শাসন, 21 নভেম্বর : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবতিকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম হাসিনা বিবি(27)। উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার ঘটনা। পলাতক অভিযুক্তরা।অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
শাসনের কীর্ত্তিপুর 1 নম্বর পঞ্চায়েতের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা হাসিনা। আজ থেকে 12 বছর আগে ওই গ্রামের বাসিন্দা আক্রম দর্জির সঙ্গে বিয়ে হয় তাঁর। বর্তমানে এক ছেলে ও মেয়ে রয়েছে ওই দম্পতির। অভিযোগ, বিয়ের কয়েক বছর পর এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আক্রম। সেই সম্পর্কের কথা জেনে ফেলে হাসিনা৷ তারপর থেকেই দম্পতির মধ্যে মাঝে মধ্যেই বচসা লাগত৷ অভিযোগ ওই ঘটনার প্রতিবাদ করলেই হাসিনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত আক্রম৷ আক্রম পেশায় গাড়ি চালক।
আজ সকালে শ্বশুড় বাড়ি থেকে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ অভিযোগ বিষয়টি জানাজানি হতেই পলাতক সাবিনার স্বামী-সহ শ্বশুর-শাশুড়ি। সাবিনার পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে সাবিনাকে৷ তারপর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।দেহ উদ্ধারের পরই আজ দুপুরে স্বামী-সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে শাসন থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। শাসন থানার এক পুলিশ কর্তা জানান, "মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই পরিষ্কার হবে এটি খুন না আত্মহত্যা ৷"