসপাতালে!পরে, অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে!ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দত্তপুকুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের শুঁড়িপুকুর এলাকায়! ঘটনার পর‌ই জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা! শুরু হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ‌ও!পরে, পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘন্টা পর অবরোধ ওঠে!Body:রাজু বিশ্বাস,বারাসত:-জাতীয় সড়কের ডিভাইডেশনে বেরিয়ে থাকা লোহার রড গাড়ি ভেদ করে ঢুকে গেল চালকের পেটে!লোহার রডে এফোঁড় ওফোঁড় হয়ে যায় তাঁর শরীর!আশঙ্কাজনক অবস্থায় এলাকার লোকজন‌ই তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় বারাসত হাসপাতালে!পরে,আহত চালককে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে!ঘটনাটি দত্তপুকুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের শুঁড়িপুকুরের!ঘটনার পর‌ই জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা!তাঁরা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৩৪ নম্বর জাতীয় সড়কের শুঁড়িপুকুরে! পুলিশ এসে অবরোধ তুলতে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়!পরে,পুলিশি হস্তক্ষেপে প্রায় এক ঘন্টা পর অবরোধ ওঠে!স্থানীয় সূত্রে জানা গেছে,যান চলাচল মসৃন করতে এখন ৩৪ নম্বর জাতীয় সড়কে সম্প্রসারনের কাজ চলছে!রাস্তার দুদিকে ডিভাইডেশনের কাজ চলায় বের করা রয়েছে লোহার বড় বড় রড!সেখানে কোন‌ও রকম "বিপদজনক" শব্দটি লেখা ছিলনা বলেই অভিযোগ!শুক্রবার সন্ধ্যায় রানাঘাটের এক পরিবার এয়ারপোর্ট থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন।শুঁড়িপুকুরের কাছে একটা ট্রাককে ওভারটেক করতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন।মারুতি গাড়িটি সোজা ঢুকে যায় রাস্তার ডিভাইডেশনে বেরিয়ে থাকা লোহার রডে গিয়ে!সেই রড গাড়ি ভেদ করে চালকের পেটে ঢুকে যায়! তাঁর পেট এফোঁড় ওফোঁড় হয়ে যায়!গাড়ির মধ্যে আটকে পড়ে বাকি যাত্রীরাও!এরপর,স্থানীয় লোকজন গাড়ির মধ্যে থেকে সবাইকে উদ্ধার করে!আহতকে পাঠানো হয় বারাসত হাসপাতালে!স্থানীয়দের অভিযোগ" বেহাল রাস্তার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।এর আগেও ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কে!রাস্তা সম্প্রসারনের কাজ চললেও তা ধীরগতিতে হচ্ছে!যান চলাচল নিয়ন্ত্রনের ক্ষেত্রেও ট্রাফিক পুলিশের গাফিলতি রয়েছে"! এদিকে, ঘটনার পর‌ই উত্তেজিত স্থানীয় মানুষজন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।তাদের দাবি,জখম চালকের চিকিৎসার খরচ দিতে হবে প্রশাসনকে।পরে,পুলিশি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে!Conclusion:দুর্ঘটনায় আহত চালকের চিকিৎসার খরচের দাবিতেও এদিন সরব হন স্থানীয়রা! তাঁদের কথায়,"প্রশাসনের সঠিক ভূমিকা না থাকার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে!তাই,আহত চালকের চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে প্রশাসনকে"!পরে, পুলিশ এই দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা!
Last Updated : Nov 16, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.