ETV Bharat / state

Habra Municipality on Covid Vaccine : করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলে সম্পত্তি করে ছাড়, ঘোষণা হাবরা পৌরসভার

করোনার টিকার দ্বিতীয় ডোজ (Covid Vaccine 2nd Dose) দেওয়ার কাজ এখনও 100 শতাংশে পৌঁছায়নি উত্তর 24 পরগনার হাবরা পৌরসভা (Habra Municipality) এলাকায় ৷ তাই করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলে সম্পত্তি করে ছাড় দেওয়ার কথা ঘোষণা করল হাবরা পৌরসভা ৷

habra-municipality-announces-rebate-on-property-tax-for-fully-vaccinated-residents
Habra Municipality on Covid Vaccine : করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলে সম্পত্তি করে ছাড়, ঘোষণা হাবরা পৌরসভার
author img

By

Published : Jan 31, 2022, 7:07 PM IST

হাবরা, 31 জানুয়ারি : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Covid Vaccine 2nd Dose) নেওয়ার অনীহা কাটাতে সম্পত্তি করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তর 24 পরগনার হাবরা পৌরসভা (Habra Municipality)। যা ঘিরে ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ বেড়েছে পৌরসভা এলাকায় । শুরু হয়েছে যুযুধান দুইপক্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা ।

পৌরসভার এমন সিদ্ধান্তের পিছনে যেখানে ভোট রাজনীতির অঙ্ক খুঁজে পাচ্ছে গেরুয়া শিবির, সেখানে বিজেপির (BJP Attacks TMC on Harbra Municipality) অভিযোগ খারিজ করে পাল্টা তৃণমূল শিবির দাবি করছে, টিকাকরণ নিয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই সম্পত্তি করে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা (TMC Rejects BJPs Allegation) । তাই এর পিছনে কোনও রাজনীতি নেই । তবে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই পৌর কর্তৃপক্ষ আশাবাদী, অভিনব এই পরিকল্পনায় উৎসাহ বাড়বে টিকাকরণে ।

হাবরা পৌরসভা এলাকায় প্রায় 1 লাখ 20 হাজার মানুষের বসবাস । পৌর এলাকায় প্রায় একশো শতাংশ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন হলেও দ্বিতীয় ডোজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি ৷ পৌরসভার পরিসংখ্যান বলছে, সেখানে 20 শতাংশ মানুষ এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি । দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে তাঁদের । এর জন্য সচেতনতার অভাব অথবা গা-ছাড়া মনোভাবকেই দুষছে পৌর কর্তৃপক্ষ ।

তাই টিকাকরণে আগ্রহ বাড়াতে সম্প্রতি হাবরা পৌরসভার প্রশাসক বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, পরিবারের সকলে করোনা টিকার দু’টি ডোজ নিলেই সম্পত্তি করে 25 শতাংশ ছাড় দেওয়া হবে (Habra Municipality Announces Rebate on Property Tax for Fully Vaccinated Residents) । এই সুবিধা মিলবে কেবলমাত্র চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত । অর্থাৎ প্রথম কোয়ার্টারে সম্পত্তি করের জন্য ।

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলে সম্পত্তি করে ছাড়, ঘোষণা হাবরা পৌরসভার

এই সুবিধা পেতে অবশ্য পৌরসভার তরফে কিছু শর্তও রাখা হয়েছে । প্রথমত, পরিবারের কোনও সদস্য যদি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এখনও না নিয়ে থাকেন, তাঁকে অবশ্যই সেই ডোজ নিতে হবে ছাড়ের সময়সীমার মধ্যে । দ্বিতীয়ত, এই সুবিধা নিতে গেলে সম্পত্তি কর বকেয়া রাখা যাবে না । বকেয়া মেটাতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে । আর পৌরসভার এই শর্ত চাপানো নিয়েই উঠেছে প্রশ্ন । এতে আদৌও টিকাকরণে আগ্রহ বাড়বে তো পৌরবাসীর ? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।

যদিও এই নিয়ে পৌর কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি না হলেও হাবরা শহরকে কোভিডমুক্ত করাই যে তাঁদের লক্ষ্য, তা উঠে এসেছে মুখ্য প্রশাসক নারায়ণচন্দ্র সাহার কথায় । তিনি বলেন, "পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণের কাজ চলছে জোরকদমে । তাই যাঁরা এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের কাছে আবেদন, শীঘ্রই তাঁরা যেন দ্বিতীয় ডোজের টিকা নিয়ে নেন । কোভিড সংক্রমণ থেকে পৌরবাসীকে সুরক্ষিত রাখতেই সম্পত্তি করে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । এতে টিকাকরণে আগ্রহ বাড়বে বলেই ধারণা আমাদের ৷" প্রশাসকের মতে, "15-18 বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণ চলার পাশাপাশি পথ শিশুদের টিকাকরণ শুরু করারও উদ্যোগ নিয়েছে পৌরসভা । হাবড়াকে একশো শতাংশ কোভিডমুক্ত করাই আমাদের লক্ষ্য ৷"

এদিকে ভোটের মুখে হাবরা পৌরসভার এমন সিদ্ধান্তের পিছনে রাজনীতি রয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির । এই বিষয়ে হাবরা শহর বিজেপির সহ-সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, "সামনেই হাবরা পৌরসভার নির্বাচন । তাই ভোটের আগে মানুষের মন পেতে ট্যাক্স ছাড়ের পথে হাঁটতে হচ্ছে পৌরসভাকে । এভাবে মানুষকে কাছে টানতে পারবে না তৃণমূল । মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে । আর তা স্পষ্ট হয়েছে লোকসভা নির্বাচনে পৌরসভার 24টি ওয়ার্ডে দলের এগিয়ে থাকাতেই । হাবরার মানুষ এবার শাসকদলকে উৎখাত করবে পৌরসভা থেকে । নির্বাচনে মানুষের সমর্থন পেয়ে হাবরা পৌরসভা দখল করব আমরাই ৷"

অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করে হাবরা পৌরসভার মুখ্য প্রশাসক নারায়ণচন্দ্র সাহা বলেন, "পৌরসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল কোনও সিদ্ধান্ত নেয় না । আমাদের দল সবসময় মানুষের পাশে থেকেই উন্নয়নের কাজ করে । ওদের একটাই কাজ, শুধু সমালোচনা করা । মানুষ এবারও তৃণমূলকেই ভোট দিয়ে হাবরা পৌরসভার নির্বাচনে জয়ী করবে । পৌরসভার 24টি ওয়ার্ডই দখলে যাবে তৃণমূলের ৷"

আরও পড়ুন : Covid-19 infected beneficiary News : কোভিডমুক্তির তিন মাস পর টিকার প্রাপ্য ডোজ, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক

হাবরা, 31 জানুয়ারি : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Covid Vaccine 2nd Dose) নেওয়ার অনীহা কাটাতে সম্পত্তি করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তর 24 পরগনার হাবরা পৌরসভা (Habra Municipality)। যা ঘিরে ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ বেড়েছে পৌরসভা এলাকায় । শুরু হয়েছে যুযুধান দুইপক্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা ।

পৌরসভার এমন সিদ্ধান্তের পিছনে যেখানে ভোট রাজনীতির অঙ্ক খুঁজে পাচ্ছে গেরুয়া শিবির, সেখানে বিজেপির (BJP Attacks TMC on Harbra Municipality) অভিযোগ খারিজ করে পাল্টা তৃণমূল শিবির দাবি করছে, টিকাকরণ নিয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই সম্পত্তি করে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা (TMC Rejects BJPs Allegation) । তাই এর পিছনে কোনও রাজনীতি নেই । তবে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই পৌর কর্তৃপক্ষ আশাবাদী, অভিনব এই পরিকল্পনায় উৎসাহ বাড়বে টিকাকরণে ।

হাবরা পৌরসভা এলাকায় প্রায় 1 লাখ 20 হাজার মানুষের বসবাস । পৌর এলাকায় প্রায় একশো শতাংশ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন হলেও দ্বিতীয় ডোজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি ৷ পৌরসভার পরিসংখ্যান বলছে, সেখানে 20 শতাংশ মানুষ এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি । দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে তাঁদের । এর জন্য সচেতনতার অভাব অথবা গা-ছাড়া মনোভাবকেই দুষছে পৌর কর্তৃপক্ষ ।

তাই টিকাকরণে আগ্রহ বাড়াতে সম্প্রতি হাবরা পৌরসভার প্রশাসক বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, পরিবারের সকলে করোনা টিকার দু’টি ডোজ নিলেই সম্পত্তি করে 25 শতাংশ ছাড় দেওয়া হবে (Habra Municipality Announces Rebate on Property Tax for Fully Vaccinated Residents) । এই সুবিধা মিলবে কেবলমাত্র চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত । অর্থাৎ প্রথম কোয়ার্টারে সম্পত্তি করের জন্য ।

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলে সম্পত্তি করে ছাড়, ঘোষণা হাবরা পৌরসভার

এই সুবিধা পেতে অবশ্য পৌরসভার তরফে কিছু শর্তও রাখা হয়েছে । প্রথমত, পরিবারের কোনও সদস্য যদি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এখনও না নিয়ে থাকেন, তাঁকে অবশ্যই সেই ডোজ নিতে হবে ছাড়ের সময়সীমার মধ্যে । দ্বিতীয়ত, এই সুবিধা নিতে গেলে সম্পত্তি কর বকেয়া রাখা যাবে না । বকেয়া মেটাতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে । আর পৌরসভার এই শর্ত চাপানো নিয়েই উঠেছে প্রশ্ন । এতে আদৌও টিকাকরণে আগ্রহ বাড়বে তো পৌরবাসীর ? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।

যদিও এই নিয়ে পৌর কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি না হলেও হাবরা শহরকে কোভিডমুক্ত করাই যে তাঁদের লক্ষ্য, তা উঠে এসেছে মুখ্য প্রশাসক নারায়ণচন্দ্র সাহার কথায় । তিনি বলেন, "পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণের কাজ চলছে জোরকদমে । তাই যাঁরা এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের কাছে আবেদন, শীঘ্রই তাঁরা যেন দ্বিতীয় ডোজের টিকা নিয়ে নেন । কোভিড সংক্রমণ থেকে পৌরবাসীকে সুরক্ষিত রাখতেই সম্পত্তি করে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । এতে টিকাকরণে আগ্রহ বাড়বে বলেই ধারণা আমাদের ৷" প্রশাসকের মতে, "15-18 বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণ চলার পাশাপাশি পথ শিশুদের টিকাকরণ শুরু করারও উদ্যোগ নিয়েছে পৌরসভা । হাবড়াকে একশো শতাংশ কোভিডমুক্ত করাই আমাদের লক্ষ্য ৷"

এদিকে ভোটের মুখে হাবরা পৌরসভার এমন সিদ্ধান্তের পিছনে রাজনীতি রয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির । এই বিষয়ে হাবরা শহর বিজেপির সহ-সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, "সামনেই হাবরা পৌরসভার নির্বাচন । তাই ভোটের আগে মানুষের মন পেতে ট্যাক্স ছাড়ের পথে হাঁটতে হচ্ছে পৌরসভাকে । এভাবে মানুষকে কাছে টানতে পারবে না তৃণমূল । মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে । আর তা স্পষ্ট হয়েছে লোকসভা নির্বাচনে পৌরসভার 24টি ওয়ার্ডে দলের এগিয়ে থাকাতেই । হাবরার মানুষ এবার শাসকদলকে উৎখাত করবে পৌরসভা থেকে । নির্বাচনে মানুষের সমর্থন পেয়ে হাবরা পৌরসভা দখল করব আমরাই ৷"

অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করে হাবরা পৌরসভার মুখ্য প্রশাসক নারায়ণচন্দ্র সাহা বলেন, "পৌরসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল কোনও সিদ্ধান্ত নেয় না । আমাদের দল সবসময় মানুষের পাশে থেকেই উন্নয়নের কাজ করে । ওদের একটাই কাজ, শুধু সমালোচনা করা । মানুষ এবারও তৃণমূলকেই ভোট দিয়ে হাবরা পৌরসভার নির্বাচনে জয়ী করবে । পৌরসভার 24টি ওয়ার্ডই দখলে যাবে তৃণমূলের ৷"

আরও পড়ুন : Covid-19 infected beneficiary News : কোভিডমুক্তির তিন মাস পর টিকার প্রাপ্য ডোজ, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.