খড়দা, 23 জুন : মাথা থেঁতলে হোটেল মালিককে খুন খড়দায় । তদন্ত শুরু করছে খড়দা থানা ।
মৃতের নাম আবদুল রফিক মোল্লা (37) । খড়দার ঈশ্বরীপুরের বাসিন্দা । বলাগড়ে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হোটেল চালাতেন তিনি । দশ বছর ধরে ব্যবসা করতেন । ওই এলাকায় বেশ পরিচিত ছিলেন আবদুল রফিক । দোকানে বেশ কয়েকবার চুরি হওয়ায় বছর দুয়েক ধরে রাতে হোটেলেই থাকতেন তিনি।
আজ সকাল হোটেলের এক কর্মচারী এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আবদুল রফিক । বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর কোনও উত্তর না পেয়ে খবর দেয় তাঁর বাড়িতে । খবর পেয়ে দাদার হোটেলে আসেন আবদুলের পরিজনরা । রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় বলরাম হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।