বারাসত, 4 ফেব্রুয়ারি : পোস্ট অফিসে গিয়ে লম্বা লাইন দিয়ে পরিষেবা নেওয়ার দিন শেষ ৷ এবার সাধারণ মানুষের দোরে পৌঁছবে যাবে ডাকঘর ৷ আজ থেকে উত্তর 24 পরগনা জেলায় চালু হয়েছে 'মোবাইল পার্সেল ভ্যান' ৷ ডাকঘর বিভাগ সূত্রে খবর, এই পরিষেবার জন্য গ্রাহকদের আলাদা কোনও খরচ দিতে হবে না ৷ গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে পার্সেল ও পোস্টাল কালেকশন করে তা বারাসতে জেলার মুখ্য ডাকঘরে পৌঁছে দেওয়া হবে ৷ স্থানীয় ভাষায়, 'দুয়ারে ডাক পরিষেবা' ৷
রাজ্য সরকারের প্রকল্পগুলি যাতে সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছয় সেই লক্ষ্যে শুরু হয়েছে 'দুয়ারে সরকার' ৷ জেলায় জেলায় ক্যাম্প করে নাগরিকদের সরকারি প্রকল্পগুলির সুবিধা দিতে তৎপর রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই প্রকল্পটি বেশ জনপ্রিয় হয়েছে ৷ অনেকটা সেই আদলেই ইন্ডিয়া পোস্টের নতুন পরিষেবা 'মোবাইল পার্সেল ভ্যান' ৷ গ্রাহকদের দুয়ারে পৌঁছে যাবে ডাকঘর ৷ ফলে গ্রাহকদের খরচ যেমন বাড়বে তেমনই বয়স্কদের কষ্টও লাঘব হবে ৷ ডাক বিভাগ কর্তৃপক্ষের ধারণা, এতে গ্রাহক পরিষেবা আরও উন্নত হবে ৷
শুক্রবার 'মোবাইল পার্সেল ভ্যান' পরিষেবার উদ্বোধন করেন বারাসত পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট প্রদোত্ত কুমার দাস । জেলা ডাক বিভাগ সূত্রে খবর, বারাসত মুখ্য ডাকঘরের অধীনে প্রায় 79টি সাব পোস্ট অফিস রয়েছে । প্রতিটি পোস্ট অফিস এলাকাতেই এই মোবাইল পার্সেল ভ্যান পরিষেবা চালু হবে আগামীদিনে । পরিষেবা তুলে ধরতে নিয়মিত প্রচার চলবে ডাকঘর বিভাগের তরফে । পরিষেবা পাওয়ার জন্য ফোন, মেইল এবং আবেদনও করতে পারবেন গ্রাহকরা । সেই মতো মোবাইল পার্সেল ভ্যান পৌঁছে যাবে গ্রাহকদের একেবারে দুয়ারে । সেখান থেকে পার্সেল নিয়ে গ্রাহকদের হাতে বুকিং কপি দিয়ে ফের সেই মোবাইল ভ্যান ফিরে আসবে বারাসতে মুখ্য ডাকঘরে ।
আরও পড়ুন : Kolkata Metro : মেট্রোর চলন্ত কোচে এবার বাজবে সচেতনতামূলক বার্তা ও কর্পোরেট জিঙ্গল
এই বিষয়ে বারাসত পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট বলেন, "আপাতত একটি মোবাইল পার্সেল ভ্যান দিয়ে এই পরিষেবা চালু হলেও আগামিদিনে তা বাড়ানোর ভাবনা রয়েছে আমাদের । এই ধরনের উদ্যোগ গোটা রাজ্যে প্রথম । আশা করছি, এতে গ্রাহকদের পরিষেবা আরও ত্বরান্বিত হবে । উপকৃত হবেন তাঁরা ৷"