ETV Bharat / state

খড়দায় মাতা থেঁতলে হোটেল মালিককে খুন - khardah police station

মাথা থেঁতলে হোটেল মালিককে খুন খড়দায় । মৃতের নাম আবদুল রফিক (37) । তদন্ত শুরু করছে খড়দা থানা ।

আবদুল রফিক মোল্লা
author img

By

Published : Jun 23, 2019, 1:02 PM IST

খড়দা, 23 জুন : মাথা থেঁতলে হোটেল মালিককে খুন খড়দায় । তদন্ত শুরু করছে খড়দা থানা ।

মৃতের নাম আবদুল রফিক মোল্লা (37) । খড়দার ঈশ্বরীপুরের বাসিন্দা । বলাগড়ে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হোটেল চালাতেন তিনি । দশ বছর ধরে ব্যবসা করতেন । ওই এলাকায় বেশ পরিচিত ছিলেন আবদুল রফিক । দোকানে বেশ কয়েকবার চুরি হওয়ায় বছর দুয়েক ধরে রাতে হোটেলেই থাকতেন তিনি।

hotel owner
মৃত আবদুল রফিক মোল্লা

আজ সকাল হোটেলের এক কর্মচারী এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আবদুল রফিক । বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর কোনও উত্তর না পেয়ে খবর দেয় তাঁর বাড়িতে । খবর পেয়ে দাদার হোটেলে আসেন আবদুলের পরিজনরা । রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় বলরাম হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

খড়দা, 23 জুন : মাথা থেঁতলে হোটেল মালিককে খুন খড়দায় । তদন্ত শুরু করছে খড়দা থানা ।

মৃতের নাম আবদুল রফিক মোল্লা (37) । খড়দার ঈশ্বরীপুরের বাসিন্দা । বলাগড়ে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হোটেল চালাতেন তিনি । দশ বছর ধরে ব্যবসা করতেন । ওই এলাকায় বেশ পরিচিত ছিলেন আবদুল রফিক । দোকানে বেশ কয়েকবার চুরি হওয়ায় বছর দুয়েক ধরে রাতে হোটেলেই থাকতেন তিনি।

hotel owner
মৃত আবদুল রফিক মোল্লা

আজ সকাল হোটেলের এক কর্মচারী এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আবদুল রফিক । বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর কোনও উত্তর না পেয়ে খবর দেয় তাঁর বাড়িতে । খবর পেয়ে দাদার হোটেলে আসেন আবদুলের পরিজনরা । রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় বলরাম হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.