ETV Bharat / state

রাজনীতি ছাড়বেন না নতুন অধ্যায় শুরু করবেন, মমতা ও অভিষেককে প্রশ্ন অর্জুনের

আড়াই লাখ ভোটে তাঁদের দলীয় প্রার্থীকে জেতানো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অর্জুন সিং ।

ফাইল ফোটো
author img

By

Published : May 24, 2019, 7:39 AM IST

Updated : May 24, 2019, 7:51 AM IST

ব্যারাকপুর, 24 মে : "রানি রাসমণি রোডে একটি স্টেজ বেঁধে জিজ্ঞেস করব, উনি কীভাবে হিসেব দেবেন ? রাজনীতি ছেড়ে দেবেন না নতুন কোনও অধ্যায় শুরু করবেন ।" মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে আক্রমণ করে গতকাল একথা বলেন ব্যারাকপুর কেন্দ্রের জয়ী BJP প্রার্থী অর্জুন সিং ।

অর্জুন সিংয়ের দাবি, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যারাকপুর কেন্দ্র থেকে আড়াই লাখ ভোটে তাঁদের দলীয় প্রার্থীকে জেতানোর কথা বলেছিলেন । সেই বিষয়ে অর্জুন বলেন, "মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যেপাধ্যায় বলেছিলেন, তাঁদের প্রার্থী আড়াই লাখের থেকে কম ভোটে লিড পেলে আমাদের কাছে হিসেব চাইবেন । পুলিশ ও পার্টি যদি অনুমতি দেয়, তাহলে রানি রাসমণি রোডে একটি স্টেজ বেধে তাঁদের কাছ থেকে হিসেব নিতে চাই ।" এরপরই তাঁর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে প্রশ্ন, "আপনারা রাজনীতি ছেড়ে দেবেন না কি অন্য কোনও অধ্যায় শুরু করবেন ?"

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

তিনি আরও বলেন, "ব্যারাকপুরের মানুষকে এই জয় উৎসর্গ করলাম । দলের সদস্যদের অভিনন্দন জানাই । তারা ব্যারাকপুরের মানুষের মধ্যে জনজাগরণ এনেছিলেন, তাই এটা সম্ভব হয়েছে ।"

ব্যারাকপুর, 24 মে : "রানি রাসমণি রোডে একটি স্টেজ বেঁধে জিজ্ঞেস করব, উনি কীভাবে হিসেব দেবেন ? রাজনীতি ছেড়ে দেবেন না নতুন কোনও অধ্যায় শুরু করবেন ।" মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে আক্রমণ করে গতকাল একথা বলেন ব্যারাকপুর কেন্দ্রের জয়ী BJP প্রার্থী অর্জুন সিং ।

অর্জুন সিংয়ের দাবি, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যারাকপুর কেন্দ্র থেকে আড়াই লাখ ভোটে তাঁদের দলীয় প্রার্থীকে জেতানোর কথা বলেছিলেন । সেই বিষয়ে অর্জুন বলেন, "মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যেপাধ্যায় বলেছিলেন, তাঁদের প্রার্থী আড়াই লাখের থেকে কম ভোটে লিড পেলে আমাদের কাছে হিসেব চাইবেন । পুলিশ ও পার্টি যদি অনুমতি দেয়, তাহলে রানি রাসমণি রোডে একটি স্টেজ বেধে তাঁদের কাছ থেকে হিসেব নিতে চাই ।" এরপরই তাঁর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে প্রশ্ন, "আপনারা রাজনীতি ছেড়ে দেবেন না কি অন্য কোনও অধ্যায় শুরু করবেন ?"

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

তিনি আরও বলেন, "ব্যারাকপুরের মানুষকে এই জয় উৎসর্গ করলাম । দলের সদস্যদের অভিনন্দন জানাই । তারা ব্যারাকপুরের মানুষের মধ্যে জনজাগরণ এনেছিলেন, তাই এটা সম্ভব হয়েছে ।"

sample description
Last Updated : May 24, 2019, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.