ETV Bharat / state

দেগঙ্গায় বিবির বেধড়ক মারে মৃত্যু ব্যক্তির - বারাসত জেলা হাসপাতাল

অভিযোগ, মত্ত অবস্থায় বিবিকে মারধর করত সে । এই নিয়ে অশান্তি লেগেই থাকত । মঙ্গলবার রাতেও মদ্যপান করে বাড়িতে এসে বিবিকে মারধর শুরু করে গফফর ।

বিবির বেধড়ক মারে মৃত্যু শওহরের
বিবির বেধড়ক মারে মৃত্যু শওহরের
author img

By

Published : Oct 28, 2020, 10:23 PM IST

দেগঙ্গা, 28 অক্টোবর : দেগঙ্গার কাউকেপাড়া এলাকায় বিবির বেধড়ক মারধরে মৃত্যু হল শওহরের । মৃতের নাম গফফর মণ্ডল(45) । তাঁর বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়েছে ।

গফফর মণ্ডলের বাড়ি বাদুড়িয়ার রাজবেড়িয়ায় । বিয়ের পর থেকেই সে দেগঙ্গার কাউকেপাড়ার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে । পেশায় দিনমজুর গফফর প্রায়ই মদ্যপান করত । অভিযোগ, মত্ত অবস্থায় বিবিকে মারধর করত সে । এই নিয়ে অশান্তি লেগেই থাকত । মঙ্গলবার রাতেও মদ্যপান করে বাড়িতে এসে বিবিকে মারধর শুরু করে গফফর । তখনই তার গলা টিপে ধরে পালটা এলোপাথাড়ি লাথি মারে বিবি । মারের চোটে একসময় অচৈতন্য হয়ে পড়ে গফফর । গভীর রাতে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনা হলে তিনি গফফরকে মৃত বলে ঘোষণা করেন ।

এদিকে খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশের কাছে । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠায় । সেই সঙ্গে মৃতের বিবিকেও আটক করে নিয়ে যাওয়া হয় থানায় । এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে,"মৃতের পরিবারের তরফে এখনও অবধি কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্তে শুরু হয়েছে । মৃতের বিবিকে আটক করা হয়েছে । তাকে জেরা করে পারিবারিক অশান্তির কারণ উঠে এসেছে । বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলা হচ্ছে ।’’

দেগঙ্গা, 28 অক্টোবর : দেগঙ্গার কাউকেপাড়া এলাকায় বিবির বেধড়ক মারধরে মৃত্যু হল শওহরের । মৃতের নাম গফফর মণ্ডল(45) । তাঁর বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়েছে ।

গফফর মণ্ডলের বাড়ি বাদুড়িয়ার রাজবেড়িয়ায় । বিয়ের পর থেকেই সে দেগঙ্গার কাউকেপাড়ার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে । পেশায় দিনমজুর গফফর প্রায়ই মদ্যপান করত । অভিযোগ, মত্ত অবস্থায় বিবিকে মারধর করত সে । এই নিয়ে অশান্তি লেগেই থাকত । মঙ্গলবার রাতেও মদ্যপান করে বাড়িতে এসে বিবিকে মারধর শুরু করে গফফর । তখনই তার গলা টিপে ধরে পালটা এলোপাথাড়ি লাথি মারে বিবি । মারের চোটে একসময় অচৈতন্য হয়ে পড়ে গফফর । গভীর রাতে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনা হলে তিনি গফফরকে মৃত বলে ঘোষণা করেন ।

এদিকে খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশের কাছে । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠায় । সেই সঙ্গে মৃতের বিবিকেও আটক করে নিয়ে যাওয়া হয় থানায় । এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে,"মৃতের পরিবারের তরফে এখনও অবধি কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্তে শুরু হয়েছে । মৃতের বিবিকে আটক করা হয়েছে । তাকে জেরা করে পারিবারিক অশান্তির কারণ উঠে এসেছে । বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলা হচ্ছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.