দমদম, 19 জুলাই: দমদম ক্যান্টনমেন্টের বরফ গলির বাসিন্দা সুজাতা শর্মা মিত্রের সঙ্গে বছর 17 আগে ওই এলাকার বাসিন্দা ইন্দ্র শর্মার বিয়ে হয় । এরপর সমস্ত কিছু ঠিক থাকলেও বছর দশেক ধরে অশান্তি শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে । সেই অশান্তি বছর দুয়েক ধরে আরও বাড়ে । এরই মধ্যে সুজাতা তার স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন (Husband accused of kidnapping his wife)। পাশাপাশি দমদম থানায় একটি অভিযোগও করেন ।
পাড়া প্রতিবেশীর অভিযোগ, বিবাহবিচ্ছেদ যাতে না হয় তারজন্য সুজাতাকে পাগল বানিয়ে অপহরণ করে বেহালার একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয় স্বামী । আদেও সুজাতার কোনও মানসিক সমস্যা নেই । তাঁদের আরও অভিযোগ, সুজাতাকে ওই পাড়ার একটি আবাসনের বাসিন্দা এনজি মিত্র ও তাঁর স্ত্রী একপ্রকার দত্তক নিয়ে মানুষ করেন । মিত্র দম্পতি তাঁদের মৃত্যুর আগে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সুজাতাকে দিয়ে যান । সেই সম্পত্তির একটি বড় অংশ সুজাতার থেকে নিয়ে নেয় তাঁর স্বামী ইন্দ্র ।
আরও পড়ুন : মুক্তিপণ চেয়ে ফোন, পুলিশি তৎপরতায় উদ্ধার 2 অপহৃত, গ্রেফতার 6
এরপরে একটি জমি ছিল সেটাও নেওয়ার চেষ্টা করলে সুজাতা বাধা দেন ৷ তারপরেই অশান্তি শুরু হয় । এমনকী সুজাতাকে মারধরও করা হয় । তাতেও সুজাতা না দমলে তাঁকে পাগল বানিয়ে একপ্রকার অপহরণ করে নিয়ে যায় স্বামী । এর প্রতিবাদ করলে পাড়া প্রতিবেশীকে হুমকি দেয় ইন্দ্র শর্মা ।
প্রতিবেশীদের আরও অভিযোগ, পুলিশে অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও সদর্থক ভূমিকা নেয়নি । এমনকী ইন্দ্র শর্মা এখন এলাকা ছাড়া । সুজাতার দাদার দাবি, তাঁর বোনের কোনও মানসিক সমস্যা ছিল না । যদিও পাড়া প্রতিবেশীর এই অভিযোগের প্রেক্ষিতে ইন্দ্র শর্মার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও সদুত্তর দেয়নি । বাড়িতে তালা লাগিয়ে রেখে দেয় ।