দত্তপুকুর, 16 নভেম্বর : 34 নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের বেরিয়ে থাকা লোহার রড গাড়ি ভেদ করে ঢুকে গেল চালকের পেটে । আশঙ্কাজনক অবস্থায় চালককে প্রথমে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে । পরে, অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ।
শুক্রবার সন্ধ্যায় দত্তপুকুরের শুঁড়িপুকুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । বেশ কিছুক্ষণ 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে তারা ।
সুষ্ঠ ভাবে যান চলাচলের জন্য 34 নম্বর জাতীয় সড়কে সম্প্রসারণের কাজ চলছে । রাস্তার দু'দিকে ডিভাইডেশনের কাজ চলছে । ডিভাইডার তৈরির জন্য ব্যবহৃত লোহার রড় উন্মুক্ত হয়ে রয়েছে । সেখানে কোনও রকম সতর্ক বার্তা লেখা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের ।
শুক্রবার সন্ধেবেলা রানাঘাটের এক পরিবার দমদম এয়ারপোর্ট থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিল । শুঁড়িপুকুরের কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। । গাড়িটি রাস্তার ডিভাইডারের বেরিয়ে থাকা লোহার রডে ধাক্কা মারে। সেই রড গাড়ি ভেদ করে চালকের পেটে ঢুকে যায় । গাড়ির মধ্যে আটকে পড়ে বাকি যাত্রীরাও । স্থানীয় লোকজন গাড়ির মধ্যে থেকে সবাইকে উদ্ধার করে। আহতকে পাঠানো হয় বারাসত হাসপাতাল ।
স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কে । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । রাস্তা সম্প্রসারণের কাজ খুব ধীরগতিতে হচ্ছে । এছাড়াও যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ট্র্যাফিক পুলিশের গাফিলতি নিয়েও সরব হয়েছে তারা ।
এদিকে, দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । তারা দাবি করে ,জখম চালকের চিকিৎসার খরচ দিতে হবে প্রশাসনকে । পরে,পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় ।