ব্যারাকপুর, 30 জানুয়ারি : রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বললেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ৷ পশ্চিমবঙ্গে এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷" গান্ধিজির মৃত্যু দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
আজ সকালে ব্যারাকপুরের গান্ধিঘাটে গান্ধিজিকে শ্রদ্ধা জানাতে যান ৷ সেখানে সংবাদমাধ্যমের সামনে রাজ্যে বেড়ে চলা হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ বলেন, "গান্ধিজি ছিলেন অহিংসার প্রতীক ৷ তিনি সবসময় আমাদের অহিংস নীতি মেনে চলার কথা বলতেন ৷ সেখানে পশ্চিমবঙ্গে এখন হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সাধারণ মানুষ নিরাপদে নেই ৷ দেশ ও সংবিধানকে রক্ষা করা উচিত ৷"
তাঁর মতে, এই রাজ্যে কাউকে প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না ৷ এই নিয়ে বলেন, "আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অপমানিত হচ্ছিলাম, তখন পুলিশ কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই ৷"