পেট্রাপোল, 21 ফেব্রুয়ারি : "কাঁটাতার মানি না ৷ দুই বাংলা এক হবে ৷ জার্মানি যদি এক হতে পারে তাহলে দুই বাংলাও এক হবে ৷ " পেট্রাপোলে অমর একুশের মঞ্চে এমনটাই বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ আজ দুই বাংলার ভাষা উৎসবে ছিলেন বাংলাদেশের সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন, বনগাঁর পৌরপ্রধান শংকর আঢ্য - সহ অন্যরা ।
আজ ভাষাদিবসে অমর একুশের মঞ্চে NRC বিরোধী স্লোগানও শোনা যায় ৷ ভাষাদিবসে অমর একুশের মঞ্চে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,, " আমরা কাঁটাতার মানি না ৷ দুই বাংলা আবার এক হবে ৷ দুই জার্মানি যদি এক হতে পারে, দুই বাংলাও এক হবে ৷ " তিনি আরও বলেন, " আমাদের দেশে CAA নিয়ে একটা আইন পাশ হয়েছে । আমাদের দেশে তা নিয়ে আতঙ্ক চলছে । আমরা যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছি, তাঁদের তাড়িয়ে দেবে বলছে । আপনারাও আমাদের পাশে থাকুন । আপনারা আমাদের সঙ্গে চলুন । আমরা ওই আইন মানি না ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই আইন মানেন না ৷ "