ETV Bharat / state

Habra murder attempted: ঘর ছাড়ায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর - habra hospital

শ্বশুরবাড়ি অত্যাচারে ঘর ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছিলেন। স্বামীর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য ভেঙে ফেলেছেন নিজের ফোন। আর সেই আক্রোশেই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপরে চড়াও হলেন স্বামী।

স্ত্রীকে ধারলো অস্ত্র দিয়ে কোপ
স্ত্রীকে ধারলো অস্ত্র দিয়ে কোপ
author img

By

Published : Aug 2, 2021, 3:51 PM IST

হাবড়া, 2 অগস্ট : ধারালো অস্ত্র নিয়ে খুন করার চেষ্টা স্ত্রীর উপর ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হাবড়া বিচুলিহাটা এলাকায়। আক্রান্ত গৃহবধূর নাম ঝুমা দাসবন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশে কাছে কোনও লিখিত অভিযোগ হয়নি।

আক্রান্ত গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে প্রেম করে ঝুমার বিয়ে হয়েছিল হাবড়া ঝরঝরিয়া তলা এলাকার অমিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বর্তমানে তাঁদের একটি চার বছরের সন্তানও রয়েছে।

অভিযোগ, বিয়ের পর থেকে একাধিকবার ঝুমাকে মারধর করা হয়েছে। কোথাও কাজ করতে গেলে সেখান থেকে তাঁকে জোর করে ছাড়িয়ে নিয়ে আসতেন অমিত। যা নিয়ে এর আগে একাধিকবার পুলিশে অভিযোগ করা হয়েছিল। একসপ্তাহ আগে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। তখন ওই গৃহবধূ তাঁর বাপের বাড়িতে চলে আসেন। স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাননি। অমিত যাতে তার সঙ্গে যোগাযোগ করতে না পারে তার জন্য নিজের ফোন ভেঙে ফেলেন ঝুমা। এক সপ্তাহ অমিতের সঙ্গে ঝুমার কথা হয়নি । আর তারপরেই হামলা।

আরও পড়ুন : Fake Identity : অ্যাসিস্টেন্ট সুপার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা, মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল জনতা

আক্রান্ত গৃহবধূ বলেন, "আমি হাবড়া হাবড়া বিচুলিহাটা এলাকায় একটি পার্লারে কাজ করি। এদিন রাতে পার্লার থেকে বেরোতেই পেছন থেকে আমার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে অমিত। আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে।"

ঝুমার মা জানান, মেয়ে পার্লারে কাজ করে ৷ এর আগেও আরও এক জায়গায় কাজ করত মেয়ে ৷ সেখানে গিয়েও মারধর করে কাজ ছাড়িয়ে দেয় ৷ আজকেও মেয়ের উপরে হামলা করল ৷ তাঁর দাবি, অমিতের যেন কঠিন শাস্তি হয় ৷

হাবড়া, 2 অগস্ট : ধারালো অস্ত্র নিয়ে খুন করার চেষ্টা স্ত্রীর উপর ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হাবড়া বিচুলিহাটা এলাকায়। আক্রান্ত গৃহবধূর নাম ঝুমা দাসবন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশে কাছে কোনও লিখিত অভিযোগ হয়নি।

আক্রান্ত গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে প্রেম করে ঝুমার বিয়ে হয়েছিল হাবড়া ঝরঝরিয়া তলা এলাকার অমিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বর্তমানে তাঁদের একটি চার বছরের সন্তানও রয়েছে।

অভিযোগ, বিয়ের পর থেকে একাধিকবার ঝুমাকে মারধর করা হয়েছে। কোথাও কাজ করতে গেলে সেখান থেকে তাঁকে জোর করে ছাড়িয়ে নিয়ে আসতেন অমিত। যা নিয়ে এর আগে একাধিকবার পুলিশে অভিযোগ করা হয়েছিল। একসপ্তাহ আগে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। তখন ওই গৃহবধূ তাঁর বাপের বাড়িতে চলে আসেন। স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাননি। অমিত যাতে তার সঙ্গে যোগাযোগ করতে না পারে তার জন্য নিজের ফোন ভেঙে ফেলেন ঝুমা। এক সপ্তাহ অমিতের সঙ্গে ঝুমার কথা হয়নি । আর তারপরেই হামলা।

আরও পড়ুন : Fake Identity : অ্যাসিস্টেন্ট সুপার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা, মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল জনতা

আক্রান্ত গৃহবধূ বলেন, "আমি হাবড়া হাবড়া বিচুলিহাটা এলাকায় একটি পার্লারে কাজ করি। এদিন রাতে পার্লার থেকে বেরোতেই পেছন থেকে আমার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে অমিত। আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে।"

ঝুমার মা জানান, মেয়ে পার্লারে কাজ করে ৷ এর আগেও আরও এক জায়গায় কাজ করত মেয়ে ৷ সেখানে গিয়েও মারধর করে কাজ ছাড়িয়ে দেয় ৷ আজকেও মেয়ের উপরে হামলা করল ৷ তাঁর দাবি, অমিতের যেন কঠিন শাস্তি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.