ETV Bharat / state

চোখ রাঙিয়ে BJP নেতাকে হুঁশিয়ারি বারাসত থানার IC-র - bjp

বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য BJP নেতাকে ধমকালেন। বললেন, বাঘে ছুলে আঠারো ঘা, পুলিশ ছুঁলে ছত্রিশ। লেঠেল ডাকার সময় রকের ভাষাও শোনা গেল তার মুখে।

bjp
author img

By

Published : May 15, 2019, 12:11 AM IST

বারাসত, 14 মে : পুলিশ তুমি যতই মারো, মাইনে তোমার একশো বারো। বারাসত থানার পুলিশ এদিন মারেনি বটে। তবু দিনের শেষে আক্রান্ত BJP নেতা কথাটা বলতেই পারেন। মার খেয়ে থানায় অভিযোগ জানাতে যাওয়া BJP নেতার সঙ্গে যে ভাষায় কথা বললেন, তা যে কেবল পুলিশই পারে।

ভিডিয়োয় দেখুন

সোমবার রাতে দলের আক্রান্ত নেতারা থানায় রয়েছেন শুনে বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন BJP সভাপতি তাপস মিত্র থানায় গিয়েছিলেন। সেই সময় থানায় ছিলেন বারাসতের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও তাঁর অনুগামীরা। হাতের নাগালে BJP 'শিকার' পেয়ে সুযোগ হাতছাড়া করেননি বিদায়ী সাংসদের অনুগামীরা।

তাপসকে সবক শেখাতে তাঁরা হাতের সুখ করে নিলেন থানার ভিতরেই। ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামা। পরে পুলিশ অবশ্য তাঁকে উদ্ধার করে। আর না করেই বা উপায় কী! CCTV-র ফুটেজ! কমিশন জুজু - চিঠিটাপাটি বেবাক জানাজানি হয়ে যাবে যে সব।

আক্রান্ত BJP নেতা তাপস গতরাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বারাসত থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন সেই ছেঁড়া জামা পরেই। পুলিশ ও RAF লাঠি উঁচিয়ে থানা থেকে সবাইকে বের করে দিল। IC দীপঙ্কর ভট্টাচার্য তাপসকে বাজখাই গলায় বোঝালেন, বাঘে ছুলে আঠারো ঘা, পুলিশ ছুঁলে ছত্রিশ।

ভিডিয়োয় শুনুন

অশ্রাব্য গালিগালাজও শোনা গেল IC-র মুখে। আচমকা IC-র মেজাজ ও শরীরি ভাষায় হকচকিয়ে গিয়েছিলেন তাপস। শেষমেশ থানা থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমকে বলেন, 'গতকাল রাতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্ররোচনায় থানার মধ্যে আমার উপর হামলা হয়েছে। আমি তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেই হামলার অভিযোগ দায়ের করেছি।'

বারাসত, 14 মে : পুলিশ তুমি যতই মারো, মাইনে তোমার একশো বারো। বারাসত থানার পুলিশ এদিন মারেনি বটে। তবু দিনের শেষে আক্রান্ত BJP নেতা কথাটা বলতেই পারেন। মার খেয়ে থানায় অভিযোগ জানাতে যাওয়া BJP নেতার সঙ্গে যে ভাষায় কথা বললেন, তা যে কেবল পুলিশই পারে।

ভিডিয়োয় দেখুন

সোমবার রাতে দলের আক্রান্ত নেতারা থানায় রয়েছেন শুনে বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন BJP সভাপতি তাপস মিত্র থানায় গিয়েছিলেন। সেই সময় থানায় ছিলেন বারাসতের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও তাঁর অনুগামীরা। হাতের নাগালে BJP 'শিকার' পেয়ে সুযোগ হাতছাড়া করেননি বিদায়ী সাংসদের অনুগামীরা।

তাপসকে সবক শেখাতে তাঁরা হাতের সুখ করে নিলেন থানার ভিতরেই। ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামা। পরে পুলিশ অবশ্য তাঁকে উদ্ধার করে। আর না করেই বা উপায় কী! CCTV-র ফুটেজ! কমিশন জুজু - চিঠিটাপাটি বেবাক জানাজানি হয়ে যাবে যে সব।

আক্রান্ত BJP নেতা তাপস গতরাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বারাসত থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন সেই ছেঁড়া জামা পরেই। পুলিশ ও RAF লাঠি উঁচিয়ে থানা থেকে সবাইকে বের করে দিল। IC দীপঙ্কর ভট্টাচার্য তাপসকে বাজখাই গলায় বোঝালেন, বাঘে ছুলে আঠারো ঘা, পুলিশ ছুঁলে ছত্রিশ।

ভিডিয়োয় শুনুন

অশ্রাব্য গালিগালাজও শোনা গেল IC-র মুখে। আচমকা IC-র মেজাজ ও শরীরি ভাষায় হকচকিয়ে গিয়েছিলেন তাপস। শেষমেশ থানা থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমকে বলেন, 'গতকাল রাতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্ররোচনায় থানার মধ্যে আমার উপর হামলা হয়েছে। আমি তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেই হামলার অভিযোগ দায়ের করেছি।'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.